‘খেচর’ শব্দটির অর্থ কী?
A
খচ্চর ( ব্যাখ্যা দেখুন)
B
দুষ্ট প্রকৃতির লোক
C
চাকর
D
যে প্রাণী জলেও চরে স্থলেও চরে
উত্তরের বিবরণ
'খেচর' শব্দের অর্থ আকাশে বিচরণকারী আকাশচারী। খচ্চর শব্দ দ্বারা বোঝায় ঘোড়া ও গাধার সম্মিলনে উৎপন্ন পশু, দুষ্ট, বদমায়েশ।

0
Updated: 1 month ago
'শশাঙ্কের গল্পে রজনীশ জাগে ক্ষণে ক্ষণে।'- 'শশাঙ্ক' শব্দের অর্থ কী?
Created: 2 weeks ago
A
বাতাস
B
চাঁদ
C
জ্যোৎস্না
D
রাত

0
Updated: 2 weeks ago
চর্যাচর্যবিনিশ্চয় - এর অর্থ কি?
Created: 5 days ago
A
কোনটি চর্যাগান, আর কোনটি নয়
B
কোনটি আচরনীয়, আর কোনটি নয়
C
কোনটি চরাচরের, আর কোনটি নয়
D
কোনটি আচার্যের, আর কোনটি নয়
‘চর্যাচর্যবিনিশ্চয়’ শব্দটির অর্থ হলো — কোনটি আচরণযোগ্য এবং কোনটি অনাচরণীয়, অর্থাৎ কী করা উচিত এবং কী করা উচিত নয় তার নির্ধারণ। এটি মূলত নৈতিক ও আচারসংক্রান্ত সিদ্ধান্ত বা বিচারকে নির্দেশ করে।
-
শব্দটি ‘চর্য’, ‘অচর্য’ এবং ‘বিনিশ্চয়’ — এই তিনটি অংশের সংমিশ্রণে গঠিত।
-
‘চর্য’ মানে আচরণ বা কর্ম, ‘অচর্য’ মানে অনাচার বা নিষিদ্ধ আচরণ, আর ‘বিনিশ্চয়’ মানে সিদ্ধান্ত বা নির্ণয়।
-
ফলে পুরো শব্দটির অর্থ দাঁড়ায় — আচরণ ও অনাচরণের মধ্যে পার্থক্য নির্ণয় বা তার সিদ্ধান্ত।
-
এটি সাধারণত ধর্মীয়, নৈতিক বা দার্শনিক প্রসঙ্গে ব্যবহৃত হয়ে থাকে, যেখানে মানবআচরণের শুদ্ধতা ও অনুশাসন নির্ধারিত হয়।

0
Updated: 5 days ago
'নিস্বন' শব্দের অর্থ কী?
Created: 1 month ago
A
আকাশ
B
পদ্ম
C
শব্দ
D
বায়ু
শব্দ ও অর্থ:
-
নিস্বন: শব্দ, নিনাদ, ধ্বনি, আওয়াজ
-
বায়ু: বাতাস, মলয়, সমীরণ, পবন, দেহমধ্যস্থ পঞ্চবায়ু
-
পদ্ম: পঙ্কজ, রাজীব, উৎপল, কমল, কুমুদ
-
আকাশ: গগন, অন্তরীক্ষ, অম্বর, ব্যোম; শূন্য
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান

0
Updated: 1 month ago