কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকা কোনটি?
A
ধূমকেতু
B
সবুজপত্র
C
ভারতী
D
সওগাত
উত্তরের বিবরণ
কাজী নজরুল ইসলামের সম্পাদনায় ১৯২২ সালে "ধূমকেতু" ১৯২০ সালে দৈনিক "নবযুগ" কাজী নজরুল ইসলাম ও মুজফফর আহমদের যৌথ সম্পাদনায়, কাজী নজরুলের একক সম্পাদনায় ১৯৪১ সালে "দৈনিক নবযুগ" এবং ১৯২৫ সালে প্রধান পরিচালক হিসেবে কাজী নজরুল ইসলামের "লাঙল" পত্রিকা প্রকাশিত হয়।

0
Updated: 1 month ago
'ইয়ং বেঙ্গল' গোষ্ঠীর মুখপত্ররূপে কোন পত্রিকা প্রকাশিত হয়?
Created: 1 month ago
A
বঙ্গদূত
B
জ্ঞানান্বেষণ
C
জ্ঞানাঙ্কুর
D
সংবাদ প্রভাকর
ইয়ং বেঙ্গল গোষ্ঠী ও এর মুখপাত্র
ইয়ং বেঙ্গল মূলত ইংরেজি শিক্ষা গ্রহণ করা বাঙালি যুবকদের একটি গোষ্ঠী, যারা নবচেতনার ভাবধারাকে উৎসাহিত করত। এই আন্দোলনের প্রধান প্রবক্তা ছিলেন হেনরি লুই ডিরোজিও।
গোষ্ঠীর মতাদর্শ ও চিন্তাভাবনা প্রকাশিত হতো বিভিন্ন পত্রিকায়, যেমন “জ্ঞানান্বেষণ” এবং “এনকোয়ারার”।
ইয়ং বেঙ্গলের সদস্যদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন:
-
কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়
-
রাধানাথ শিকদার
-
প্যারীচাঁদ মিত্র
-
তারাচাঁদ চক্রবর্তী
১৮৩৩ সালে মাইকেল মধুসূধন দত্ত হিন্দু কলেজে ভর্তি হন। এই কলেজেই ডিরোজিওর নেতৃত্বে ইয়ং বেঙ্গল গোষ্ঠী গঠিত হয়। মধুসূধন দত্ত নিজেও এই গোষ্ঠীর প্রভাব দ্বারা অনুপ্রাণিত হয়ে, তার অধ্যাপক ডিরোজিওর স্বদেশপ্রেম এবং চিন্তাভাবনায় প্রভাবিত হয়ে গোষ্ঠীতে যোগ দেন।
উৎস: লাল নীল দীপাবলি, হুমায়ূন আজাদ,বাংলাপিডিয়া।

0
Updated: 1 month ago
'দিগদর্শন' পত্রিকার সম্পাদক ছিলেন -
Created: 1 month ago
A
রামমোহন রায়
B
জন ক্লার্ক মার্শম্যান
C
ঈশ্বরচন্দ্র গুপ্ত
D
নাথানিয়েল ব্রাসি হ্যালহেড
'দিগদর্শন' বঙ্গভূমিতে বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাময়িক পত্রিকা। প্রথম সংখ্যা প্রকাশিত হয় ১৮১৮ সালের এপ্রিল মাসে এবং এটি মাসিক পত্রিকা হিসেবে ছাপা হত। পত্রিকাটি শ্রীরামপুরের ব্যাপটিস্ট মিশন থেকে প্রকাশিত হয়।
পত্রিকার সম্পাদক ছিলেন বিখ্যাত খ্রিস্টান ধর্মপ্রচারক জোশুয়া মার্শম্যানের পুত্র জন ক্লার্ক মার্শম্যান। কলকাতার বঙ্গীয় সাহিত্য পরিষদ গ্রন্থাগারে দিগ্দর্শনের কপিসমূহ সংরক্ষিত আছে।

0
Updated: 1 month ago
কাজী নজরুল ইসলাম রচিত গল্প কোনটি?
Created: 2 months ago
A
পদ্মরাগ
B
পদ্মগোখরা
C
পদ্মাপুরাণ
D
পদ্মাবতী
পদ্মগোখরা:
-
এটি কাজী নজরুল ইসলামের রচিত একটি গল্প।
-
‘পদ্মগোখরা’ গল্পটি তাঁর গল্পগ্রন্থ ‘শিউলিমালা’-এর অন্তর্ভুক্ত।
গল্পগ্রন্থ ‘শিউলিমালা’:
-
রচয়িতা: কাজী নজরুল ইসলাম
-
প্রথম প্রকাশ: ১৩৩৮ বঙ্গাব্দের কার্তিক (১৯৩১ খ্রি.)
-
এতে অন্তর্ভুক্ত গল্পসমূহ:
-
পদ্মগোখরা
-
জিনের বাদশা
-
অগ্নিগিরি
-
শিউলিমালা
-
কাজী নজরুল ইসলাম:
-
জন্ম: ২৪ মে ১৮৯৯, চুরুলিয়া, বর্ধমান, পশ্চিমবঙ্গ
-
ডাকনাম: দুখু মিয়া
-
বাংলাদেশের জাতীয় কবি ও অবিভক্ত বাংলার সাহিত্য ও সংস্কৃতির একজন বিশিষ্ট ব্যক্তি
-
বাংলা সাহিত্যে ‘বিদ্রোহী কবি’ হিসেবে পরিচিত
-
আধুনিক বাংলা গানের জগতে খ্যাত ‘বুলবুল’ নামে
তিনি রচিত অন্যান্য গল্পগ্রন্থ:
-
ব্যথার দান
-
শিউলিমালা
-
রিক্তের বেদন
অন্যান্য পদ্ম-শিরোনামের সাহিত্যকর্ম:
-
পদ্মাবতী: মহাকবি সৈয়দ আলাওলের কাব্যগ্রন্থ
-
পদ্মাবতী নাটক: মাইকেল মধুসূদন দত্তের রচনা
-
পদ্মরাগ: বেগম রোকেয়া রচিত উপন্যাস
-
পদ্মাপুরাণ: মনসামঙ্গল কাব্যের অপর নাম
উৎস:বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর

0
Updated: 2 months ago