নষ্ট হওয়া স্বভাব নয় যার- এক কথায় কী হবে?
A
অবিনশ্বর
B
নশ্বর
C
নষ্ট স্বভাব
D
বিনষ্ট
উত্তরের বিবরণ
নষ্ট হয় যা - নশ্বর । নষ্ট হয় না যা - অবিনশ্বর।

0
Updated: 1 month ago
‘কর্মে অতিশয় তৎপর’ এক কথায় কী হবে?
Created: 1 month ago
A
ত্বরিৎকর্মা
B
কর্মবীর
C
কর্মপটু
D
কর্মনিষ্ঠ
কিছু গুরুত্বপূর্ণ এক কথায় প্রকাশ
নিন্দা করার ইচ্ছা এক কথায় প্রকাশ = জুগুপ্সা
জানার ইচ্ছা এক কথায় প্রকাশ = জিজ্ঞাসা
যা দীপ্তি পাচ্ছে এক কথায় প্রকাশ = দেদীপ্যমান
পাখির ডাক এক কথায় প্রকাশ = কূজন
সাদরে গ্রহণ এক কথায় প্রকাশ = বরণ
হরিণের চামড়া এক কথায় প্রকাশ = অজিন
যা সহজে পাওয়া যায় না এক কথায় প্রকাশ = দুর্লভ বা দুষ্প্রাপ্য
অক্ষির সম্মুখে এক কথায় প্রকাশ = প্রত্যক্ষ
ডালিমের কুড়ি এক কথায় প্রকাশ = আনারকলি

0
Updated: 1 month ago
'দেখা যায় না এমন' এক কথায় কী বলে?
Created: 3 weeks ago
A
ভূতপূর্ব
B
অদৃশ্য
C
অদৃষ্ট
D
অদৃষ্টপূর্ব
শব্দার্থ ও তাদের অর্থ
-
দেখা যায় না এমন, দৃষ্টির অগোচর – অদৃশ্য
-
যা পূর্বে ছিল এখন নেই – ভূতপূর্ব
-
দেখা হয়নি এমন – অদৃষ্ট
-
যা পূর্বে দেখা যায় নি এমন – অদৃষ্টপূর্ব
উৎস:

0
Updated: 3 weeks ago
'আকাশে বেড়ায় যে' এর এক কথায় প্রকাশ -
Created: 1 week ago
A
ক্রন্দসী
B
খেচর
C
সুরম্য
D
আরোহী
'আকাশে বেড়ায় যে' এর এক কথায় প্রকাশ হলো আকাশচারী বা খেচর। এই শব্দ দ্বারা সেই সমস্ত প্রাণী বা বস্তুকে বোঝানো হয়, যারা আকাশে বিচরণ করে বা উড়তে সক্ষম।
অন্যদিকে—
-
আরোহণ করে যে — আরোহী
-
অতিশয় রমণীয় — সুরম্য
-
আকাশ ও পৃথিবী — ক্রন্দসী

0
Updated: 1 week ago