A
বাক্যের শেষে
B
শ্লেষাত্মক বাক্যের মাঝে
C
সংলাপে
D
প্রশ্নবোধক বাক্যে
উত্তরের বিবরণ
উদ্ধরণ চিহ্ন (" ") বক্তার প্রত্যক্ষ উক্তিকে এই চিহ্নের অন্তর্ভুক্ত করতে হয়। যথা - শিক্ষক বললেন, "গতকাল ইরানে ভয়ানক ভূমিকম্প হয়েছে।"

0
Updated: 4 days ago
প্রান্তিক বিরাম চিন্হ কি?
Created: 9 hours ago
A
কমা
B
ড্যাশ
C
সেমিকেলন
D
প্রশ্নচিহ্ন
প্রান্তিক বিরামচিহ্ন ৩টি। যথাঃ ১. দাড়ি/পূর্ণচ্ছেদ (।) ২. প্রশ্ন/জিজ্ঞাসা চিহ্ন (?) ৩. আশ্চর্য/বিস্ময় চিহ্ন (!)

0
Updated: 9 hours ago
বাক্যে দাঁড়ি (।) থাকলে কতক্ষণ থাকতে হয়?
Created: 4 days ago
A
এক সেকেন্ড বিপরীত প্রয়োজন
B
এক যে সময় লাগে
C
এক বলার দ্বিগুণ সময়
D
দুই সেকেন্ড
বাক্যের পরিসমাপ্তি বোঝাতে দাঁড়ি বা পূর্ণচ্ছেদ ব্যবহার করতে হয়। যথা - চুয়াডাঙ্গায় বাংলাদেশের প্রথম ডাকঘর স্থাপতি হয়। দাঁড়ি বা পূর্ণচ্ছেদের বিরতিকাল এক সেকেন্ড। জিজ্ঞাসা চিহ্ন (?), বিস্ময় চিহ্ন (!) কোলন (:) কোলন ড্যাস (: -) ও ড্যাস (-) থাকলে এক সেকেন্ড থামতে হয়।

0
Updated: 4 days ago
উদাহরণ প্রয়োগের ক্ষেত্রে সাধারণত কোন বিরাম চিহ্ন ব্যবহৃত হয়?
Created: 1 month ago
A
কোলন ড্যাশ
B
ড্যাশ
C
কোলন
D
সেমিকোলন
বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ) অনুসারে, কোলন ড্যাশ (:-) উদাহরণ বা দৃষ্টান্ত প্রয়োগ করতে হলে কোলন এবং ড্যাশ চিহ্ন একসঙ্গে ব্যবহৃত হয়।

1
Updated: 1 month ago