জাতিসংঘের বর্তমান মহাসচিবের নাম কি?
A
বান কি মুন
B
কফি আনান
C
এন্তোনিও গুতেরেস
D
ত্রাইগভেলি
উত্তরের বিবরণ
এন্তোনিও গুতেরেস জাতিসংঘের বর্তমান মহাসচিব।
- তিনি ১ জানুয়ারি ২০১৭ সাল থেকে দায়িত্বে আছেন।
- তার জন্ম পোর্তুগালে।
- গুতেরেস জাতিসংঘের ৯ম মহাসচিব।
- তিনি এর আগে UNHCR (জাতিসংঘ শরণার্থী সংস্থা)-এর প্রধান হিসেবেও কাজ করেছেন।
অন্য বিকল্পগুলোর পরিচয়:
- বান কি মুন — দক্ষিণ কোরিয়ার, জাতিসংঘ মহাসচিব ছিলেন (২০০৭–২০১৬)।
- কফি আনান — ঘানার, জাতিসংঘ মহাসচিব ছিলেন (১৯৯৭–২০০৬)।
- ত্রাইগভে লি — নরওয়ের, জাতিসংঘের প্রথম মহাসচিব (১৯৪৬–১৯৫২)।

0
Updated: 4 months ago
Select the correct sentence.
Created: 1 month ago
A
The man was tall who stole my bag.
B
The man stole my bag who was tall.
C
The man who stole my bag was tall.
D
The man was tall who is stealing tall my bag.
• The correct sentence is - The man who stole my bag was tall.
• Who এর পর সরাসরি verb আসে আর whom এর পর আসে noun বা pronoun.
- ব্যক্তিবাচক noun এর relative pronoun form হিসেবে তাই এখানে who ব্যবহৃত হবে।
• সাধারণত ব্যক্তির পরে Relative Pronoun Who বসে।
- person + who+ verb (according to person)
• Example:
- The man who said that was a fool.

0
Updated: 1 month ago
Identify the correct passive form of the sentence below : 'Do you know them?'
Created: 1 week ago
A
Are they known by you?
B
Would they be known by you?
C
Are they known with you?
D
Are they known to you?
Auxiliary verb যুক্ত Interrogative sentence Passive Voice এ রূপান্তর করার নিয়ম
১. প্রথমে Interrogative বাক্যটিকে Assertive (statement) আকারে লিখতে হবে।
২. তারপর সেই Assertive বাক্যটিকে Passive Voice এ রূপান্তর করতে হবে।
৩. শেষে আবার সেটিকে Interrogative sentence এ রূপান্তর করতে হবে।
উদাহরণ:
-
বাক্য: Do you know them?
-
প্রথমে এটিকে Assertive করব → You know them.
Assertive sentence কে Passive করার নিয়ম
-
Active voice এর object → Passive voice এর subject হবে।
-
Tense অনুযায়ী Auxiliary verb ব্যবহার হবে।
-
মূল verb-এর past participle (V³) বসবে।
-
Active voice-এর subject → Passive voice এ by preposition সহ বসে।
তবে কিছু verb এর ক্ষেত্রে বিশেষ নিয়ম আছে। যেমন— know verb-এর ক্ষেত্রে সাধারণত by ব্যবহার হয় না। পরিবর্তে to ব্যবহৃত হয়।
চূড়ান্ত রূপান্তর
-
Do you know them? → Assertive: You know them.
-
Passive (Assertive): They are known to you.
-
Interrogative আকারে: Are they known to you? ✅
উৎসঃ Wren & Martin, High School English Grammar and Composition

0
Updated: 1 week ago
Choose the correct sentence.
Created: 2 weeks ago
A
They had left the party before it started raining.
B
They had left the party before it had started raining.
C
They had left the party before it has started raining.
D
They left the party before it start raining.
সঠিক উত্তর:
ক) They had left the party before it started raining.
কারণ ব্যাখ্যা:
Before যুক্ত বাক্যের নিয়ম:
Past Perfect + before + Past Indefinite
মানে, একটা কাজ আগে শেষ হয়ে গেছে (Past Perfect), তার পর আরেকটা কাজ ঘটেছে (Past Indefinite)।
উদাহরণ:
The train had left before we reached the station.
She had finished her homework before her father came home.
ভুল অপশনগুলোর কারণ:
খ) They had left the party before it had started raining.
ভুল, কারণ দুই পাশে Past Perfect ব্যবহার হয় না।
গ) They had left the party before it has started raining.
ভুল, কারণ Past Perfect এর সাথে Present Perfect (has started) ব্যবহার করা যায় না।
ঘ) They left the party before it start raining.
ভুল, কারণ start → started (past tense) হবে।

0
Updated: 2 weeks ago