A
অবাস্তব বস্তু
B
বড়ো ধরনের চুরি
C
পুকুর চুরি করা
D
লোপাট
উত্তরের বিবরণ
কাঁঠালের আমসত্ত্ব বাগধারার অর্থ - অবাস্তব বস্তু, পুকুর চুরি বাগধারার অর্থ - বেপরোয়া চুরি বা বড় ধরনের চুরি।

0
Updated: 4 days ago
'গাছপাথর' বাগধারাটির অর্থ-
Created: 4 weeks ago
A
ভূমিকা করা
B
হিসাব-নিকাশ
C
অসম্ভব বস্তু
D
বাড়াবাড়ি করা
'গাছপাথর' বাগ্ধারাটির অর্থ হচ্ছে - হিসাব নিকাশ।
বাক্য গঠন: আমরা সেকেলে, আমাদের বয়সের কি কোনো গাছপাথর আছে!
এরূপ কিছু গুরুত্বপূর্ণ বাগ্ধারা হলো:
• 'কাঠালের আমসত্ব' অর্থ - অসম্ভব বস্তু।
• 'গৌরচন্দ্রিকা' অর্থ - ভূমিকা।
• ‘ব্যাঙের সর্দি’ অর্থ - অসম্ভব ব্যাপার।
• 'কুমিরের সন্নিপাত' অর্থ - অসম্ভব ব্যাপার।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

0
Updated: 4 weeks ago
'রাবণের চিতা' বাগধারাটির অর্থ কী?
Created: 3 months ago
A
অনিষ্টে ইষ্ট লাভ
B
চির অশান্তি
C
অরাজক দেশ
D
সামান্য কিছু নিয়ে ঝগড়া বাধানো
• ‘রাবণের চিতা’ – অর্থ: চিরস্থায়ী অশান্তি।
বাক্য: একমাত্র ছেলের মৃত্যুর পর বুড়ির অন্তরে যেন রাবণের চিতা জ্বলছে।
• ‘মগের মল্লুক’ – অর্থ: সম্পূর্ণ অরাজক দেশ বা অবস্থা।
বাক্য: প্রশাসনের নজরদারির অভাবে এলাকাটা এখন মগের মল্লুকে পরিণত হয়েছে।
• ‘শাপে বর’ – অর্থ: অনিষ্ট থেকে উপকার লাভ।
বাক্য: চাকরি না পাওয়াটা শাপে বর হয়েছে, কারণ এখন সে নিজেই ব্যবসা শুরু করেছে।
• ‘ফটো পয়সার লড়াই’ – অর্থ: সামান্য কারণে বড় ঝগড়া।
বাক্য: দুই ভাইয়ের মধ্যে ফটো পয়সার লড়াই শুরু হলো সামান্য জমির জন্য।
উৎস:
-
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা – ড. সৌমিত্র শেখর
-
বাংলা ভাষার ব্যাকরণ (নবম-দশম শ্রেণি)
-
প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি – ড. হায়াৎ মামুদ

0
Updated: 3 months ago
যার কোনো মূল্য নেই, তাকে বাগধারা দিয়ে প্রকাশ করলে কোনটি হয়?
Created: 3 months ago
A
ডাকাবুকা
B
তুলশী বনের বাঘ
C
তামার বিষ
D
ঢাকের বাঁয়া
ঢাকের বাঁয়া: যার কোনো মূল্য নেই বা অপ্রয়োজনীয় অর্থে ব্যবহৃত হয়। অর্থাৎ, অমূল্য বা অপ্রয়োজনীয় কিছু বোঝাতে এই বাগধারাটি ব্যবহৃত হয়।
অন্য কিছু বাগধারার অর্থ:
-
ডাকাবুকো: নির্ভীক, সাহসী ব্যক্তি।
-
তামার বিষ: অর্থের দূরাচার বা কুপ্রভাব।
-
তুলসি বনের বাঘ: ভণ্ড বা ভণ্ডামি করার প্রবণতা সম্পন্ন ব্যক্তি।
গুরুত্বপূর্ণ অন্যান্য বাগধারা:
-
ঢাকের কাঠি: তোষামুদ বা মিথ্যা প্রশংসা করা ব্যক্তি।
-
কচু বনের কালাচাঁদ: অপদার্থ বা অকেজো ব্যক্তি।
-
ঢেঁকি অবতার: নির্বোধ বা বোকা লোক।
-
নারকের ঢেঁকি: বিবাদের কারণ বা বিষয়।
-
সোনার কাঠি রূপার কাঠি: বাঁচামরার (অপ্রয়োজনীয়) লড়াই বা ঝগড়া।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর; এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

0
Updated: 3 months ago