A
কর্মকারক
B
সম্প্রদান কারক
C
অপাদান কারক
D
অধিকরণ কারক
উত্তরের বিবরণ
যা থেকে কিছু বিচ্যুত, গৃহিত, জাত, বিরত, আরম্ভ, দূরীভূত ও রক্ষিত হয় এবং যা দেখে কেউ ভীত হয়, তাকেই অপাদান কারক বলে। এখানে লোভে মানে লোভ থেকে, তাই প্রদত্ত বাক্যটি অপাদান কারকে ৭মী।

0
Updated: 4 days ago
গাড়ি ‘স্টেশন’ ছাড়ল- এখানে ‘স্টেশন’ কোন কারকের কোন বিভক্তি?
Created: 4 days ago
A
কর্মকারকে শূণ্য বিভক্তি
B
অধিকরণ কারকের শূণ্য
C
অপাদান কারকের শূণ্য
D
করণ কারকের শূণ্য
যা থেকে কিছু গৃহীত, বিচ্যুত, জাত, বিরত, রক্ষিত হয় তাকে যা দেখে কেউ ভীত হয় তাকেই অপাদান কারক বলে। যেমন - গাড়ি স্টেশন ছাড়ে। এখানে স্টেশন অপাদানে শূন্য বিভক্তি।

0
Updated: 4 days ago
'সর্বাঙ্গে ব্যথা, ঔষধ দিব কোথা'-এই বাক্যে 'ঔষধ' শব্দ কোন কারকে কোন বিভক্তির উদাহরণ?
Created: 1 month ago
A
কর্ম কারকে শূন্য
B
সম্প্রদানে সপ্তমী
C
অধিকরণে শূন্য
D
কর্তৃকারকে শূন্য
কর্মকারক
কর্তা যে বস্তু বা প্রাণিকে আশ্রয় করে কাজ সম্পাদন করে, তাকে কর্মকারক বলা হয়। কর্ম দুই ধরনের হয়: মুখ্য কর্ম এবং গৌণ কর্ম।
উদাহরণস্বরূপ:
-
বাবা আমাকে (গৌণ কর্ম) একটি কলম (মুখ্য কর্ম) কিনে দিয়েছেন।
-
সাধারণত মুখ্য কর্ম হয় বস্তুবাচক, আর গৌণ কর্ম হয় প্রাণিবাচক।
-
এছাড়াও, কর্মকারকের গৌণ কর্মে সাধারণত বিভক্তি যুক্ত হয়, কিন্তু মুখ্য কর্মে বিভক্তি যুক্ত হয় না।
প্রথমা (অবিভক্তি বা শূন্য বিভক্তি)
-
ডাক্তার ডাক।
-
আমাকে একখানা বই দাও। (যেখানে দ্বিকর্মক ক্রিয়ার মুখ্য কর্ম ব্যবহৃত হয়েছে)
-
রবীন্দ্রনাথ পড়লাম, নজরুল পড়লাম — এখানে গ্রন্থবিশেষ অর্থে গ্রন্থকারের ব্যবহার করা হয়েছে।
-
সর্বাঙ্গে ব্যথা ঔষধ দিব কোথা।
তথ্যসূত্র: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)

0
Updated: 1 month ago
'বাবা বাড়ি নেই' বাক্যটিতে 'বাড়ি' কোন কারকে কোন বিভক্তি?
Created: 1 month ago
A
কর্তায় শূন্য
B
করণে শূন্য
C
অপাদানে শূন্য
D
অধিকরণে শূন্য
ক্রিয়া সম্পাদনের কাল (সময়) এবং আধারকে (স্থান) অধিকরণ কারক বলে। ক্রিয়ার সাথে কোথায়/কখন/কিসে যোগ করে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, তাই অধিকরণ কারক। যেমন: বাবা বাড়ি নেই।

0
Updated: 1 month ago