কোনটি দন্ত্য ধ্বনি?
A
ণ
B
প
C
ত
D
চ
উত্তরের বিবরণ
দন্ত্য ব্যঞ্জন: যেসব ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময়ে জিভের ডগা উপরের পাটির দাঁতে লেগে বায়ুপথে বাধা সৃষ্টি করে, সেগুলোকে দন্ত্য ব্যঞ্জন বলে। তাল, থালা, দাদা, ধান প্রভৃতি শব্দের ত, থ, দ, ধ দন্ত্য ব্যঞ্জনধ্বনির উদাহরণ।

0
Updated: 1 month ago
ভাষার ক্ষুদ্রতম একক কোনটি?
Created: 1 month ago
A
শব্দ
B
ধ্বনি
C
বাক্য
D
অক্ষর
• ভাষার ক্ষুদ্রতম একক - ধ্বনি।
উল্লেখ্য,
- বাক্যের মৌলিক উপাদান/ক্ষুদ্রতম - শব্দ।
- ভাষার মূল উপকরণ/প্রাণ - বাক্য।
- বর্ণ হচ্ছে শব্দের গঠনগত একক।

0
Updated: 1 month ago
ধ্বনি উৎপন্ন হয় মূলত—
Created: 2 weeks ago
A
B
C
D
মানুষের মুখে ধ্বনি উৎপাদনের জন্য যেসব অঙ্গ একসঙ্গে কাজ করে, সেগুলোকে বলা হয় বাগ্যন্ত্র। এই অঙ্গগুলোর সাহায্যে ফুসফুস থেকে নির্গত বায়ু বিভিন্নভাবে রূপান্তরিত হয়ে ধ্বনিতে পরিণত হয়।
বাগ্যন্ত্র:
-
ধ্বনি উচ্চারণে ব্যবহৃত প্রত্যঙ্গসমূহকে একত্রে বাগ্যন্ত্র বলা হয়।
-
এগুলোর মাধ্যমে ফুসফুস থেকে নির্গত বায়ু ঠোঁট পর্যন্ত পৌঁছে বিভিন্ন ধ্বনি তৈরি করে।
-
ফুসফুস থেকে ঠোঁট পর্যন্ত ধ্বনি উৎপাদনে যুক্ত প্রতিটি অঙ্গই বাগ্যন্ত্রের অংশ।
ফুসফুস:
-
ধ্বনি সৃষ্টির মূল উৎস হলো ফুসফুস, কারণ এখান থেকেই বায়ুপ্রবাহ উৎপন্ন হয়।
-
এটি শ্বাস-প্রশ্বাসের কাজ করে, অর্থাৎ বায়ু গ্রহণ ও ত্যাগের মাধ্যমে ধ্বনির জন্য প্রয়োজনীয় চাপ তৈরি করে।
-
মূলত শ্বাস ত্যাগের সময় ধ্বনি উৎপন্ন হয়, যা পরবর্তীতে বাগ্যন্ত্রের সাহায্যে রূপ পায়।

0
Updated: 2 weeks ago
কোনটি ধ্বনি-পরিবর্তনের উদাহরণ নয়?
Created: 2 weeks ago
A
অভিশ্রুতি
B
অন্তর্হতি
C
প্রাতিপদিক
D
ব্যঞ্জন বিকৃতি
প্রাতিপদিক হলো বিভক্তিহীন নাম শব্দ, যা কোনো ধ্বনি পরিবর্তনের উদাহরণ নয়। সাধারণত মুখ, পা, বই ইত্যাদি শব্দকে প্রাতিপদিক বলা হয়।
-
প্রাতিপদিক
-
বিভক্তিহীন নাম শব্দ
-
উদাহরণ: মুখ, পা, বই
-
-
ধ্বনি পরিবর্তন
-
উচ্চারণের সুবিধার জন্য কিছু শব্দের ধ্বনি পরিবর্তিত হয়
-
ধ্বনি পরিবর্তনের প্রধান উদাহরণ: অভিশ্রুতি, অন্তর্হতি, এবং ব্যঞ্জন বিকৃতি
-
-
অভিশ্রুতি
-
বিপর্যস্ত স্বরধ্বনি পূর্ববর্তী স্বরের সঙ্গে মিলিয়ে পরবর্তী স্বরের পরিবর্তন ঘটলে অভিশ্রুতি ঘটে
-
উদাহরণ:
-
করিয়া → কইরিয়া → কইরা
-
শুনিয়া → শুনে
-
বলিয়া → বলে
-
হাটুয়া → হাউটা → হেটো
-
মাছুয়া → মেছাে
-
-
-
অন্তর্হতি
-
শব্দের মধ্যে কোনো ব্যঞ্জনধ্বনি লোপ পেলে তাকে অন্তর্হতি বলা হয়
-
উদাহরণ:
-
ফলাহার → ফলার
-
আলাহিদা → আলাদা
-
ফাল্গুন → ফাগুন
-
-
-
ব্যঞ্জন বিকৃতি
-
শব্দের মধ্যে কোনো ব্যঞ্জনধ্বনি পরিবর্তিত হয়ে নতুন ব্যঞ্জনধ্বনি ব্যবহৃত হলে তাকে ব্যঞ্জন বিকৃতি বলা হয়
-
উদাহরণ:
-
কবাট → কপাট
-
ধােবা → ধােপা
-
ধাইমা → দাইমা
-
-

0
Updated: 2 weeks ago