A
অন্তরীক্ষ
B
বিভু
C
প্রভাকর
D
সুধাকর
উত্তরের বিবরণ
‘আকাশ’ শব্দের সমার্থক শব্দ: খলোক, ব্যোম, নভঃ, অন্তরীক্ষ, দ্যুলোক, শূণ্য, নভোমণ্ডল ইত্যাদি। অন্যদিকে, ‘বিভু’ শব্দের অর্থ— আল্লাহ, ঈশ্বর; বিধাতা। ‘প্রভাকর’; ‘সূর্য’ শব্দের সমার্থক শব্দ ‘সুধাকর’; ‘চাঁদ’ শব্দের সমার্থক শব্দ।

0
Updated: 4 days ago
কোনটি ‘সূর্য’ – এর সমার্থক শব্দ নয়?
Created: 4 days ago
A
তপন
B
প্রভাকর
C
অর্ক
D
অর্ণব
সূর্য শব্দের সমার্থক শব্দ হলো - দিবাকর, প্রভাকর, মিহির, ইত্যাদি।

0
Updated: 4 days ago
কোন শব্দটি ঘোড়ার সমার্থক?
Created: 4 days ago
A
তুরঙ্গ
B
ভূজঙ্গ
C
কুরঙ্গ
D
বিহঙ্গ
যেসকল শব্দ একই অর্থ প্রকাশ করে, তাদের সমার্থক বা একার্থক শব্দ বলে। রচনার মাধুর্য সৃষ্টির জন্য অনেক সময় একটা অর্থকেই বিভিন্ন বাক্যে বিভিন্ন শব্দ দ্বারা প্রকাশ করা প্রয়োজন হয়।
‘অশ্ব’ শব্দের সমার্থক শব্দ: ঘোড়া, ঘোটক, হয়, বাহ, বাজী, তুরঙ্গ, মতুরগ, সৈন্ধব, বাহনশ্রেষ্ঠ, হ্রেষী, মরুদ্রথ, ঘোটকী, তুরঙ্গ, বামী, টাঙ্গন, বড়বা ইত্যাদি। গুরুত্বপূর্ণ কিছু সমার্থক শব্দ: ‘অর্ক’ শব্দের সমার্থক শব্দ- সূর্য, তপন, আদিত্য, দিবাকর, ভাস্কর, ভানু, মার্তণ্ড, রবি, সবিতা ইত্যাদি।
‘তিমির’ শব্দের সমার্থক শব্দ- অন্ধকার, আঁধার, তমসা ইত্যাদি। ‘অম্বর’ শব্দের সমার্থক শব্দ- আকাশ, গগন, নভঃ, ব্যোম ইত্যাদি। কুঞ্জর সমার্থক শব্দ- হস্তী- হাতি, গজ, নাগ, মাতঙ্গ, কুঞ্জর, বারণ, দন্তী, দ্বিপ, দ্বিরদ।

0
Updated: 4 days ago
হাতি শব্দের সমর্থক নয় কোনটি?
Created: 8 hours ago
A
উরগ
B
কুঞ্জর
C
বারন
D
হস্তী
হাতি শব্দটির সমার্থক শব্দ বা পতিশব্দ: গজ, হস্তী, করী, দ্বিপ, বারণ, মাতঙ্গ, কুঞ্জর, দন্তী, দ্বিরদ, নাগ, দন্তাবল, ইরম্মদ, নগজ, করেণু, পিল, রদী, রদনী, মাকনা ।

0
Updated: 14 minutes ago