বাংলা সাহিত্যে ভোরের পাখি কে?
A
রবীন্দ্রনাথ ঠাকুর
B
স্বর্ণকুমারী দেবী
C
বিহারীলাল চক্রবর্তী
D
ঈশ্বরচন্দ্র গুপ্ত
উত্তরের বিবরণ
বাংলা সাহিত্যে ‘ভোরের পাখি’ হিসেবে খ্যাত বিহারীলাল চক্রবর্তী। গীতিকবিতার ক্ষেত্রে তিনি রবীন্দ্রনাথের গুরু হিসেবে খ্যাত। রবীন্দ্রনাথ তাকে বাঙলা গীতি কাব্য-ধারার ‘ভোরের পাখি’ বলে আখ্যায়িত করেন। তাঁর প্রকাশিত কাব্যগ্রন্থগুলোর নাম- স্বপ্নদর্শন, সংগীত শতক, বঙ্গসুন্দরী, নিসর্গ সন্দর্শন, বন্ধু বিয়োগ, প্রেম প্রবাহিনী, সারদামঙ্গল, ইত্যাদি।

0
Updated: 1 month ago
'শেষ প্রশ্ন' উপন্যাসের রচয়িতা কে?
Created: 1 month ago
A
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
B
সত্যেন্দ্রনাথ দত্ত
C
রবীন্দ্রনাথ ঠাকুর
D
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
‘শেষ প্রশ্ন’ (উপন্যাস)
-
রচয়িতা: শরৎচন্দ্র চট্টোপাধ্যায়।
-
এতে তিনি নিত্য রূপান্তরশীল মানুষ, জীবন ও সমাজের চলমান আদল তুলে ধরেছেন।
-
প্রেক্ষাপট: বিশ শতকের প্রথমার্ধের মধ্যবিত্ত শিক্ষিত ভারতীয় বাঙালির মন-মানস ও পটভূমি।
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
-
জন্ম: ১৫ সেপ্টেম্বর ১৮৭৬, হুগলি জেলার দেবানন্দপুরে।
-
প্রথম উপন্যাস: ‘বড়দিদি’ (১৯০৭) → প্রকাশিত হয় ভারতী পত্রিকায়।
-
প্রথম প্রকাশিত গল্প: ‘মন্দির’ → এর জন্য তিনি ১৯০৩ সালে কুন্তলীন সাহিত্য পুরস্কার পান।
-
রাজনৈতিক উপন্যাস: ‘পথের দাবী’ (১৯২৬) → ব্রিটিশ সরকার কর্তৃক বাজেয়াপ্ত।

0
Updated: 1 month ago
ত্রিশোত্তর বাংলা কবিতার নব্যধারার আন্দোলনের প্রধান পাঁচজন কবির অন্যতম ছিলেন -
Created: 1 month ago
A
নবীনচন্দ্র সেন
B
বিষ্ণু দে
C
অদ্বৈত মল্লবর্মণ
D
অতুলপ্রসাদ সেন
বিষ্ণু দে
-
জন্ম: ১৯০৯, ১৮ জুলাই, পটলডাঙ্গা, কলকাতা
-
মৃত্যু: ১৯৮২, ৩ ডিসেম্বর, কলকাতা
-
পেশা ও পরিচিতি: কবি, প্রাবন্ধিক, চিত্রসমালোচক, শিল্পানুরাগী
-
সাহিত্যিক প্রভাব:
-
ত্রিশোত্তর বাংলা কবিতার নব্যধারার প্রধান পাঁচজন কবির মধ্যে একজন
-
মার্কসবাদী চেতনায় উদ্বুদ্ধ
-
কবিতায় টি.এস. এলিয়টের প্রভাব প্রতিফলিত
-
-
সম্পাদনা ও প্রকাশনা:
-
‘পরিচয়’ পত্রিকা (১৯৩১–১৯৪৭)
-
‘সাহিত্যপত্র’ (১৯৪৮)
-
প্রধান কাব্যগ্রন্থ
-
উর্বশী ও আর্টেমিস
-
চোরাবালি
-
স্মৃতি সত্তা ভবিষ্যৎ
-
সাত ভাই চম্পা
-
সেই অন্ধকার চাই
-
তুমি শুধু পঁচিশে বৈশাখ
-
রবিকরোজ্জ্বল নিজদেশ
উৎস:
১) বাংলাপিডিয়া
২) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা

0
Updated: 1 month ago
পারস্যের কবি জামী রচিত কাব্যের বাংলা অনুবাদ গ্রন্থ কোনটি?
Created: 3 weeks ago
A
পদ্মাবতী
B
ইউসুফ-জোলেখা
C
গুলে বকাওলী
D
মধুমালতী
ইউসুফ-জোলেখা কাব্যটি শাহ মুহম্মদ সগীর রচিত একটি গুরুত্বপূর্ণ রোমান্টিক প্রণয়োপাখ্যান কাব্যগ্রন্থ এবং বাংলা সাহিত্যে এই ধারার প্রথম কাব্য হিসেবে বিবেচিত। এটি মূলত পারস্যের কবি জামী রচিত 'ইউসুফ জোলেখা' কাব্যের বাংলা অনুবাদ ও স্বাধীন রচনার সংমিশ্রণ।
-
কাব্যের রচনা গৌড়ের সুলতান গিয়াসউদ্দিন আজম শাহ-এর রাজত্বকালে।
-
কাহিনির উৎস: বাইবেল ও কোরান; এছাড়াও ইরানের কবি ফেরদৌসি কাব্য রচনা করেছেন।
-
শাহ মুহম্মদ সগীর কোরান ও ফেরদৌসির সূত্র থেকে কাহিনি গ্রহণ করে ইউসুফ ও জোলেখার প্রেমকাহিনি রচনা করেছেন; তিনি বাইবেল পড়েননি।
-
পরবর্তীতে মধ্যযুগের অন্যান্য কবিরাও ইউসুফ-জোলেখা নিয়ে কাব্য রচনা করেছেন, যেমন আব্দুল হাকিম এবং শাহ মুহম্মদ গরীবুল্লাহ। তবে প্রথম এবং মূল রচয়িতা ছিলেন শাহ মুহম্মদ সগীর।

0
Updated: 3 weeks ago