A
বাক্য
B
ধ্বনি
C
শব্দ
D
বর্ন
উত্তরের বিবরণ
ভাষার মূল ভিত্তি – ধ্বনি। ভাষার ক্ষুদ্রতম একক/মূল উপাদান – ধ্বনি। ভাষার মূল উপকরণ – বাক্য। ভাষার প্রাণ – অর্থবোধক বাক্য।

0
Updated: 4 days ago
‘কলম’ শব্দটি কোন ভাষা থেকে গৃহীত?
Created: 1 month ago
A
সংস্কৃত
B
আরবি
C
ফারসি
D
তুর্কি
আরবি ভাষায় ‘কলম’ শব্দের অর্থ হলো লেখার জন্য ব্যবহৃত একটি যন্ত্র বা উপকরণ। এটি বাংলা ভাষায় আরবি থেকে আসা অনেক তদ্ভব শব্দের একটি উদাহরণ। আরও কিছু আরবি শব্দ: আল্লাহ, কোরবানী, কুরআন, কিয়ামত, এজলাস, খারিজ, কিতাব, রায়, নগদ, বাকি, আদালত।

0
Updated: 1 month ago
সাধু ও চলিত রীতি বাংলা ভাষার কোনরূপে বিদ্যমান?
Created: 4 weeks ago
A
আঞ্চলিক
B
উপভাষা
C
লেখ্য
D
কথ্য
অধিকাংশ ভাষায় অন্তত দুটি রীতি থাকে। ১. মৌখিক বা কথ্য ২. লৈখিক বা লেখ্য রূপ। ভাষার মৌখিক রূপের আবার একাধিক রীতি: একটি চলিত কথ্য রীতি আরেকটি আঞ্চলিক কথ্য রীতি। বাংলা ভাষার লৈখিক বা লেখ্য রূপেরও দুইটি রূপ আছে: একটি চলিত রীতি ও অপরটি সাধু রীতি।

0
Updated: 4 weeks ago
'চৌ-হদ্দি' শব্দটি কোন কোন ভাষার শব্দ মিলে হয়েছে?
Created: 1 month ago
A
বাংলা + ফারসি
B
সংস্কৃত + ফারসি
C
ফারসি + আরবি
D
সংস্কৃত + আরবি
• চৌহদ্দি
➤ মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০১৯ সংস্করণ) অনুসারে - এটি ফারসি + আরবি ভাষার মিশ্রণে তৈরি মিশ্র শব্দ।
➤ বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে - শব্দটি বাংলা + ফারসি ভাষার মিশ্রণে তৈরি মিশ্র শব্দ।
• চৌহদ্দি (বিশেষ্য),
- শব্দটি গঠিত হয়েছে (বাংলা “চৌ” + ফারসি “হদ্দি”) যোগে।
- যার অর্থ: চারদিকে সীমানা; চতুঃসীমা।
বি.দ্র. শব্দের উৎস মূলের ক্ষেত্রে বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধানের তথ্য অধিক গ্রহনযোগ্য। সুতরাং চৌহদ্দি শব্দটি (বাংলা + ফারসি) ভাষার মিশ্রণে তৈরি মিশ্র শব্দ হিসেবে অধিক গ্রহণযোগ্য উত্তর।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

0
Updated: 1 month ago