প্রত্যয় কয় প্রকার?
A
এক
B
দুই
C
তিন
D
চার
উত্তরের বিবরণ
বাংলা শব্দ গঠনে দুই প্রকার প্রত্যয় পাওয়া যায়: ১. তদ্ধিত প্রত্যয় ও ২. কৃৎ প্রত্যয়।

0
Updated: 1 month ago
শুদ্ধ প্রকৃতি প্রত্যয় কোনটি?
Created: 1 month ago
A
√কৃ+ অন = করণ
B
√নো + অন = নয়ন
C
√ভৈ + অন = ভুবন
D
√শয় + অন = শয়ন
সংস্কৃত কৃৎ প্রত্যয় – ‘অন’ (< অনট্)
১. কর্তৃবাচ্যে (Active sense)
ধাতু (√) | + অন | শব্দ | অর্থ |
---|---|---|---|
নিন্দ্ | অন | নন্দন | প্রশংসনীয় ব্যক্তি/বস্তু |
সাধ্ | অন | সাধন | সাধন করা/সম্পাদন |
তপ্ | অন | তপন | তপস্যা/উপবাস করা |
ধাতু (√) | + অন | শব্দ | অর্থ |
---|---|---|---|
গম | অন | গমন | যাত্রা/যাওয়া |
শী | অন | শয়ন | শোয়া |
কৃ | অন | করণ | করা/কাজ |
উদ্ + গৃ | অন | উদ্গিরণ | উচ্চারণ/উৎপাদন |
ধাতু (√) | + অন | শব্দ | অর্থ |
---|---|---|---|
নী | অন | নয়ন | চোখ |
চর্ | অন | চরণ | পদ/পা |
ধাতু (√) | + অন | শব্দ | অর্থ |
---|---|---|---|
শী | অন | শয়ন | শোয়ার স্থান |
স্থা | অন | স্থান | জায়গা |
ভূ | অন | ভুবন | পৃথিবী |
উদ্ + যা | অন | উদ্যান | বাগান |

0
Updated: 1 month ago
শুদ্ধ প্রকৃতি প্রত্যয় কোনটি?
Created: 1 month ago
A
√কৃ+ অন = করণ
B
√নো + অন = নয়ন
C
√ভৈ + অন = ভুবন
D
√শয় + অন = শয়ন
সংস্কৃত কৃৎ প্রত্যয় – ‘অন’ (< অনট্)
১. কর্তৃবাচ্যে (Active sense)
ধাতু (√) | + অন | শব্দ | অর্থ |
---|---|---|---|
নিন্দ্ | অন | নন্দন | প্রশংসনীয় ব্যক্তি/বস্তু |
সাধ্ | অন | সাধন | সাধন করা/সম্পাদন |
তপ্ | অন | তপন | তপস্যা/উপবাস করা |
ধাতু (√) | + অন | শব্দ | অর্থ |
---|---|---|---|
গম | অন | গমন | যাত্রা/যাওয়া |
শী | অন | শয়ন | শোয়া |
কৃ | অন | করণ | করা/কাজ |
উদ্ + গৃ | অন | উদ্গিরণ | উচ্চারণ/উৎপাদন |
ধাতু (√) | + অন | শব্দ | অর্থ |
---|---|---|---|
নী | অন | নয়ন | চোখ |
চর্ | অন | চরণ | পদ/পা |
ধাতু (√) | + অন | শব্দ | অর্থ |
---|---|---|---|
শী | অন | শয়ন | শোয়ার স্থান |
স্থা | অন | স্থান | জায়গা |
ভূ | অন | ভুবন | পৃথিবী |
উদ্ + যা | অন | উদ্যান | বাগান |

0
Updated: 1 month ago
কোনটি কৃৎ-প্রত্যয় সাধিত শব্দ নয়?
Created: 3 weeks ago
A
মিশুক
B
মিথ্যুক
C
নিন্দক
D
চড়ক
কৃৎ-প্রত্যয় ও কৃদন্ত শব্দ:
-
কৃৎ-প্রত্যয়: ধাতুর পরে যে প্রত্যয়গুলো যুক্ত হয়, সেগুলোকে কৃৎ-প্রত্যয় বলা হয়।
-
কৃদন্ত শব্দ: কৃৎ-প্রত্যয় দ্বারা গঠিত শব্দকে কৃদন্ত শব্দ বলা হয়।
উদাহরণ:
-
√চড়্ + ক = চড়ক
-
√নিন্দ্ + অক = নিন্দক
-
√মিশ + উক = মিশুক
উপরের উদাহরণগুলোতে, ‘ক’, ‘অক’, ‘উক’ হলো কৃৎ-প্রত্যয় এবং ‘চড়ক’, ‘নিন্দক’, ‘মিশুক’ হলো কৃদন্ত শব্দ।
-
বৈপরীত্য উদাহরণ: মিথ্যুক = মিথ্যা + উক → এটি তদ্ধিত প্রত্যয় দ্বারা গঠিত, কৃৎ-প্রত্যয় নয়।

0
Updated: 3 weeks ago