কোনটি দন্ত্য ব্যঞ্জন?
A
ত
B
ন
C
ল
D
র
উত্তরের বিবরণ
দন্ত্য ব্যঞ্জন
-
সংজ্ঞা: যেসব ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময়ে জিভের ডগা উপরের পাটির দাঁতের সঙ্গে লেগে বায়ুপথে বাধা সৃষ্টি করে, সেগুলোকে দন্ত্য ব্যঞ্জন বলে।
-
উদাহরণ:
-
ত, থ, দ, ধ (তাল, থালা, দাদা, ধান)
-
দন্ত্যমূলীয় ব্যঞ্জন
-
সংজ্ঞা: যেসব ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময়ে জিভের ডগা উপরের পাটির দাঁতের গোড়ার সঙ্গে লেগে বায়ুপথে বাধা সৃষ্টি করে, সেগুলোকে দন্ত্যমূলীয় ব্যঞ্জন বলে।
-
উদাহরণ:
-
ন, র, ল, স (নানা, রাত, লাল, সালাম)
-
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (সংস্করণ–২০২১)

0
Updated: 1 month ago
কোনটি ব্যঞ্জন বিকৃতি'র উদাহরণ?
Created: 1 month ago
A
করিয়া > করে
B
ফলাহার > ফলার
C
ধাইমা > দাইমা
D
ফাল্গুন > ফাগুন
ব্যঞ্জন বিকৃতি হলো এমন ধ্বনিগত প্রক্রিয়া, যেখানে শব্দের মধ্যে কোনো ব্যঞ্জন পরিবর্তিত হয়ে নতুন ব্যঞ্জনধ্বনি ব্যবহৃত হয়। এটি সাধারণত উচ্চারণের স্বাভাবিক পরিবর্তনের ফলে ঘটে।
-
উদাহরণ:
-
কবাট → কপাট
-
ধােবা → ধােপা
-
ধাইমা → দাইমা
-
অন্য ধ্বনিগত পরিবর্তনের উদাহরণ:
-
অন্তর্হতি: ফাল্গুন → ফাগুন, ফলাহার → ফলার
-
অভিশ্রুতি: করিয়া → করে

0
Updated: 1 month ago
উচ্চারণস্থান অনুযায়ী 'চাচা' শব্দে কোন ধরনের ব্যঞ্জনধ্বনি রয়েছে?
Created: 2 months ago
A
ওষ্ঠ্য ব্যঞ্জন
B
তালব্য ব্যঞ্জন
C
কণ্ঠনালীয় ব্যঞ্জন
D
মূর্ধন্য ব্যঞ্জন
তালব্য ব্যঞ্জন
সংজ্ঞা:
যেসব ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময় জিভের ডগা খানিকটা প্রসারিত হয়ে শক্ত তালুর কাছে বায়ুপ্রবাহে বাধা সৃষ্টি করে, সেগুলোকে তালব্য ব্যঞ্জন বলে।
উদাহরণ:
চাচা, ছাগল, জাল, ঝড়, শসা — এখানে চ, ছ, জ, ঝ, শ তালব্য ব্যঞ্জনধ্বনি।

0
Updated: 2 months ago
ওষ্ঠ্য ব্যঞ্জনগুচ্ছ কোনটি?
Created: 3 weeks ago
A
চ, ছ, জ, ঝ, শ
B
প, ফ, ব, ভ, ম
C
ন, র, ল, স
D
ত, থ, দ, ধ
বাংলা ভাষায় ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময় কোন অঙ্গ কোথায় বাধা সৃষ্টি করে তার ভিত্তিতে বিভিন্ন শ্রেণিতে ভাগ করা হয়। এর মধ্যে একটি হলো ওষ্ঠ্য ব্যঞ্জন, যা ঠোঁটের সাহায্যে উচ্চারিত হয়।
-
ওষ্ঠ্য ব্যঞ্জন: যেসব ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময় দুই ঠোঁট কাছাকাছি এসে বায়ুপথে বাধা সৃষ্টি করে, সেগুলোকে ওষ্ঠ্য ব্যঞ্জন বলে। এগুলোকে দ্বি-ওষ্ঠ্য ধ্বনি নামেও ডাকা হয়।
উদাহরণ: পাকা, ফল, বাবা, ভাই, মা — এখানে প, ফ, ব, ভ, ম হলো ওষ্ঠ্য ব্যঞ্জনধ্বনি।
এ ছাড়া ব্যঞ্জনধ্বনির অন্যান্য শ্রেণি হলো—
-
তালব্য ব্যঞ্জন: চ, ছ, জ, ঝ, শ
-
দন্তমূলীয় ব্যঞ্জন: ন, র, ল, স
-
দন্ত্য ব্যঞ্জন: ত, থ, দ, ধ
উৎস:

0
Updated: 3 weeks ago