• অর্থতত্ত্ব:
ব্যাকরণের সেই অংশ যা শব্দ, বর্গ ও বাক্যের অর্থ নিয়ে আলোচনা করে, তাকে অর্থতত্ত্ব বা বাগার্থতত্ত্ব বলা হয়।
আলোচ্য বিষয়:
-
বিপরীত শব্দ, প্রতিশব্দ, শব্দজোড়, বাগধারা
-
শব্দ, বর্গ ও বাক্যের ব্যঞ্জনা
কোনটি অর্থতত্ত্বের আলোচ্য বিষয়?
A
শব্দজোড়
B
সর্বনাম
C
শব্দ গঠন
D
যতিচিহ্ন
উত্তরের বিবরণ
অর্থতত্ত্ব
ব্যাকরণের যে অংশে শব্দ, বর্গ ও বাক্যের অর্থ আলোচনা করা হয় তাকে অর্থতত্ত্ব বলে।
একে আবার বাগর্থতত্ত্ব নামেও ডাকা হয়।
এর আলোচ্য বিষয়সমূহ হলো:
বিপরীত শব্দ
প্রতিশব্দ
শব্দজোড়
বাগধারা ইত্যাদি।
এছাড়া শব্দ, বর্গ ও বাক্যের ব্যঞ্জনা নিয়েও এ শাস্ত্রে আলোচনা করা হয়।
রূপতত্ত্বের আলোচ্য বিষয়
শব্দ গঠন
সর্বনাম
বাক্যতত্ত্বের আলোচ্য বিষয়
যতিচিহ্ন
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)
0
Updated: 1 month ago
ব্যাকরণের আলোচ্য বিষয়গুলোর মধ্যে কোনটিকে 'বাগর্থতত্ত্ব' বলা হয়?
Created: 1 month ago
A
ধ্বনিতত্ত্ব
B
রূপতত্ত্ব
C
বাক্যতত্ত্ব
D
অর্থতত্ত্ব
0
Updated: 1 month ago
'স্বভাবের পরিবর্তন সম্ভব নয়' অর্থ প্রকাশে ব্যবহৃত প্রবাদ কোনটি?
Created: 3 weeks ago
A
এঁটোপাত না যায় স্বর্গে
B
এক মাঘে শীত যায় না
C
কয়লা ধুলে ময়লা যায় না
D
ঢেকি স্বর্গে গেলেও ধান ভানে
কয়লা ধুলে ময়লা যায় না' প্রবাদের অর্থ হলো স্বভাবের পরিবর্তন সম্ভব নয়। এর পাশাপাশি আরও কিছু প্রবাদ রয়েছে যেগুলোর ভিন্ন অর্থ প্রকাশ করে।
এঁটোপাত না যায় স্বর্গে: পরমুখাপেক্ষীর সমৃদ্ধি সম্ভর হয় না
এক মাঘে শীত যায় না: বিপদ বা প্রতিকূল অবস্থা সব সময় থাকে না
ঢেকি স্বর্গে গেলেও ধান ভানে: দুর্ভাগ্য সর্বত্রগামী
উৎস:
0
Updated: 3 weeks ago
'প্রতিশব্দ' - ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?
Created: 2 months ago
A
ধ্বনিতত্ত্ব
B
রূপতত্ত্ব
C
বাক্যতত্ত্ব
D
অর্থতত্ত্ব
বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয়গুলো চারটি প্রধান ভাগে বিভক্ত:
১. ধ্বনিতত্ত্ব:
আলোচ্য বিষয়: ধ্বনি।
লিখিত ভাষায় ধ্বনি বর্ণের মাধ্যমে প্রকাশিত হয়, তাই বর্ণমালা সম্পর্কিত আলোচনা অন্তর্ভুক্ত।
মূল বিষয়: বাগ্যন্ত্র, বাগ্যন্ত্রের উচ্চারণ-প্রক্রিয়া, ধ্বনির বিন্যাস, স্বর ও ব্যঞ্জনধ্বনির বৈশিষ্ট্য, ধ্বনিদল ইত্যাদি।
২. রূপতত্ত্ব:
আলোচ্য বিষয়: শব্দ ও তার উপাদান।
শব্দ ও পদনির্মাণের বিভিন্ন দিক এখানে আলোচনা করা হয়।
উদাহরণ: বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, ক্রিয়া, ক্রিয়া বিশেষণ ইত্যাদি।
৩. বাক্যতত্ত্ব:
আলোচ্য বিষয়: বাক্যের নির্মাণ ও গঠন।
বিষয়সমূহ: বাক্যের মধ্যে পদ ও বর্গের বিন্যাস, এক ধরনের বাক্যকে অন্য ধরনের বাক্যে রূপান্তর, বাক্যের বাচ্য, উক্তি, কারক বিশ্লেষণ, বাক্যের যোগ্যতা, উপাদান লোপ, যতিচিহ্ন ইত্যাদি।
৪. অর্থতত্ত্ব:
আলোচ্য বিষয়: শব্দ, পদ ও বাক্যের অর্থ।
বিষয়সমূহ: বিপরীত শব্দ, প্রতিশব্দ, শব্দজোড়, বাগধারা ইত্যাদি।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
0
Updated: 2 months ago