‘ঋজু’ শব্দের বিপরীত –
A
সোজা
B
বাঁকা
C
কঠিন
D
তরল
উত্তরের বিবরণ
‘ঋজু’ শব্দের বিপরীত শব্দ – বক্র/বাঁকা। গুরুত্বপূর্ণ কিছু বিপরীত শব্দ: ‘ঐহিক’ শব্দের বিপরীত শব্দ- পারত্রিক। ‘ইহ’ শব্দের বিপরীত শব্দ – পরত্র। ‘ঔদার্য’ শব্দের বিপরীত শব্দ – কার্পণ্য।

0
Updated: 1 month ago
‘সংশয়’- এর বিপরীত শব্দ কোনটি?
Created: 1 month ago
A
নির্ভয়
B
প্রত্যয়
C
বিস্ময়
D
দ্বিধা
সংশয় শব্দের বিপরীত শব্দ প্রত্যয়। ‘বিস্ময়’ শব্দটির বিপরীত শব্দ স্বাভাবিক। নির্ভয় শব্দের বিপরীত শব্দ ভয়।

0
Updated: 1 month ago
'ক্ষীয়মাণ'-এর বিপরীত শব্দ কী?
Created: 2 months ago
A
বৃহৎ
B
বর্ধিষ্ণু
C
বর্ধমান
D
বৃদ্ধিপ্রাপ্ত
• ‘ক্ষীয়মাণ' এর বিপরীত শব্দ - বর্ধমান।
অন্যদিকে
- 'বৃহৎ' এর বিপরীত শব্দ - ক্ষুদ্র।
- 'বর্ধিষ্ণু' এর বিপরীত শব্দ - ক্ষয়িষ্ণু।
- 'বৃদ্ধি' প্রাপ্ত এর বিপরীত শব্দ - ক্ষয়প্রাপ্ত।
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

0
Updated: 2 months ago
কোনটি ফারসি শব্দ?
Created: 2 months ago
A
চাবি
B
চাকর
C
চাহিদা
D
চশমা
চাকর ও চশমা ফারসি ভাষার শব্দ। ফারসি ভাষার আরও কয়েকটি শব্দ - নামাজ, রোজা, কারখানা, নালিশ, নমুনা, আমদানি, রফতানি, হাঙ্গামা । চাবি পর্তুগিজ শব্দ ও চাহিদা বাংলা শব্দ। উল্লেখ্য, নবম - দশম শ্রেণির বাংলা ভাষার ব্যাকরণ বোর্ড বই অনুযায়ী চাকর ও চাহিদা যথাক্রমে তুর্কি ও পাঞ্জাবি শব্দ।

0
Updated: 2 months ago