মীর মশাররফ হোসেনের ছদ্মনাম কী?
A
বনফুল
B
গাজীমিয়া
C
ভ্রমন
D
জরাসন্ধ
উত্তরের বিবরণ
মীর মশাররফ হোসেনের ছদ্মনাম - গাজী মিয়াঁ । মীর মশাররফ হোসেন কর্তৃক রচিত রসরচনা গাজী মিয়াঁর বস্তানী (১৮৯৯) । পরবর্তীতে গাজী মিয়াঁ তার ছদ্মনামে রুপলাভ করে। বলাইচাঁদ মুখোপাধ্যায়ের ছদ্মনাম ' বনফুল ' এবং চারুচন্দ্র চক্রবর্তীর ছদ্মনাম 'জরাসন্ধ'।

0
Updated: 1 month ago
অশোক সৈয়দ কার ছদ্মনাম?
Created: 2 months ago
A
আবদুল মান্নান সৈয়দ
B
সৈয়দ আজিজুল হক
C
আবু সয়ীদ আইয়ুব
D
সৈয়দ শামসুল হক
আবদুল মান্নান সৈয়দ ও তাঁর ছদ্মনাম
আবদুল মান্নান সৈয়দ, যিনি একাধারে কবি, প্রাবন্ধিক, গবেষক ও সাহিত্য-সমালোচক, ১৯৪৩ সালের ৩ আগস্ট ভারতের পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা জেলায় জন্মগ্রহণ করেন। তাঁর সাহিত্যজীবনের সূচনাপর্বে তিনি ‘অশোক সৈয়দ’ নামটি ছদ্মনাম হিসেবে ব্যবহার করতেন।
১৯৬০ সালে তিনি কবিতা লেখা শুরু করেন এবং পরবর্তী পাঁচ দশকব্যাপী এই চর্চা অব্যাহত রাখেন। তাঁর প্রথম কাব্যগ্রন্থ জন্মান্ধ কবিতাগুচ্ছ প্রকাশিত হয় ১৯৬৭ সালে।
কবিতা, উপন্যাস, গল্প, প্রবন্ধ, গবেষণা, কাব্যনাট্য ও স্মৃতিকথা মিলিয়ে তাঁর রচনার সংখ্যা ১৫০টিরও বেশি।
বাংলা সাহিত্যের লেখক ও তাঁদের ছদ্মনাম
-
সমরেশ বসু → কালকূট
-
রাজশেখর বসু → পরশুরাম
-
বলাইচাঁদ মুখোপাধ্যায় → বনফুল
-
মধুসূদন মজুমদার → দৃষ্টিহীন
-
সোমেন চন্দ → ইন্দ্রকুমার সোম
-
বিমল ঘোষ → মৌমাছি
-
বিনয়কৃষ্ণ মুখোপাধ্যায় → যাযাবর
-
সতীনাথ ভাদুড়ী → চিত্রগুপ্ত
-
বিমল মিত্র → জাবালি
-
কালিকানন্দ → অবধূত
-
সৈয়দ মুজতবা আলী → প্রিয়দর্শী
-
সুনীল গঙ্গোপাধ্যায় → নীল লোহিত
তথ্যসূত্র: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা – ড. সৌমিত্র শেখর।

