A
বনফুল
B
গাজীমিয়া
C
ভ্রমন
D
জরাসন্ধ
উত্তরের বিবরণ
মীর মশাররফ হোসেনের ছদ্মনাম - গাজী মিয়াঁ । মীর মশাররফ হোসেন কর্তৃক রচিত রসরচনা গাজী মিয়াঁর বস্তানী (১৮৯৯) । পরবর্তীতে গাজী মিয়াঁ তার ছদ্মনামে রুপলাভ করে। বলাইচাঁদ মুখোপাধ্যায়ের ছদ্মনাম ' বনফুল ' এবং চারুচন্দ্র চক্রবর্তীর ছদ্মনাম 'জরাসন্ধ'।

0
Updated: 4 days ago
প্রমেন্দ্র মিত্র এর ছদ্মনাম ছিলো-
Created: 2 weeks ago
A
কাঙাল হরিনাথ
B
কালকূট
C
কৃত্তিবাস ভদ্র
D
জরাসন্ধ
প্রেমেন্দ্র মিত্র
-
কবি, কথাসাহিত্যিক, সাংবাদিক ও সম্পাদক
-
জন্ম: সেপ্টেম্বর ১৯০৪, কাশী (পৈতৃক নিবাস: বৈকুণ্ঠপুর, দক্ষিণ চব্বিশ পরগণা)
-
কল্লোল পত্রিকার নিয়মিত লেখক
-
প্রথম প্রকাশিত গল্প: ‘শুধু কেরাণী’ ও ‘গোপন চারিণী’ (প্রবাসী, ১৯২৩) → আলোচিত হয়ে সাহিত্যজগতে খ্যাতি অর্জন
-
সাহিত্যজীবনের প্রথমে ছদ্মনাম: কৃত্তিবাস ভদ্র
অন্য সাহিত্যিকদের ছদ্মনাম:
-
চারুচন্দ্র চক্রবর্তী → জরাসন্ধ
-
সমরেশ বসু → কালকূট
-
হরিনাথ মজুমদার → কাঙাল হরিনাথ

0
Updated: 2 weeks ago
'সুনন্দ' কার ছদ্মনাম ছিল?
Created: 2 weeks ago
A
বিমল ঘোষ
B
রাজশেখর বসু
C
মোহিতলাল মজুমদার
D
নারায়ণ গঙ্গোপাধ্যায়
'সুনন্দ' হল নারায়ণ গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম।
- জীবনের শেষ সময়ে তিনি সাপ্তাহিক দেশ পত্রিকায় 'সুনন্দ' ছদ্মনামে লিখতেন।
অন্যদের ছদ্মনাম:
-
রাজশেখর বসু – পরশুরাম
-
বিমল ঘোষ – মৌমাছি
-
মোহিতলাল মজুমদার – সত্যসুন্দর দাস
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, বাংলাপিডিয়া

0
Updated: 2 weeks ago
কায়কোবাদের উপাধি কোনটি?
Created: 3 months ago
A
কাব্যভূষণ
B
হাবু শর্মা
C
কবিকঙ্কন
D
কবিকণ্ঠহার
কাজেম আল কোরায়েশী (ছদ্মনাম: কায়কোবাদ) এর উপাধি — কাব্যভূষণ
-
কায়কোবাদ ১৮৫৭ সালে ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার আগলা গ্রামে জন্মগ্রহণ করেন।
-
তাঁর প্রকৃত নাম মোহাম্মদ কাজেম আল কোরায়েশী।
-
'কায়কোবাদ' ছিল তার সাহিত্যিক ছদ্মনাম।
-
তিনি বাঙালি মুসলমান কবিদের মধ্যে প্রথম সনেট ও মহাকাব্য রচয়িতা হিসেবে পরিচিত।
-
মাত্র তেরো বছর বয়সে তাঁর প্রথম কাব্যগ্রন্থ ‘বিরহবিলাপ’ প্রকাশিত হয়।
-
নিখিল ভারত সাহিত্য সংঘ কর্তৃক কায়কোবাদকে কাব্যভূষণ, বিদ্যাভূষণ ও সাহিত্যরত্ন উপাধিতে সম্মানিত করা হয়।
কায়কোবাদ-এর কাব্যগ্রন্থসমূহ:
-
কুসুমকানন
-
অশ্রুমালা
-
মহাশ্মশান
-
শিবমন্দির
-
অমিয়ধারা
-
শ্মশানভস্ম
-
মহরম শরীফ
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

0
Updated: 3 months ago