A
অটবি, বিটপী
B
হেম, সুবর্ণ
C
তটিনী, ঝরনা
D
ধরা, মেদিনী
উত্তরের বিবরণ
প্রতিটি বিকল্প বিশ্লেষণ
-
ক) অটবি, বিটপী → দুটিই বন বা জঙ্গলের প্রতিশব্দ। ✅ সমার্থক
-
খ) হেম, সুবর্ণ → দুটিই সোনা বোঝায়। ✅ সমার্থক
-
গ) তটিনী, ঝরনা →
-
তটিনী মানে নদী।
-
ঝরনা মানে পাহাড়ি ঝর্ণাধারা।
→ দুটো আলাদা জিনিস, তাই সমার্থক নয়। ❌
-
-
ঘ) ধরা, মেদিনী → দুটিই পৃথিবী বোঝায়। ✅ সমার্থক
✅ সঠিক উত্তর: (গ) তটিনী, ঝরনা

0
Updated: 4 days ago
'ময়ূর' শব্দের সমার্থক শব্দ নয় কোনটি?
Created: 2 days ago
A
কেকী
B
শিখণ্ডী
C
উরগ
D
বর্হী
সমার্থক শব্দের উদাহরণ
১. ময়ূর
-
অর্থ: উজ্জ্বল ও সুন্দর পালকযুক্ত পাখি
-
সমার্থক শব্দ: কলাপী, কেকী, শিখী, শিখণ্ডী, বর্হী, বর্হিণ
২. সাপ
-
অর্থ: বিষধর বা অ-বিষধর সরীসৃপ
-
সমার্থক শব্দ: আশীবিষ, উরগ
উৎস:
-
বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)
-
ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ

0
Updated: 2 days ago
‘পৃথিবী’ শব্দের সমার্থক নয়–
Created: 2 days ago
A
পৃথ্বী
B
মেদিনী
C
প্রাণদ
D
ধরিত্রী
পৃথিবী এর সমার্থক শব্দঃ ভূ, পৃথ্বী, জগৎ, বিশ্ব, ভূবন, দুনিয়া, বসুন্ধরা, ধরা, ধরণী, ধরিত্রী, ধরাতল প্রাণদ মানে প্রাণ দানকারী বা রক্ষাকারী।

0
Updated: 2 days ago
‘হাতি’-এর সমার্থক শব্দ কোনটি?
Created: 4 weeks ago
A
কুন্তল
B
ফণী
C
তনু
D
কর
'হাতি' এর সমার্থক শব্দ গজ, দন্তী, দ্বিপ, হস্তী, করী, বৃংগল, নশ, বারণ, কুঞ্জর ইত্যাদি।

0
Updated: 4 weeks ago