বাংলা উপসর্গ সংখ্যা কত?
A
বিশটি
B
একুশটি
C
বাইশটি
D
তেইশটি
উত্তরের বিবরণ
পসর্গ ৩ প্রকার। যথা- বাংলা উপসর্গ, তৎসম উপসর্গ এবং বিদেশী উপসর্গ। বাংলা উপসর্গ ২১ টি। যথাঃ অ, অঘা, অজ, অনা, আ, আড়, আন, আব, ইতি, ঊন (ঊনা), কদ, কু, নি, পাতি, বি, ভর, রাম, স, সা, সু, হা। তৎসম উপসর্গ ২০ টি।
যথাঃ প্র, পরা, অপ, সম, নি, অনু, অব, নির, দুর, বি, অধি, সু, উৎ, পরি, প্রতি, অতি, অভি, অপি, উপ, আ।
বাংলা উপসর্গের মধ্যে আ, সু, বি, নি এই চারটি উপসর্গ তৎসম শব্দেও পাওয়া যায়। বাংলা ও সংস্কৃত উপসর্গের মধ্যে পার্থক্য এই যে, যে শব্দটির সঙ্গে উপসর্গ যুক্ত হয় সেই শব্দটি বাংলা হলে উপসর্গটি বাংলা আর সেই শব্দটি তৎসম হলে উপসর্গটিও তৎসম হয়।

0
Updated: 1 month ago
নিচের কোনটি আরবি উপসর্গের উদাহরণ?
Created: 1 month ago
A
অপি
B
লা
C
উৎ
D
সাব
উপসর্গের শ্রেণিবিভাগ
-
’লা’: একটি আরবি উপসর্গ।
-
আরবি উপসর্গসমূহ (৬টি):
-
আম, খাস, লা, গর, খয়ের, বাজে
-
-
তৎসম (সংস্কৃত) উপসর্গের উদাহরণ:
-
উৎ, অপি
-
-
ইংরেজি উপসর্গের উদাহরণ:
-
সাব
-

0
Updated: 1 month ago
কোনটি শব্দের শেষে যুক্ত হয় না?
Created: 1 month ago
A
নির্দেশক
B
প্রত্যয়
C
বিভক্তি
D
উপসর্গ
শব্দাংশের শ্রেণীবিভাগ
-
উপসর্গ
-
শব্দের পূর্বে বসে নতুন শব্দ গঠন করে।
-
উদাহরণ: ‘পরিচালক’ শব্দে পরি → উপসর্গ।
-
-
প্রত্যয়
-
শব্দের পরে বসে নতুন শব্দ গঠন করে।
-
উদাহরণ: ‘সাংবাদিক’ শব্দে ইক → প্রত্যয়।
-
-
নির্দেশক
-
শব্দের সঙ্গে যুক্ত হয়ে নির্দিষ্টতা প্রকাশ করে।
-
উদাহরণ: ‘লোকটি’, ‘ভালোটুকু’ → ‘টি’, ‘টুকু’ নির্দেশক।
-
-
বিভক্তি
-
ক্রিয়ার কাল বা কারক বোঝাতে শব্দের সঙ্গে যুক্ত হয়।
-
উদাহরণ: ‘কৃষকের’ → ‘এর’ বিভক্তি।
-

0
Updated: 1 month ago
নিচের কোনটির অর্থবাচকতা নেই কিন্তু অর্থদ্যোতকতা আছে?
Created: 2 months ago
A
কারক
B
অনুসর্গ
C
উপসর্গ
D
সমাস

0
Updated: 2 months ago