A
তুরঙ্গ
B
ভূজঙ্গ
C
কুরঙ্গ
D
বিহঙ্গ
উত্তরের বিবরণ
যেসকল শব্দ একই অর্থ প্রকাশ করে, তাদের সমার্থক বা একার্থক শব্দ বলে। রচনার মাধুর্য সৃষ্টির জন্য অনেক সময় একটা অর্থকেই বিভিন্ন বাক্যে বিভিন্ন শব্দ দ্বারা প্রকাশ করা প্রয়োজন হয়।
‘অশ্ব’ শব্দের সমার্থক শব্দ: ঘোড়া, ঘোটক, হয়, বাহ, বাজী, তুরঙ্গ, মতুরগ, সৈন্ধব, বাহনশ্রেষ্ঠ, হ্রেষী, মরুদ্রথ, ঘোটকী, তুরঙ্গ, বামী, টাঙ্গন, বড়বা ইত্যাদি। গুরুত্বপূর্ণ কিছু সমার্থক শব্দ: ‘অর্ক’ শব্দের সমার্থক শব্দ- সূর্য, তপন, আদিত্য, দিবাকর, ভাস্কর, ভানু, মার্তণ্ড, রবি, সবিতা ইত্যাদি।
‘তিমির’ শব্দের সমার্থক শব্দ- অন্ধকার, আঁধার, তমসা ইত্যাদি। ‘অম্বর’ শব্দের সমার্থক শব্দ- আকাশ, গগন, নভঃ, ব্যোম ইত্যাদি। কুঞ্জর সমার্থক শব্দ- হস্তী- হাতি, গজ, নাগ, মাতঙ্গ, কুঞ্জর, বারণ, দন্তী, দ্বিপ, দ্বিরদ।

0
Updated: 4 days ago
‘হাতি’-এর সমার্থক শব্দ কোনটি?
Created: 4 weeks ago
A
কুন্তল
B
ফণী
C
তনু
D
কর
'হাতি' এর সমার্থক শব্দ গজ, দন্তী, দ্বিপ, হস্তী, করী, বৃংগল, নশ, বারণ, কুঞ্জর ইত্যাদি।

0
Updated: 4 weeks ago
‘নদী’- এর সমার্থক শব্দ কোনটি?
Created: 2 weeks ago
A
সরিৎ
B
নগ
C
গিরি
D
বিহগ
'নদী' - এর সমার্থক শব্দ 'সরিৎ', তটিনী, স্রোতস্বতী, স্রোতস্বিনী। নগ বা গিরি অর্থ পাহাড়। আর বিহগ অর্থ বিহঙ্গ বা পাখি।

0
Updated: 2 weeks ago
‘পৃথিবী’ শব্দের সমার্থক নয়–
Created: 2 days ago
A
পৃথ্বী
B
মেদিনী
C
প্রাণদ
D
ধরিত্রী
পৃথিবী এর সমার্থক শব্দঃ ভূ, পৃথ্বী, জগৎ, বিশ্ব, ভূবন, দুনিয়া, বসুন্ধরা, ধরা, ধরণী, ধরিত্রী, ধরাতল প্রাণদ মানে প্রাণ দানকারী বা রক্ষাকারী।

0
Updated: 2 days ago