A
বন্ধুভাবাপন্ন
B
শত্রু
C
রাবণের ভাই
D
যে গৃহবিবাদ করে
উত্তরের বিবরণ
“ঘরের শত্রু বিভীষণ” একটি প্রচলিত বাগধারা।
-
মহাকাব্য রামায়ণ-এ বিভীষণ ছিলেন রাবণের ভাই। তিনি নিজের ভাই রাবণকে ত্যাগ করে শত্রুপক্ষ রামের সঙ্গে যোগ দিয়েছিলেন।
-
সেই থেকে “ঘরের শত্রু বিভীষণ” কথাটি ব্যবহার হয় এমন লোক বোঝাতে, যে নিজ গৃহ, পরিবার, দল বা সম্প্রদায়ের ক্ষতি করে, নিজের লোক হয়েও শত্রুর মতো আচরণ করে।
-
অর্থাৎ, যে ঘরের ভেতর থেকেই বিবাদ ও ক্ষতি করে, তাকেই এই বাগধারায় বোঝানো হয়।
তাই উত্তর: ঘ) যে গৃহবিবাদ করে

0
Updated: 4 days ago
‘একাদশে বৃহস্পতি’ অর্থ-
Created: 4 days ago
A
সুসময়
B
দুঃসময়
C
অলীক বস্তু
D
শেষ রক্ষা
বাংলা প্রাচীন জ্যোতিষশাস্ত্র মতে, ‘একাদশে বৃহস্পতি’ মানে কারো জন্মছকে (কুন্ডলীতে) বৃহস্পতি যদি একাদশ ঘরে থাকে, তবে তাকে অত্যন্ত সৌভাগ্যবান ধরা হয়। তখন তার জীবনে ধন, মান, যশ, সুস্বাস্থ্য ও সাফল্য আসে।
এই কারণে ‘একাদশে বৃহস্পতি’ বলতে সুসময়, সৌভাগ্য বা কল্যাণকর অবস্থা বোঝানো হয়।
উদাহরণ:
“পরীক্ষার আগেই চাকরির খবর পেলো—এ যেন একাদশে বৃহস্পতি।” অর্থাৎ জীবনে সৌভাগ্যের সময় এসেছে।

0
Updated: 4 days ago
কাক ভূষণ্ডির অর্থ কি?
Created: 1 month ago
A
ষড়যন্ত্রকারী
B
বাকসর্বস্ব
C
দীর্ঘ প্রতীক্ষমাণ
D
দীর্ঘায়ু ব্যক্তি
অর্থ এবং ব্যাখ্যা সহ কিছু গুরুত্বপূর্ণ বাগধারা
-
কাক-ভূষণ্ডি: যার অর্থ হয় দীর্ঘায়ু বা দীর্ঘজীবী ব্যক্তি।
-
কেউকেটা: এই বাগধারাটি ব্যবহৃত হয় তুচ্ছ বা গুরুত্বহীন কাউকে বোঝাতে।
-
ভূষণ্ডির কাক: বোঝায় এমন একজন বিচক্ষণ, প্রখর বুদ্ধির অধিকারী ব্যক্তি।
-
কাঁচা পয়সা: নগদ বা হাতে হাতে উপার্জিত অর্থকে বোঝায় এই বাগধারাটি।
-
কেতাদুরস্ত: পরিচ্ছন্ন, পরিপাটি এবং সুশৃঙ্খল থাকার বাগধারা।
-
কাঠের পুতুল: কোনো জীবন্ততা বা প্রাণবন্ততা বঞ্চিত, নির্জীব বা অসার কিছু বোঝাতে ব্যবহৃত হয়।

0
Updated: 1 month ago
'ঢাকের কাঠি' বাগধারার অর্থ কি?
Created: 2 weeks ago
A
কপট ব্যক্তি
B
ঘনিষ্ঠ সম্পর্ক
C
হতভাগ্য
D
মোসাহেব
• ‘ঢাকের কাঠি’ বাগ্ধারার অর্থ - মোসাহেব বা তোষামুদে।
অন্যদিকে
• 'বর্ণচোরা আম' বাগ্ধারার অর্থ - কপট ব্যক্তি।
• 'দহরম মহরম' বাগ্ধারার অর্থ - ঘনিষ্ঠ সম্পর্ক।
• 'ইঁদুর কপালে/ আট কপালে' বাগ্ধারার অর্থ - হতভাগ্য।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ) এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

0
Updated: 2 weeks ago