‘বীণাপাণি’ কোন সমাস?
A
দ্বন্দ্ব সমাস
B
কর্মধারয় সমাস
C
তৎপুরুষ সমাস
D
বহুব্রীহি সমাস
উত্তরের বিবরণ
যে বহুব্রীহি সমাসে সমস্যমান পদের দুটিই বিশেষ্যপদ হয়, তাকে বলে ব্যাধিকরণ বহুব্রীহি সমাস। যেমন - বীণা পানিতে যার = বীণাপাণি। আশীতে (দাঁতে) বিষ যার = আশীবিষ। দু কান কাটা যার = দুকানকাটা

0
Updated: 1 month ago
"মনমাঝি" শব্দটি কোন সমাস?
Created: 1 week ago
A
উপমান কর্মধারয়
B
উপমিত কর্মধারয়
C
মধ্যপদলোপী কর্মধারয়
D
রূপক কর্মধারয়
রূপক কর্মধারয় সমাস এমন এক ধরনের সমাস যেখানে উপমেয় পদের সঙ্গে উপমান পদের অভেদ কল্পনা করা হয়। অর্থাৎ, তুলনার মাধ্যমে দুটি বস্তুকে এক করে দেখা হয়। এই কারণে একে রূপক কর্মধারয় বলা হয়। এতে তুলনাটি সরাসরি নয়, বরং কল্পনানির্ভর ও অর্থগভীর হয়।
-
রূপক কর্মধারয় সমাসের উদাহরণ:
-
বিষাদ রূপ সিন্ধু = বিষাদসিন্ধু
-
মন রূপ মাঝি = মনমাঝি
-
অন্যদিকে, কর্মধারয় সমাসের আরও কিছু বিশেষ প্রকার রয়েছে, যেগুলোর গঠন ও অর্থে পার্থক্য দেখা যায়।
-
উপমান কর্মধারয় সমাস:
যার সঙ্গে তুলনা করা হয়, সেই পদকে উপমান বলে। কিছু কর্মধারয় সমাসে উপমান পদের সঙ্গে গুণবাচক শব্দের সমাস ঘটে, একে উপমান কর্মধারয় বলে।
উদাহরণ: কাজলের মতো কালো = কাজলকালো -
উপমিত কর্মধারয় সমাস:
যাকে তুলনা করা হয়, তাকে উপমেয় বলে। কিছু কর্মধারয় সমাসে উপমেয় পদের সঙ্গে উপমান পদের সমাস ঘটে, একে উপমিত কর্মধারয় বলা হয়।
উদাহরণ: পুরুষ সিংহের ন্যায় = সিংহপুরুষ -
মধ্যপদলোপী কর্মধারয় সমাস:
কিছু কর্মধারয় সমাসে সমস্যমান পদের মধ্যবর্তী এক বা একাধিক পদ লোপ পায়, অর্থাৎ বাদ পড়ে যায়। একে মধ্যপদলোপী কর্মধারয় সমাস বলে।
উদাহরণ: ঘি মাখানো ভাত = ঘিভাত

0
Updated: 1 week ago
‘চির অশান্তি’ অর্থে কোন বাগধারাটি যথোপযুক্ত?
Created: 1 month ago
A
ভরাডুবি
B
রাবণের চিতা
C
জগদ্দল পাথর
D
ঢাকের বায়া
চির অশান্তি এর অর্থ হচ্ছে "রাবণের চিতা " যা কখন ও শেষ হয় না এটা বোঝানো হয়েছে।

0
Updated: 1 month ago
যে সমাসে সমস্যমান প্রত্যেকটি পদের অর্থের সমান প্রাধান্য থাকে তাকে কোন সমাস বলে?
Created: 1 month ago
A
দ্বন্দ্ব
B
দ্বিগু
C
তৎপুরুষ
D
বহুব্রীহি
যে সমাসে প্রতিটি সমস্যমান পদের অর্থের সমান প্রাধান্য থাকে এবং ব্যাসবাক্যে একটি সংযোজক অব্যয় (কখনো বিয়োজক) দ্বারা যুক্ত থাকে, তাকে দ্বন্দ্ব সমাস বলে। যেমন: তাল ও তমাল= তাল-তমাল, যে সমাসের পূর্বপদ সংখ্যাবাচক এবং সমাসটি সমাহার বা সমষ্টি অর্থ প্রকাশ করে, তাকে দ্বিগু সমাস বলা হয়। যেমনঃ পঞ্চ নদের সমাহার- পঞ্চনদ।

0
Updated: 1 month ago