শুদ্ধ বানান কোনটি?
A
অপরাহ্ন
B
অপরাহ্ণ
C
অপরাণ্য
D
অপরান্য
উত্তরের বিবরণ
শুদ্ধ বানান = অপরাহ্ণ। অপরাহ্ণ (বিশেষ্য) সংস্কৃত শব্দ। প্রকৃতি প্রত্যয় = অপর + অহ্ণ। অর্থ: মধ্যাহ্ন থেকে সূর্যাস্ত পর্যন্ত সময়কাল, বিকেল।

0
Updated: 1 month ago
শুদ্ধ বানান কোনটি?
Created: 1 month ago
A
মুমুর্ষু
B
মূমুর্ষূ
C
মুমূর্ষু
D
মূমূর্ষ
মুমূর্ষু শব্দটির সঠিক বানান হলো মুমূর্ষু। এটি একটি বিশেষণ যা মূলত সংস্কৃত ভাষা থেকে এসেছে।
-
অর্থ:
-
মৃত্যুকাল আসন্ন এমন ব্যক্তি বা প্রাণী।
-
মরণাপন্ন।
-
মৃতপ্রায়।
-

0
Updated: 1 month ago
অশুদ্ধ বানান কোনটি?
Created: 2 weeks ago
A
নিক্বণ
B
শূদ্রাণী
C
সূচগ্রমোদিনী
D
শুশ্রূষা
অশুদ্ধ বানান: সূচগ্রমোদিনী
শুদ্ধ বানান: সূচ্যগ্রমোদিনী
এটি একটি বিশেষ্য পদ।
শব্দের অর্থ—
-
সুচের ডগায় ধরে এমন পরিমাণ ভূমি
-
সামান্য পরিমাণ জমি
অন্যদিকে, নিম্নলিখিত শব্দগুলোর বানান শুদ্ধ—
-
শুশ্রূষা
-
নিক্বণ
-
শূদ্রাণী
(উৎস:

0
Updated: 2 weeks ago
শুদ্ধ বানান কোনটি?
Created: 1 month ago
A
অর্নব
B
শত্রূ
C
যামিনি
D
ঈপ্সিত
• শুদ্ধ বানান হলো — ঘ) ঈপ্সিত।
অন্য অপশনের শুদ্ধ রূপ:
-
অর্নব → অর্ণব
-
শত্রূ → শত্রু
-
যামিনি → যামিনী
-
অগ্রগামি → অগ্রগামী
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

0
Updated: 1 month ago