What is the meaning of the idiom 'a round dozen'?
A
a little less than a dozen
B
a little more than a dozen
C
a full dozen
D
round about a dozen
উত্তরের বিবরণ
Idiom: A round dozen
English Meaning: Exactly twelve; a complete set or group of twelve.
Bangla Meaning: এক ভজন; বারোটি; তিন গণ্ডা; পূর্ণ ডজন
-
এই idiom-টি একটি নির্দিষ্ট সংখ্যা (১২) বোঝাতে ব্যবহৃত হয়।
Example Sentence:
I ordered a round dozen of eggs from the market.
Bangla Translation: আমি বাজার থেকে একদম বারোটি ডিম অর্ডার করেছিলাম।
Sources:
-
Oxford Learner's Dictionary
-
Accessible Dictionary (Bangla Academy)

0
Updated: 3 months ago
"He died _____ a snake bite." Which preposition fits best?
Created: 3 weeks ago
A
at
B
in
C
from
D
within
Correct Answer: from
ব্যাখ্যা:
-
“Die from” ব্যবহার করা হয় যখন মৃত্যুর কারণটি কোনো নির্দিষ্ট বাহ্যিক কারণ, যেমন রোগ, দুর্ঘটনা বা বিষক্রিয়া।
-
উদাহরণ বাক্যে: snake bite একটি বাহ্যিক কারণ, অর্থাৎ সে মারা গেছে সাপের কামড়ের কারণে।
-
তাই এখানে from সঠিক।
Die এর সাথে অন্যান্য Preposition ব্যবহার
Preposition | ব্যবহার | উদাহরণ |
---|---|---|
from | বাহ্যিক কারণ বা প্রভাব | He died from a snake bite. / He died from overeating. |
at | সময় নির্দেশ করতে | He died at 9:30 am. |
in | দুর্ঘটনায় মারা যাওয়া বা জায়গা, মাস বা বছর | He died in an accident. / He died in 1950. / He died in London. |
within | সীমিত সময়ের মধ্যে মৃত্যু | He died within five minutes. |
of | রোগ বা অভ্যন্তরীণ কারণে মৃত্যু | He died of cholera. / Karim died of cancer. |
for | কোনো আদর্শ বা কারণে মৃত্যু | He died for his country. |
on | নির্দিষ্ট দিনে বা তাৎক্ষণিক মৃত্যু | He died on the spot. / He died on Monday. |
between | সময় সীমার মধ্যে মৃত্যু | He died between 9 a.m. to 9:30 a.m. |
📚 Source: Applied English Grammar and Composition by P.C. Das

0
Updated: 3 weeks ago
The word 'disinterested' means-
Created: 1 month ago
A
lack of interest
B
indifferent
C
callous
D
neutral
Disinterested (adjective)
English Meaning: এমন কেউ, যার কোনো ব্যক্তিগত স্বার্থ জড়িত নয় বা ব্যক্তিগত লাভ নেই, তাই সে ন্যায্যভাবে বিচার করতে পারে।
বাংলা অর্থ: নিরপেক্ষ, স্বার্থশূন্য, নৈর্ব্যক্তিক।
অন্যান্য অপশন:
-
Neutral: নিরপেক্ষ
-
Lack of interest: আগ্রহের অভাব
-
Indifferent: নিঃস্পৃহ, অনীহ, উদাসীন
-
Callous: কঠিন মনের, অনুভূতিহীন
উপরের অপশনগুলো বিশ্লেষণ করলে বোঝা যায়, ‘Disinterested’ শব্দটির মানে সবচেয়ে ভালোভাবে বোঝায় ‘Neutral’ বা নিরপেক্ষ।
তথ্যসূত্র: Live MCQ Lecture, Accessible Dictionary.

0
Updated: 1 month ago
Which of the following is closest in meaning to “Imbue”?
Created: 1 week ago
A
Weaken
B
Neglect
C
Instill
D
Erase
• The closest in meaning to 'Imbue' is - Instill.
• Imbue (verb)
English Meaning: to inspire or permeate with a feeling, quality, or idea.
Bangla Meaning: প্রভাবিত করা; প্রবাহিত করা; সঞ্চার করা।
অপশন আলোচনা:
- Weaken - দুর্বল করা; শক্তি কমানো।
- Neglect - অবহেলা করা; উপেক্ষা করা।
- Instill - ঢালা; প্রবাহিত করা; প্রয়োগ করা।
- Erase - মুছে ফেলা; ধ্বংস করা।

0
Updated: 1 week ago