A
প্রবাদ
B
বাগধারা
C
সমস্তপদ
D
ব্যাসবাক্য
উত্তরের বিবরণ
“ইঁদুর কপালে” একটি বাগধারা, যার অর্থ কোনো কিছু অসম্ভব বা অদ্ভুতভাবে ঘটেছে বা ঘটতে যাচ্ছে। এটি সরাসরি বাস্তব ঘটনা বোঝায় না, বরং রূপক অর্থে ব্যবহার হয়।
-
প্রবাদ সাধারণত কোনো নীতিমালা বা শিক্ষা দেয়। যেমন: "অধীরের ধ্যান বৃথা।"
-
বাগধারা হলো কথার রূপক ব্যবহার, যা কোনো নির্দিষ্ট অর্থ প্রকাশ করে।
-
সমস্তপদ হলো বাক্য বা পদ যা সব ধরণের শব্দ বা অর্থ ধারণ করে।
-
ব্যাসবাক্য হলো দীর্ঘ ও জটিল বাক্য, সাধারণত শাস্ত্রীয় লেখা বা দার্শনিক ভাব প্রকাশের জন্য।
এখানে “ইঁদুর কপালে” সরাসরি শিক্ষা বা নীতিমালা দেয় না, তাই এটি প্রবাদ নয়, বরং বাগধারা।

0
Updated: 4 days ago
'গাছপাথর' বাগধারাটির অর্থ-
Created: 4 weeks ago
A
ভূমিকা করা
B
হিসাব-নিকাশ
C
অসম্ভব বস্তু
D
বাড়াবাড়ি করা
'গাছপাথর' বাগ্ধারাটির অর্থ হচ্ছে - হিসাব নিকাশ।
বাক্য গঠন: আমরা সেকেলে, আমাদের বয়সের কি কোনো গাছপাথর আছে!
এরূপ কিছু গুরুত্বপূর্ণ বাগ্ধারা হলো:
• 'কাঠালের আমসত্ব' অর্থ - অসম্ভব বস্তু।
• 'গৌরচন্দ্রিকা' অর্থ - ভূমিকা।
• ‘ব্যাঙের সর্দি’ অর্থ - অসম্ভব ব্যাপার।
• 'কুমিরের সন্নিপাত' অর্থ - অসম্ভব ব্যাপার।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

0
Updated: 4 weeks ago
রাবণের চিতা অর্থ কী?
Created: 3 days ago
A
চির অশান্তি
B
চির শান্তি
C
চির নিদ্রা
D
চির সুখী
রাবণ ছিল রামায়ণের রাক্ষসরাজ। তাকে দহন করার জন্য চিতা জ্বালানো হলে, সেই চিতায় শান্তি নেই—অর্থাৎ আগুন জ্বলতে থাকে, অশান্তি চলতেই থাকে। এজন্য "রাবণের চিতা" বলতে বোঝানো হয় এমন একটি অবস্থা, যেখানে কখনো শান্তি থাকে না, সর্বদা অশান্তি বিরাজ করে।

0
Updated: 3 days ago
'হাড়হদ্দ' বাগ্ধারার অর্থ কী?
Created: 1 day ago
A
ভরপুর
B
সবকিছু
C
সর্বস্বান্ত হওয়া
D
গভীরভাবে
হাড়হদ্দ অর্থ: সবকিছু।
বাক্য: তোমার হাড়হদ্দ সবই আমার জানা আছে।-
হাড়ে হাড়ে অর্থ: গভীরভাবে।
-
পথে বসা অর্থ: সর্বস্বান্ত হওয়া।
-
টইটম্বুর অর্থ: ভরপুর।
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

0
Updated: 1 day ago