কোনটি কৃৎ প্রত্যয়ের উদাহরণ?
A
ঢাকা + ই
B
মিশ্ + উক
C
চোর + আ
D
সোনা + আলি
উত্তরের বিবরণ
মিশ্ + উক = মিশুক। এটি কৃৎ প্রত্যয়ের উদাহরণ। শব্দ বা ধাতুর পরে অর্থহীন যেসব শব্দাংশ যুক্ত হয়ে নতুন শব্দ তৈরি করে তাকে প্রত্যয় বলে। যেমন, বাঘ + আ = বাঘা, কৃ + তব্য = কর্তব্য। শব্দের পরে যেসব প্রত্যয় যুক্ত হয়ে নতুন শব্দ তৈরি হয় তাকে বলে তদ্ধিত প্রত্যয়। তদ্ধিত প্রত্যয় সাধিত শব্দ কে তদ্ধিতান্ত শব্দ বলে। যেমন, বাঘ + আ = বাঘা, – এখানে ‘আ’ প্রত্যয় যোগে নতুন শব্দ তৈরি হয়েছে। এবং বাঘা হলো তদ্ধিতান্ত শব্দ । অন্যদিকে ধাতুর পরে যেসব প্রত্যয় যুক্ত হয়ে নতুন শব্দ তৈরি হয় তাকে বলে কৃৎ প্রত্যয়। কৃৎ প্রত্যয় সাধিত শব্দকে কৃদান্ত শব্দ বলে।

0
Updated: 1 month ago
"প্রত্যয়, বিভক্তি" - কোন অংশের আলোচ্য বিষয়?
Created: 2 months ago
A
ধ্বনিতত্ত্বে
B
বাক্যতত্ত্বে
C
রূপতত্ত্বে
D
অর্থতত্ত্বে
রূপতত্ত্ব (Morphology)
সংজ্ঞা:
-
এক বা একাধিক ধ্বনির অর্থবোধক সম্মিলনে শব্দ তৈরি হয়।
-
ভাষার ক্ষুদ্রতম অর্থপূর্ণ একককে রূপমূল (Morpheme) বলা হয়।
-
রূপমূলগুলো মিলিত হয়ে শব্দ তৈরি করে।
-
তাই, শব্দতত্ত্বকে রূপতত্ত্ব বলা হয়।
রূপতত্ত্বের আলোচ্য বিষয়সমূহ
রূপতত্ত্ব ব্যাকরণের সেই অংশ যেখানে শব্দ ও পদের গঠন ও ব্যুৎপত্তি নিয়ে আলোচনা করা হয়।
উদাহরণ:
-
বচন
-
লিঙ্গ
-
উপসর্গ
-
প্রত্যয়
-
বিভক্তি
-
সমাস
-
ধাতুরূপ
-
কাল (সময়)

0
Updated: 2 months ago
প্রত্যয়ের কোন নিয়মটি সঠিক?
Created: 2 weeks ago
A
নীল + মা
B
নীল + ইমন
C
নী + ইলিমা
D
নিলী + ইমা
কতগুলো সংস্কৃত তদ্ধিত প্রত্যয় ব্যবহার করে বিশেষ্য পদ গঠন করা যায়। যেমন: ইমন্ প্রত্যয়: নীল + ইমন্ = নীলিমা।

0
Updated: 2 weeks ago
নিচের কোনটি প্রত্যয়যোগে গঠিত স্ত্রীবাচক শব্দ?
Created: 2 months ago
A
বাদী
B
সভানেত্রী
C
জেলেনি
D
পেত্নী
জেলেনি শব্দটি নি প্রত্যয়যোগে গঠিত একটি স্ত্রীবাচক শব্দ। এখানে: জেলে (মূল শব্দ) + নি (স্ত্রীবাচক প্রত্যয়) = জেলেনি। এই শব্দটি জেলে পেশায় নিযুক্ত নারীদের বোঝাতে ব্যবহার হয়।

0
Updated: 2 months ago