• 'ঞ' বর্ণের উচ্চারণ:
-
নিজস্ব ধ্বনি নেই।
-
স্বতন্ত্র ব্যবহারে [অঁ]-এর মতো উচ্চারিত হয়।
-
সংযুক্ত ব্যঞ্জনে [ন্]-এর মতো উচ্চারিত হয়।
উদাহরণ:
-
মিঞা → [মিয়াঁ]
-
চঞ্চল → [চন্চল্]
-
গঞ্জ → [গন্জা]
A
ণ
B
প
C
ত
D
চ
উত্তরের বিবরণ
দন্ত্য ব্যঞ্জন: যেসব ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময়ে জিভের ডগা উপরের পাটির দাঁতে লেগে বায়ুপথে বাধা সৃষ্টি করে, সেগুলোকে দন্ত্য ব্যঞ্জন বলে। তাল, থালা, দাদা, ধান প্রভৃতি শব্দের ত, থ, দ, ধ দন্ত্য ব্যঞ্জনধ্বনির উদাহরণ।
0
Updated: 4 days ago
কোন বর্ণের নিজস্ব কোনো ধ্বনি নেই?
Created: 1 week ago
A
ম
B
য
C
র
D
ঞ
0
Updated: 1 week ago
শুনিয়া > শুনে' - কোন ধ্বনি পরিবর্তনের উদাহরণ?
Created: 1 week ago
A
অভিশ্রুতি
B
অপিনিহিতি
C
স্বরভক্তি
D
অন্তর্হতি
0
Updated: 1 week ago
'হয়' শব্দে কোন দ্বিস্বরধ্বনি ব্যবহৃত হয়েছে?
Created: 1 week ago
A
অই্
B
অএ্
C
অও্
D
আই্
• দ্বিস্বরধ্বনি:
পূর্ণ স্বরধ্বনি ও অর্ধস্বরধ্বনি একত্রে উচ্চারিত হলে দ্বিস্বরধ্বনি হয়।
উদাহরণ: 'লাউ' শব্দে [আ] (পূর্ণ স্বর) + [উ্] (অর্ধস্বর) = [আউ্]
দ্বিস্বরধ্বনির কিছু উদাহরণ:
[আই্]: তাই, নাই
[এই্]: সেই, নেই
[আও্]: যাও, দাও
[আএ্]: খায়, যায়
[উই্]: দুই, রুই
[অএ্]: নয়, হয়
[ওউ্]: মৌ, বউ
[ওই্]: কৈ, দই
[এউ্]: কেউ, ঘেউ
0
Updated: 1 week ago