ড. মুহম্মদ শহীদুল্লাহর মতে বাংলা ভাষার উদ্ভব-
A
সংস্কৃত থেকে
B
গৌড়ীয় প্রাকৃত থেকে
C
মাগধী প্রাকৃত থেকে
D
মৈথিলী থেকে
উত্তরের বিবরণ
বাংলা ভাষার উদ্ভব ড. মুহাম্মদ শহীদুল্লাহ্ এর মতে গৌড়ীয় প্রাকৃত থেকে এবং ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের মতে মাগধী প্রাকৃত থেকে।

0
Updated: 1 month ago
বাংলা চলিত ভাষার জন্ম কোন অঞ্চলকে ভিত্তি করে?
Created: 2 months ago
A
মৈথিলী
B
নদীয়া
C
ঢাকা
D
কলকাতা

0
Updated: 2 months ago
বাংলা ভাষার মূল উৎস কী?
Created: 1 month ago
A
সংস্কৃত
B
আর্যভাষা
C
পালি ভাষা
D
ব্রাহ্ম ভাষা
বাংলা ভাষার উৎপত্তি ও বিকাশ
-
পৃথিবীর ভাষাগুলোকে মোটামুটি কয়েকটি পরিবারে ভাগ করা যায়:
ইন্দো-ইউরোপীয়, চিনা-তিব্বতীয়, আফ্রিকীয়, সেমীয়-হেমীয়, দ্রাবিড়ীয়, অস্ট্রো-এশীয় প্রভৃতি। -
বাংলা ভাষা হলো ইন্দো-ইউরোপীয় ভাষাগোষ্ঠীর অন্তর্ভুক্ত।
-
ইন্দো-ইউরোপীয় ভাষার দুটি প্রধান শাখা রয়েছে:
-
কেন্তুম
-
শতম
-
-
বাংলা ভাষার উৎপত্তি হয়েছে শতম শাখা থেকে। কেন্তুম শাখার সঙ্গে বাংলার কোনো সম্পর্ক নেই।
-
ভারতে আর্য জাতির আগমন ঘটে আনুমানিক ১৫০০ খ্রিষ্টপূর্বাব্দে। তাদের ভাষা ছিল মূল আর্যভাষা।
-
বৈদিক ভাষা হলো এর প্রাচীনতম রূপ।
-
বাংলা ভাষার মূল উৎস হলো আর্যভাষা বা বৈদিক ভাষা।
-
-
বেদের ভাষাকেও বৈদিক ভাষা বলা হয়।
-
বৈদিক ভাষার সংস্কারজাত নতুন ভাষাই হলো সংস্কৃত।
-
ভাষা হিসেবে সংস্কৃত শব্দটির উল্লেখ প্রথম পাওয়া যায় মহাকাব্য রামায়ণে।
-
-
বাংলা ভাষার নিকটতম আত্মীয় ভাষা হলো অহমিয়া (অসমিয়া) ও ওড়িয়া।
-
এছাড়া বাংলা ভাষার সঙ্গে সংস্কৃত ও পালি ভাষার রয়েছে ঘনিষ্ঠ সম্পর্ক।
উৎস: ভাষা-শিক্ষা – ড. হায়াৎ মামুদ; বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)

0
Updated: 1 month ago
ড. মুহম্মদ শহীদুল্লাহর মতে, বাংলা ভাষার উৎপত্তি কোন প্রাকৃত স্তর থেকে?
Created: 1 month ago
A
মাগধী প্রাকৃত
B
গৌড়ীয় প্রাকৃত
C
মহারাষ্ট্র প্রকৃত
D
অর্ধমাগধী প্রাকৃত
ড. মুহম্মদ শহীদুল্লাহর মতে বাংলা এসেছে গৌড়ীয় প্রাকৃত বা অপভ্রংশ থেকে। আর ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের মতে, বাংলা এসেছে মাগধী অপভ্রংশ থেকে।

0
Updated: 1 month ago