A
দ্বন্দ্ব সমাস
B
কর্মধারয় সমাস
C
তৎপুরুষ সমাস
D
বহুব্রীহি সমাস
উত্তরের বিবরণ
যে বহুব্রীহি সমাসে সমস্যমান পদের দুটিই বিশেষ্যপদ হয়, তাকে বলে ব্যাধিকরণ বহুব্রীহি সমাস। যেমন - বীণা পানিতে যার = বীণাপাণি। আশীতে (দাঁতে) বিষ যার = আশীবিষ। দু কান কাটা যার = দুকানকাটা

0
Updated: 4 days ago
“তেপান্তর’ কোন সমাসের উদাহরণ?
Created: 9 hours ago
A
অব্যয়ীভাব
B
দ্বিগু
C
নিত্য সমাস
D
বহুবীহি
সমাহার বা সমষ্টি বা মিলন অর্থে সংখ্যাবাচক শব্দের সঙ্গে বিশেষ্য পদের যে সমাস হয়, তাকে দ্বিগু সমাস বলে। দ্বিগু সমাসে সমাসনিষ্পন্ন পদটি বিশেষ্য পদ হয়। তবে অনেক ব্যাকরণবিদ দ্বিগু সমাসকে কর্মধারয় সমাসের অন্তর্ভুক্ত করেছেন।
ত্রিকাল (তিন কালের সমাহার), চৌরাস্তা (চৌরাস্তার সমাহার), তেমাথা (তিন মাথার সমাহার), শতাব্দী (শত অব্দের সমাহার), পঞ্চবটী (পঞ্চবটের সমাহার), ত্রিপদী (ত্রি বা তিন পদের সমাহার), ত্রিফলা (ত্রি বা তিন ফলের সমাহার), নবরত্ন (নব বা নয় রত্নের সমাহার), তেপান্তর (তিন বা তে প্রান্তরের সমাহার)

0
Updated: 25 minutes ago
দ্বিগু সমাসে কোন পদ প্রধান?
Created: 3 minutes ago
A
পরপদ
B
অন্য পদ
C
উভয় পদ
D
উভয়
সংখ্যাবাচক শব্দ + বিশেষ্য = দ্বিগু সমাস।

0
Updated: 3 minutes ago
‘অনেক’ শব্দটি –
Created: 1 month ago
A
অলুক তৎপুরুষ
B
উপপদ তৎপুরুষ
C
নঞ তৎপুরুষ
D
নিত্য সমাস
না বাচক নঞ্ অব্যয় (ন, না, নেই, নাই, নয় ইত্যাদি) পূর্বে বসে যে তৎপুরুষ সমাস হয়, তাকে নঞ্ তৎপুরুষ সমাস বলে। যেমন, নয় এক = অনেক, ন আচার = অনাচার, নাই মিল = গরমিল, ন কাল = অকাল, নয় সৃষ্টি = অনাসৃষ্টি, ন বিশ্বাস = অবিশ্বাস।

0
Updated: 1 month ago