A
কর্তায় দ্বিতীয়া
B
করণে দ্বিতীয়া
C
অধিকরণে দ্বিতীয়া
D
কর্মকারকে
উত্তরের বিবরণ
কর্মকারকে দ্বিতীয়া বিভক্তি দোষী ছাত্রটিকে জরিমানা করা হয়েছে। দ্বিতীয়া বিভক্তির উদারহণ একবচন - অ, এ, (য়) তে, এতে। বহুবচন - রা, এরা, গুলি (গুলো) গণ।

0
Updated: 4 days ago
‘আমার গানের মালা আমি করব কারে দান।’ বাক্যটিতে ‘কারে’—শব্দটির কারক ও বিভক্তি কোনটি?
Created: 1 month ago
A
কর্তায় সপ্তমী
B
কর্মে সপ্তমী
C
করণে সপ্তমী
D
অপাদানে সপ্তমী
যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পন্ন করে, তাকেই কর্ম কারক বলে। ক্রিয়ার সাথে কি বা কাকে যোগ করে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, তাই কর্মকারক হয়।

0
Updated: 1 month ago
“উদ্যম বিহনে কার পুরে মনোরথ”- এখানে ‘উদ্যম বিহনে’ কোন কারকে কোন বিভক্তি?
Created: 2 weeks ago
A
কর্তৃকারকে ৭মী
B
অধিকরণে ৭মী
C
অপাদানে ১মা
D
কর্মে ৭মী
ক্রিয়ার আধার কে অধিকরণ কারক বলে। অর্থাৎ যে স্থানে একবার যে বিষয়টি আশ্রয় করে ক্রিয়া সম্পন্ন হয়, সে বিষয়, সময় বা স্থানকে বলা হয় অধিকরণ কারক। যেমন - আকাশে চাঁদ উঠেছে ।

0
Updated: 2 weeks ago
‘পড়ায় আমার মন বসে না’- এখানে ‘পড়ায়’ কোন কারকে কোন বিভক্তি?
Created: 2 weeks ago
A
কর্মকারকে ৭মী বিভক্তি
B
অধিকরণ কারকে ৭মী বিভক্তি
C
অপাদান কারকে ৭মী বিভক্তি
D
করণ কারকে ৭মী বিভক্তি
‘পড়ায় আমার মন বনে না’ – এখানে ‘পড়ায়’ কর্ম কারকে ৭মী বিভক্তি। কিসে প্রশ্ন করলে ‘পড়া’ পাওয়া যায় যেহেতু এটি কর্মকারক।

0
Updated: 2 weeks ago