A
উপন্যাস
B
কাব্যগ্রন্থ
C
পত্রিকা
D
প্রবন্ধ
উত্তরের বিবরণ
কলকাতা থেকে ১৯২৬ খ্রিষ্টাব্দ থেকে মাসিক কালিকলম সচিত্র সাহিত্য পত্রিকা প্রকাশিত হয়। এর সম্পাদক ছিলেন মুরলীধর বসু, শৈলজানন্দ মুখোপাধ্যায় ও প্রেমেন্দ্র মিত্র। পরবর্তীতে শৈলজানন্দ মুখোপাধ্যায় দীর্ঘদিন সম্পাদনা করেন। পত্রিকাটি কলকাতা কলেজ স্ট্রিট মার্কেটের বরদা এজেন্সি থেকে প্রকাশিত।

0
Updated: 4 days ago
কোনটিতে অপপ্রয়োগ ঘটেছে?
Created: 15 hours ago
A
জবাবদিহি
B
মিথস্ক্রিয়া
C
অধীনস্থ
D
গৌরবিত
প্রত্যয়ের অপপ্রয়োগ-জনিত অশুদ্ধি
প্রত্যয়ের অপপ্রয়োগের ফলে শব্দগঠন বা বাক্যে পদ ব্যবহারের সময় বানানে যে সব ভুল হয় সেরকম কিছু শব্দের তালিকা নিচে দেওয়া হলো:
• অশুদ্ধ শব্দ - শুদ্ধ শব্দ:
- আবশ্যকীয় - আবশ্যক;
- একত্রিত - একত্র;
- অধীনস্থ - অধীন;
- করিতকর্মী - করিতকর্মা;
- গণ্যনীয় - গণনীয়;
- জ্ঞানমান - জ্ঞানবান;
- ঘূর্ণীয়মান - ঘূর্ণায়মান;
- পুজ্য - পূজ্য;
- বাহ্যিক - বাহ্য।
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

0
Updated: 15 hours ago
১৯৮৫ সালে নাসির উদ্দিন স্বর্ণপদক কে পান?
Created: 1 week ago
A
সৈয়দ আলী আহসান
B
সৈয়দ ওয়ালীউল্লাহ
C
সৈয়দ শামসুল হক
D
সিকান্দার আবু জাফর
সৈয়দ আলী আহসান
-
তিনি একজন প্রখ্যাত অধ্যাপক ও লেখক ছিলেন।
-
তাঁর পিতা সৈয়দ আলী হামেদ ছিলেন স্কুল ইন্সপেক্টর।
-
তিনি ঢাকা, চট্টগ্রাম ও করাচি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন এবং পরে রাজশাহী ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন।
-
কবিতায় তাঁর অবদানের জন্য তিনি বিভিন্ন সম্মাননা লাভ করেছেন, যেমন: বাংলা একাডেমি পুরস্কার (১৯৬৭), সুফী মোতাহের হোসেন স্বর্ণপদক (১৯৬৭), একুশে পদক (১৯৮৩), মধুসূদন স্বর্ণপদক (১৯৮৫) ও নাসিরউদ্দিন স্বর্ণপদক।
কাব্যগ্রন্থ:
-
অনেক আকাশ
-
একক সন্ধ্যায় বসন্ত
-
সহসা সচকিত
-
উচ্চারণ
-
আমার প্রতিদিনের শব্দ
-
সমুদ্রেই যাবো
প্রবন্ধ ও গবেষণাগ্রন্থ:
-
কবিতার কথা
-
নজরুল ইসলাম
-
রবীন্দ্র কাব্যবিচারের ভূমিকা
-
কবিতার কথা ও অন্যান্য বিবেচনা
আত্মজীবনী:
-
আমার সাক্ষ্য
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর; বাংলাপিডিয়া

0
Updated: 1 week ago
'চন্দ্রাবতী' কী?
Created: 14 hours ago
A
নাটক
B
কাব্য
C
পদাবলী
D
পালাগান
চন্দ্রাবতী কাব্য:
-
রচয়িতা: কোরেশী মাগন ঠাকুর।
-
কাল ও প্রেক্ষাপট: মধ্যযুগে আরাকান রাজসভায় বাংলা সাহিত্যচর্চা শুরু হয়।
-
কোরেশী মাগন ঠাকুর ছিলেন আরাকান রাজসভার প্রধান উজির। তার পৃষ্ঠপোষকতায় রাজসভায় বাংলা সাহিত্যের বিকাশ ঘটে।
-
তিনি বিখ্যাত কবি আলাওলকে দুটি কাব্য, ‘পদ্মাবতী’ ও ‘সয়ফুলমুলক বদিউজ্জামান’, রচনায় উৎসাহিত করেন।
-
উল্লেখযোগ্য আরাকান রাজসভার কবি: আলাওল, দৌলত কাজী, কোরেশী মাগন ঠাকুর।
অন্যান্য চন্দ্রাবতী সম্পর্কিত তথ্য:
-
ময়মনসিংহের একজন নারী গীতিকার চন্দ্রাবতী প্রথম রামায়ণ বাংলায় অনুবাদ করেন।
-
ময়মনসিংহ-গীতিকায় নয়নচাঁদ ঘোষ নামে এক কবির ‘চন্দ্রাবতী’ সম্পর্কিত পালা আছে। এটি বিভিন্ন নামে পরিচিত, যেমন:
-
‘জয়-চন্দ্রাবতী’
-
‘চন্দ্রাবতী চরিত’
-
‘চন্দ্রাবতী উপাখ্যান’
-
-
১৯৩২ সালে দীনেশচন্দ্র সেন চন্দ্রাবতীর রামায়ণ প্রকাশ করেন। এটি পূর্ববঙ্গ-গীতিকার চতুর্থ খণ্ডের দ্বিতীয় ভাগে স্থান পেয়েছে।
উৎস: বাংলাপিডিয়া

0
Updated: 14 hours ago