A
খচ্চর ( ব্যাখ্যা দেখুন)
B
দুষ্ট প্রকৃতির লোক
C
চাকর
D
যে প্রাণী জলেও চরে স্থলেও চরে
উত্তরের বিবরণ
'খেচর' শব্দের অর্থ আকাশে বিচরণকারী আকাশচারী। খচ্চর শব্দ দ্বারা বোঝায় ঘোড়া ও গাধার সম্মিলনে উৎপন্ন পশু, দুষ্ট, বদমায়েশ।

0
Updated: 4 days ago
'বিরাগী' শব্দের অর্থ কী?
Created: 1 month ago
A
উদাসীন
B
প্রতিকূল
C
রাগহীন
D
বিশেষভাবে রুষ্ট
বিরাগী (বিশেষণ)
-
শব্দটি সংস্কৃত থেকে উদ্ভূত।
-
অর্থ হলো: উদাসীন, আসক্তিহীন এবং নিঃস্পৃহ।
-
বিরাগী শব্দের অর্থ অনুরাগী শব্দের সম্পূর্ণ বিপরীত।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

0
Updated: 1 month ago
‘Intellectual’ শব্দের বাংলা অর্থ-
Created: 3 months ago
A
বুদ্ধিমান
B
বুদ্ধিজীবী
C
মননশীল
D
মেধাবী
• 'Intellectual' শব্দটির বাংলা পরিভাষা হলো—বুদ্ধিবাদী ও বুদ্ধিজীবী।
অন্যদিকে,
• Intelligent অনুবাদ করা হয় ‘বুদ্ধিমান’,
• Thoughtful বোঝায় ‘মননশীল’,
• আর Talented অর্থ ‘মেধাবী’।
উৎস: বাংলা একাডেমির প্রশাসনিক পরিভাষা ও অভিগম্য অভিধান।

0
Updated: 3 months ago
'বীরপ্রসূ' বলতে কী বোঝায়?
Created: 3 days ago
A
যে নারী বীর
B
যে নারী আনন্দ দান করে
C
যে নারী অতি উজ্জ্বল ও ফর্সা
D
যে নারী বীর সন্তান প্রসব করে
নারী সম্পর্কিত বিশেষণ বা সমার্থক শব্দ
-
যে নারী বীর সন্তান প্রসব করে: বীরপ্রসূ
-
যে নারী অতি উজ্জ্বল ও ফর্সা: মহাশ্বেতা
-
যে নারী আনন্দ দান করে: বিনোদিনী
-
যে নারী বীর: বীরাঙ্গনা
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান

0
Updated: 3 days ago