A
করণ
B
কর্তা
C
কর্ম
D
অধিকরণ
উত্তরের বিবরণ
করণ কারক
-
সংজ্ঞা: যার দ্বারা বা যে উপায়ে কর্তা ক্রিয়া সম্পাদন করে, তাকে করণ কারক বলে।
-
এ কারকে সাধারণত ‘দ্বারা’, ‘দিয়ে’, ‘কর্তৃক’ ইত্যাদি অনুসর্গ যুক্ত হয়।
উদাহরণ:
-
ভেড়া দিয়ে চাষ করা সম্ভব নয়।
-
লোকটা জাতিতে বৈষ্ণব।
-
শিকারী বিড়াল গোঁফে চেনা যায়।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০১৯ ও ২০২২ সংস্করণ)

0
Updated: 3 days ago
'দিব তোমা শ্রদ্ধা ভক্তি।' - বাক্যে 'তোমা' কোন কারক?
Created: 3 months ago
A
কর্ম
B
কর্তা
C
অধিকরণ
D
সম্প্রদান
সম্প্রদান কারক
যাকে কোনো কিছু দান বা সাহায্য করার জন্য স্বত্ব পরিত্যাগ করে কিছু দেওয়া হয়, তাকে সম্প্রদান কারক বলা হয়। দানের সঙ্গে সম্প্রদানের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। তবে কোনো কিছু দেওয়া হলেও যদি তা পরে ফেরত নেওয়া হয়, তাহলে সেটি আর সম্প্রদান কারক হয় না।
উদাহরণ:
-
সৎপাত্রে কন্যা দান কর।
-
সমিতিতে চাঁদা দাও।
-
অন্ধজনে দেহ আলো।
-
দিব তোমা শ্রদ্ধা ভক্তি।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)

0
Updated: 3 months ago
সৎপাত্রে কন্যা দান কর। - নিম্নরেখ শব্দটি কোন কারক?
Created: 1 week ago
A
কর্ম
B
করণ
C
অপাদান
D
সম্প্রদান
সম্প্রদান কারক:
-
যাকে স্বত্ব ত্যাগ করে কে কোনো কিছু দান বা সাহায্য করা হয়, তাকে সম্প্রদান কারক বলা হয়।
-
দানের সঙ্গে সম্প্রদানের একটি সম্পর্ক থাকে। তবে যদি কোনাে কিছু দিয়ে আবার ফেরত নেওয়া হয়, তাহলে তা সম্প্রদান কারক হবে না।
উদাহরণ:
-
ভিখারীকে ভিক্ষা দাও।
-
সৎপাত্রে কন্যা দান কর।
-
সমিতিতে চাঁদা দাও।
-
অন্ধজনে দেহ আলো।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।

0
Updated: 1 week ago
'শ্রদ্ধাবান লভে জ্ঞান অন্যে কভু নয়।' - এখানে 'শ্রদ্ধাবান' কোন কারক?
Created: 3 months ago
A
করণ
B
কর্তা
C
অপাদান
D
কর্ম
কর্তা কারক
যে ব্যক্তি বা বস্তু ক্রিয়াটি সম্পাদন করে, তাকে কর্তা কারক বলে। অর্থাৎ, বাক্যে যে কর্তা ক্রিয়ার কার্য সম্পাদন করে, সেই কর্তার দ্বারাই কর্তা কারক নির্ধারিত হয়। কর্তা কারকে সাধারণত কোনও বিভক্তি যোগ হয় না।
উদাহরণ
-
বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দেব কিসে?
-
সপ্তপুরুষ যেথায় মানুষ।
-
শ্রদ্ধাবান লভে জ্ঞান, অন্যে কভু নয়।
উৎস
বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি – নবম-দশম শ্রেণি (২০১৯ ও ২০২১ সংস্করণ)
বাংলা ব্যাকরণ ও নির্মিতি – সপ্তম শ্রেণি

0
Updated: 3 months ago