A
সন্ধি ও সমাস
B
সন্ধি ও কারক
C
সমাস ও পদ
D
প্রত্যয় ও পুরুষ
উত্তরের বিবরণ
সন্ধি ও সমাস নতুন শব্দ গঠন করে। যেমন: সন্ধি: হিম ও আলয় দুইটা আলাদা শব্দ। যদি সন্ধির মাধ্যমে দুইটিকে একত্রিত করা যায়, তাহলে নতুন শব্দ হয় এবং উচ্চারণে সুবিধা হয়। যেমন: হিম + আলয় = হিমালয় সমাস: সমাস এর মাধ্যমে একাধিক শব্দ একসাথে যুক্ত হয়ে নতুন শব্দ গঠিত হয়। যেমন: দোয়াত ও কলম = দোয়াত - কলম

0
Updated: 4 days ago
নিচের কোনটি নিত্য স্ত্রীবাচক শব্দ?
Created: 4 weeks ago
A
ডাইনি
B
সম্রাজ্ঞী
C
মানুষ
D
সভানেত্রী
কতগুলো শব্দ রয়েছে যেগুলো নিত্য স্ত্রীবাচক। এগুলোর কোন পুরুষ বাচক শব্দ নেই। যেমনঃ - ডাইনী, সতীন, সৎমা, এয়ো, দাই, সধবা।

0
Updated: 4 weeks ago
'গরুরগাড়ি' - শব্দটি কোন সমাসের উদাহরণ?
Created: 1 week ago
A
অলুক তৎপুরুষ
B
অলুক দ্বন্দ্ব
C
অলুক বহুব্রীহি
D
কর্মধারয়
অলুক তৎপুরুষ সমাস:
-
সংজ্ঞা: কিছু ক্ষেত্রে বিভক্তি লোপ পায় না এবং সমাসযুক্ত শব্দগুলো একত্রিত হয়ে উচ্চারণ ও অর্থের স্বতন্ত্রতা বজায় রাখে। এ ধরনের তৎপুরুষ সমাসকে অলুক তৎপুরুষ বলা হয়।
-
উদাহরণ:
-
তেলে ভাজা → তেলেভাজা
-
গরুর গাড়ি → গরুরগাড়ি
-
খেলার মাঠ → খেলারমাঠ
-
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ), ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ

0
Updated: 1 week ago
’মোড়ক’ শব্দের সঠিক প্রকৃত-প্রত্যয় কোনটি?
Created: 6 days ago
A
√মুড় + অক
B
√মুড় + ওক
C
√মোড় + অক
D
√মূড় + অক
“অক” কৃৎ-প্রত্যয় যোগে শব্দ গঠন
উদাহরণ:
-
√মুড় + অক = মোড়ক
-
√ঝল্ + অক = ঝলক
উল্লেখ্য
-
ক্রিয়ামূল বা ধাতু-কে বলা হয় ক্রিয়া-প্রকৃতি বা প্রকৃতি।
-
ক্রিয়া-প্রকৃতির সঙ্গে যে ধ্বনি বা ধ্বনিসমষ্টি যুক্ত হয়, তাকে বলে কৃৎ-প্রত্যয়।
উদাহরণ:
চল্ (ক্রিয়া-প্রকৃতি) + অন (কৃৎ-প্রত্যয়) = চলন (বিশেষ্য পদ)।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম ও দশম শ্রেণি, ২০১৯ সালের সংস্করণ

0
Updated: 6 days ago