A
এক সেকেন্ড বিপরীত প্রয়োজন
B
এক যে সময় লাগে
C
এক বলার দ্বিগুণ সময়
D
দুই সেকেন্ড
উত্তরের বিবরণ
বাক্যের পরিসমাপ্তি বোঝাতে দাঁড়ি বা পূর্ণচ্ছেদ ব্যবহার করতে হয়। যথা - চুয়াডাঙ্গায় বাংলাদেশের প্রথম ডাকঘর স্থাপতি হয়। দাঁড়ি বা পূর্ণচ্ছেদের বিরতিকাল এক সেকেন্ড। জিজ্ঞাসা চিহ্ন (?), বিস্ময় চিহ্ন (!) কোলন (:) কোলন ড্যাস (: -) ও ড্যাস (-) থাকলে এক সেকেন্ড থামতে হয়।

0
Updated: 4 days ago
কমা (Comma)- এর বাংলা কী?
Created: 2 weeks ago
A
পূর্ণচ্ছেদ
B
দৃষ্টান্তছেদ
C
পাদচ্ছেদ
D
অর্ধচ্ছেদ
কমা (,) হলো একটি বিরামচিহ্ন।
এর কাজ হলো বাক্যের মধ্যে অল্প বিরতি বা থামা বোঝানো।
বাংলা ভাষায় Comma (,)-কে "অর্ধচ্ছেদ" বলা হয়।
কেন "অর্ধচ্ছেদ"?
-
কারণ "পূর্ণচ্ছেদ (।)" সম্পূর্ণ বিরতি নির্দেশ করে।
-
আর কমা (,) নির্দেশ করে আংশিক বিরতি বা অর্ধেক ছেদ।
-
তাই একে অর্ধচ্ছেদ বলা হয়।

0
Updated: 2 weeks ago
কোনটি 'কোলন'?
Created: 4 weeks ago
A
;
B
:
C
=
D
'' ''
(:) কোলন চিহ্ন।
--------------
• কোলন:
একটি অপূর্ণ বাক্যের পর অন্য একটি বাক্য লিখতে হলে কোলন ব্যবহার করতে হয়।
যেমন:
- 'সভায় ঠিক করা হল: এক মাস পর আবার সভা অনুষ্ঠিত হবে।'
নিম্নলিখিত স্থানে কোলন ব্যবহৃত হয় -
- বাক্যে কোনো প্রসঙ্গ অবতারণার আগে কোলন বসে। যেমন- শপথ নিলাম: পাশ করবই।
- কটা বাজে কত মিনিট তা সংখ্যায় নির্দেশ করতে। যেমন- ৭: ২০।
- নাটকের চরিত্রের পরে ও সংলাপের আগে। যেমন- রাজা: উজিররা সবাই এসে হাসির হও।
- গণিতে অনুপাত বোঝাতে কোলন বসে। যেমন- ৫:৩।
অন্যদিকে,
• (;) সেমিকোলন চিহ্ন।
• (=) সমান চিহ্ন।
• ('' '') উদ্ধরণ চিহ্ন।
উৎস: উচ্চমাধ্যমিক বাংলা দ্বিতীয় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

0
Updated: 4 weeks ago
বিরাম চিহ্ন ব্যবহৃত হয় না—
Created: 8 hours ago
A
বাক্যের অর্থ সহজভাবে বোঝাতে
B
বক্তার মেজাজকে স্পষ্ট করতে
C
শ্বাস বিরতির জায়গা দেখাতে
D
বাক্যকে অলংকৃত করতে
বাক্যের অর্থ সহজভাবে বোঝাতে, শ্বাস বিরতির জায়গা দেখাতে, বাক্যকে অলংকৃত করতে, ইত্যাদি ক্ষেত্রে বিরাম চিহ্ন ব্যবহৃত হয়।

0
Updated: 7 minutes ago