কোনটি প্রান্তিক বিরাম চিহ্ন?
A
দাঁড়ি
B
কমা
C
কোলন
D
ড্যাস
উত্তরের বিবরণ
প্রান্তিক বিরামচিহ্ন ৩টি। যথাঃ ১. দাড়ি/পূর্ণচ্ছেদ (।) ২. প্রশ্ন/জিজ্ঞাসা চিহ্ন (?) ৩. আশ্চর্য/বিস্ময় চিহ্ন (!)

0
Updated: 1 month ago
সমাসবদ্ধ পদগুলো বিচ্ছিন্ন করে দেখানোর জন্য কোন চিহ্ন বসে?
Created: 2 weeks ago
A
ড্যাস
B
কোলন
C
হাইফেন
D
সেমিকোলন
বাংলা ব্যাকরণে সমাসবদ্ধ পদ বা সমাসপদগুলোকে যখন বিচ্ছিন্ন করে বা ভেঙে লিখে দেখানো হয়, তখন হাইফেন (-) ব্যবহার করা হয়।
হাইফেন মূলত দুটি শব্দকে আলাদা করে সমাসের গঠন স্পষ্ট করার জন্য ব্যবহৃত হয়।
রাজপুত্র → রাজ- + পুত্র
-
মধুমক্ষিকা → মধু- + মক্ষিকা
-
দুর্গম → দুর্- + গম
অতএব, সমাসবদ্ধ পদগুলো বিচ্ছিন্ন করে দেখানোর জন্য হাইফেন (-) চিহ্ন বসে।

0
Updated: 2 weeks ago
বিরামচিহ্ন কেন ব্যবহৃত হয়?
Created: 2 weeks ago
A
বাক্য সংকোচনের জন্য
B
বাক্যের অর্থ স্পষ্টকরণের জন্য
C
বাক্যের সৌন্দর্যের জন্য
D
বাক্যকে অলংকৃত করার জন্য
যতিচিহ্ন, বিরামচিহ্ন বা ছেদচিহ্ন হল সেইসব সাংকেতিক চিহ্ন যেগুলো ব্যবহার করে বাক্যের বিভিন্ন ভাব, যেমন: জিজ্ঞাসা, বিস্ময়, সমাপ্তি ইত্যাদি সার্থকভাবে প্রকাশের মাধ্যমে বাক্যের অর্থ সুস্পষ্ট করা হয়।

0
Updated: 2 weeks ago
কোনো অংশ বাদ দিতে চাইলে কোন চিহ্ন বসবে?
Created: 1 month ago
A
কমা
B
কোলন
C
সেমিকোলন
D
ত্রিবিন্দু
বাক্যের কোনো অংশ বাদ দিতে চাইলে ত্রিবিন্দু … যতিচিহ্ন ব্যবহার করা হয়।

0
Updated: 1 month ago