বাক্যে সেমিকোলন (;) থাকলে কতক্ষণ থামতে হয়?
A
১ বলতে যে সময় লাগে
B
১ বলার দ্বিগুণ সময়
C
১ সেকেন্ড
D
২ সেকেন্ড
উত্তরের বিবরণ
বাক্যে সেমিকোলন (;) থাকলে ১ বলার দ্বিগুণ সময় থামতে হয়। তাছাড়া কমা (,) ১ বলতে যে সময় প্রয়োজন; দাঁড়ি (।), জিজ্ঞাসা চিহ্ন (?), বিস্ময়সূচক চিহ্ন (!), ড্যাস (-), কোলন (:), কোলন ড্যাস (: -) থাকলে ১ সেকেন্ড সময় থামতে হয়।

0
Updated: 1 month ago
বিরাম চিহ্নের প্রর্বতক কে?
Created: 1 month ago
A
প্রমথ চৌধুরী
B
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
C
রবীন্দ্রনাথ ঠাকুর
D
আব্দুল হাকিম
হাজার বছরের ঐতিহ্যে ভরপুর বাংলা ভাষা ও সাহিত্য কিন্তু বাংলা ভাষায় সুষ্ঠভাবে বিরাম চিহ্ন ব্যবহার শুরু হয়েছে দেড়শ দুইশ বছর আগে। মহামতি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর (১৮২০-১৮৯১) বাংলা গদ্যে বিরাম চিহ্ন ব্যবহারের প্রথম নৈপুর্ণ দেখান। এ কারণেই রবীন্দ্রনাথ ঠাকুর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বাংলা গদ্যের জনক বলেছেন।

0
Updated: 1 month ago
উদ্ধৃতি চিহ্ন কোথায় বসে?
Created: 1 month ago
A
বাক্যের শেষে
B
শ্লেষাত্মক বাক্যের মাঝে
C
সংলাপে
D
প্রশ্নবোধক বাক্যে
উদ্ধরণ চিহ্ন (" ") বক্তার প্রত্যক্ষ উক্তিকে এই চিহ্নের অন্তর্ভুক্ত করতে হয়। যথা - শিক্ষক বললেন, "গতকাল ইরানে ভয়ানক ভূমিকম্প হয়েছে।"

0
Updated: 1 month ago
কোনটি প্রান্তিক বিরাম চিহ্ন নয়?
Created: 1 month ago
A
দাঁড়ি
B
কোলন
C
প্রশ্ন চিহ্ন
D
বিস্ময় চিহ্ন
প্রান্তিক বিরাম চিহ্ন ৪টি। যেমন: ১/দাঁড়ি /পূর্ণচ্ছেদ ২/প্রশ্নবোধক চিহ্ন ৩/বিস্ময় /সম্বোধন চিহ্ন ৪/ ডাবল দাঁড়ি / পূর্ণচ্ছেদ।

0
Updated: 1 month ago