0
Updated: 2 months ago
'ভানুসিংহ' কার ছদ্মনাম?
Created: 2 months ago
A
রবীন্দ্রনাথ ঠাকুরের
B
সত্যেন্দ্রনাথ দত্তের
C
প্রমথ চৌধুরীর
D
টেকচাঁদ ঠাকুরের
রবীন্দ্রনাথ ঠাকুর:
- তিনি ছিলেন কবি, সঙ্গীতজ্ঞ, কথাসাহিত্যিক, নাট্যকার, চিত্রশিল্পী, প্রাবন্ধিক, দার্শনিক, শিক্ষাবিদ ও সমাজ-সংস্কারক।
- রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম ১৮৬১ সালের ৭ মে (১২৬৮ বঙ্গাব্দের ২৫ বৈশাখ) কলকাতার জোড়াসাঁকোর অভিজাত ঠাকুর পরিবারে।
- তাঁর পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং পিতামহ প্রিন্স দ্বারকানাথ ঠাকুর।
- এশিয়ার বরেণ্য ব্যক্তিদের মধ্যে তিনিই প্রথম ১৯১৩ সালে নোবেল পুরস্কারে ভূষিত হন।
- রবীন্দ্রনাথ ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুরের চতুর্দশ সন্তান।
- ১৮৮৩ সালের ৯ ডিসেম্বর বেণীমাধব রায়চৌধুরীর মেয়ে মৃণালিনী দেবী রায়চৌধুরীকে বিয়ে করেন রবীন্দ্রনাথ ঠাকুর।
- তিনি ১৯১৫ সালে ইংরেজ প্রদত্ত ‘নাইট’ উপাধি পান এবং ১৯১৯ সালে পাঞ্জাবের জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের কারণে ‘নাইট’ উপাধি ফিরিয়ে দেন।
- ১৯৪১ সালের ৭ আগস্ট (২২ শ্রাবণ ১৩৪৮) জোড়াসাঁকোর নিজ বাড়িতে রবীন্দ্রনাথ ঠাকুর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
রবীন্দ্রনাথ ঠাকুর মোট নয়টি ছদ্মনাম ব্যবহার করতেন। এগুলো হলো-
- ভানুসিংহ ঠাকুর,
- অকপটচন্দ্র ভাস্কর,
- আন্নাকালী পাকড়াশী,
- দিকশূন্য ভট্টাচার্য,
- নবীনকিশোর শর্মণঃ,
- ষষ্ঠীচরণ দেবশর্মাঃ,
- বাণীবিনোদ বিদ্যাবিনোদ,
- শ্রীমতি মধ্যমা ও
- শ্রীমতি কনিষ্ঠা।
----------------------
অন্যদিকে,
• সত্যেন্দ্রনাথ দত্ত ব্যবহৃত কিছু ছদ্মনাম হলো: নবকুমার, কবিরত্ন, অশীতিপর শর্মা, ত্রিবিক্রম বর্মণ, কলমগীর।
• প্রমথ চৌধুরীর সাহিত্যিক ছদ্মনাম ছিল বীরবল।
• প্যারীচাঁদ মিত্রের ছদ্মনাম টেকচাঁদ ঠাকুর।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।

0
Updated: 2 months ago
নিচের কোনটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম?
Created: 2 months ago
A
বীরবল
B
ভিমরুল
C
অনিলা দেবী
D
দেবদাস
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
-
জন্ম ও মৃত্যু: শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ১৮৭৬ সালের ১৫ সেপ্টেম্বর হুগলি জেলার দেবানন্দপুরে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৩৮ সালের ১৬ জানুয়ারি মৃত্যুবরণ করেন।
-
সাহিত্যজীবনের শুরু: তাঁর লেখা প্রথম প্রকাশিত গল্পের নাম ‘মন্দির’, যা ১৯০৩ সালে কুন্তলীন সাহিত্য পুরস্কার লাভ করে।
প্রথম উপন্যাস ‘বড়দিদি’ ১৯০৭ সালে ভারতী পত্রিকায় প্রকাশিত হয়। -
রাজনৈতিক উপন্যাস: তিনি ‘পথের দাবী’ নামক একটি জনপ্রিয় রাজনৈতিক উপন্যাস লেখেন, যা ১৯২৬ সালে প্রকাশিত হয়। এই উপন্যাসটি তৎকালীন ব্রিটিশ সরকার বাজেয়াপ্ত করেছিল।
-
ব্যবহৃত ছদ্মনাম: শরৎচন্দ্র সাহিত্যচর্চার ক্ষেত্রে সাতটি ছদ্মনাম ব্যবহার করেছিলেন। ছদ্মনামগুলো হলো:
১. অনিলা দেবী
২. অপরাজিতা দেবী
৩. শ্রী চট্টোপাধ্যায়
৪. অনুরূপা দেবী
৫. পরশুরাম
৬. শ্রীকান্ত শর্মা
৭. সুরেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায় -
তাঁর বিখ্যাত উপন্যাসগুলোর মধ্যে রয়েছে:
-
দেনা-পাওনা
-
বড়দিদি
-
বিরাজ বৌ
-
পণ্ডিতমশাই
-
পরিণীতা
-
চন্দ্রনাথ
-
দেবদাস
-
চরিত্রহীন
-
গৃহদাহ
-
দত্তা
-
পথের দাবী
-
শেষ প্রশ্ন
-
শেষের পরিচয়
-
অতিরিক্ত তথ্য
-
লেখক প্রমথ চৌধুরী তাঁর লেখালেখির জন্য ‘বীরবল’ ছদ্মনাম ব্যবহার করতেন।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা - ড. সৌমিত্র শেখর

0
Updated: 2 months ago