A
ষষ্ঠী তৎপুরুষ
B
বহুব্রীহি
C
কর্মধারয়
D
অব্যয়ীভাব
উত্তরের বিবরণ
পূর্বপদে ষষ্ঠী বিভক্তির (র, এর) লোপ হয়ে যে সমাস হয়, তাকে ষষ্ঠী তৎপুরুষ সমাস বলে। যথা - চায়ের বাগান = চা বাগান, রাজার পুত্র = রাজপুত্র, খেয়ার ঘাট = খেয়াঘাট। ছাত্রসমাজ, দেশসেবা, দিল্লীশ্বর, বাঁদরনাচ, পাটক্ষেত, ছবিঘর, ঘোড়দৌড়, শ্বশুরবাড়ি, বিড়ালছানা ইত্যাদি।

0
Updated: 4 days ago
'সাধ্যকে অতিক্রম না করে = যথাসাধ্য' কোন সমাস?
Created: 3 months ago
A
বহুব্রীহি সমাস
B
নিত্য সমাস
C
অব্যয়ীভাব সমাস
D
কর্মধারয় সমাস
অব্যয়ীভাব সমাস
যে সমাসে পূর্বপদে অব্যয় যুক্ত হয়ে সমাস নিষ্পন্ন হয় এবং অব্যয়ের অর্থই মূল প্রাধান্য পায়, তাকে অব্যয়ীভাব সমাস বলা হয়। এই সমাসে মূলত অব্যয়ের অর্থ অনুযায়ী পুরো বাক্যটি গঠিত হয়।
উদাহরণ:
-
‘উৎ’ অর্থে বেলাকে অতিক্রম করেছে = উদ্বেল,
-
শৃঙ্খলাকে অতিক্রম করেছে = উচ্ছৃঙ্খল,
-
সাধ্যের মধ্যে থেকে (সাধ্যকে অতিক্রম না করে) = যথাসাধ্য,
-
ভিক্ষার অভাব = দুর্ভিক্ষ ইত্যাদি।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (নবম-দশম শ্রেণি, ২০১৯ ও ২০২২ সংস্করণ) এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

0
Updated: 3 months ago
'সমাস' নিয়ে ব্যাকরণের কোন তত্ত্বে আলোচনা করা হয়?
Created: 1 week ago
A
বাক্যতত্ত্ব
B
ধ্বনিতত্ত্ব
C
রূপতত্ত্ব
D
অর্থতত্ত্ব
রূপতত্ত্ব
-
শব্দ ও তার উপাদান নিয়ে আলোচনা।
-
আলোচ্য বিষয়: বিশেষ্য, সর্বনাম, বিশেষণ, ক্রিয়া, ক্রিয়াবিশেষণ ইত্যাদি।
-
শব্দগঠন প্রক্রিয়ায় বিশেষ গুরুত্ব।
-
উপসর্গ, সমাস, প্রত্যয় ও পুরুষও রূপতত্ত্বের অন্তর্ভুক্ত।

0
Updated: 1 week ago
'লাঠালাঠি'- এটি কোন সমাস?
Created: 1 month ago
A
প্রাদি সমাস
B
ব্যতিহার বহুব্রীহি সমাস
C
তৎপুরুষ সমাস
D
কর্মধারয় সমাস
• বহুব্রীহি সমাস:
যে সমাসে পূর্বপদ বা পরপদ কোনােটির অর্থ না বুঝিয়ে অন্য কিছু বােঝায়, তাকে বহুব্রীহি সমাস বলে।
• ব্যতিহার বহুব্রীহি সমাস:
যে বহুব্রীহি সমাসে দুটি একরূপ বিশেষ্য দিয়ে এক জাতীয় কাজ বোঝায়, তাকে ব্যতিহার বহুব্রীহি সমাস বলে।
যেমন:
- লাঠিতে লাঠিতে যে যুদ্ধ = লাঠালাঠি।
- কানে কানে যে কথা = কানাকানি।
- কোলে কোলে যে মিলন = কোলাকুলি।
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ৷

0
Updated: 1 month ago