কাঁদ + না – এটি কোন সন্ধি?
A
স্বরসন্ধি
B
ব্যঞ্জন সন্ধি
C
খাঁটি বাংলা সন্ধি
D
বিসর্গ সন্ধি
উত্তরের বিবরণ
কাঁদ + না = কান্না শব্দটি ব্যঞ্জনসন্ধি সাধিত । স্বরে আর ব্যঞ্জনে, ব্যঞ্জনে আর ব্যঞ্জনে এবং ব্যঞ্জনে আর স্বরে মিলিত হয়ে যে সন্ধি হয় তাকে ব্যঞ্জন সন্ধি বলে। বাংলা ব্যঞ্জন সন্ধি সমীভবন (Assimilation) - এর নিয়মেই হয়ে থাকে। আর তাও মূলত কথ্য রীতিতে সীমাবদ্ধ। যেমন - সুপ + অন্ত = সুবন্ত, পরি + ছদ = পরিচ্ছদ, সৎ + চিন্তা = সচ্চিন্তা।

0
Updated: 1 month ago
'প্রাতরাশ'-এর সন্ধি-
Created: 3 months ago
A
প্রাত + রাশ
B
প্রাতঃ + রাশ
C
প্রাতঃ + আশ
D
প্রাত + আশ
• বিসর্গসন্ধির নিয়ম:
অন্তঃ, পুনঃ, প্রান্তঃ ইত্যাদির পর স্বরধ্বনি থাকলে সন্ধির ফলে বিসর্গ র হয়ে পরবর্তী স্বরধ্বনির সঙ্গে যুক্ত হয়।
যেমন:
- অন্তঃ + অঙ্গ = অন্তরঙ্গ,
- প্রাতঃ + আশ = প্রাতরাশ,
- অন্তঃ + আত্মা = অন্তরাত্মা,
- অন্তঃ + ইত = অন্তরিত,
- অন্তঃ + ইন্দ্রিয় = অন্তরিন্দ্রিয়,
- অন্তঃ + ঈক্ষ = অন্তরীক্ষ,
- অন্তঃ+ ঈপ = অন্তরীপ,
- পুনঃ + উত্থান = পুনরুত্থান,
- পুনঃ+ উক্তি = পুনরুক্তি,
- পুনঃ + অধিকার = পুনরধিকার।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।

0
Updated: 3 months ago
'মস্যাধার' এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
Created: 1 month ago
A
মস্যা + ধার
B
মসি + আধার
C
মসী + ধার
D
মসী + আধার
'মস্যাধার' শব্দের সঠিক সন্ধি-বিচ্ছেদ
-
মসী + আধার = মস্যাধার
🔹 সন্ধির নিয়ম
-
ই-কার (◌ি) বা ঈ-কার (◌ী)-এর পর ই বা ঈ ছাড়া অন্য কোনো স্বর এলে, ই/ঈ স্থলে য/য-ফলা বসে।
-
এই য-ফলা পূর্ববর্তী ব্যঞ্জনের সঙ্গে যুক্ত হয়।
📌 সূত্র: [ ঈ + আ = য্ + আ ]
উদাহরণ:
-
মসী + আধার = মস্যাধার
তথ্যসূত্র:
-
বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)
-
ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ

0
Updated: 1 month ago
নিপাতনে সিদ্ধ সন্ধির দৃষ্টান্ত কোনটি?
Created: 3 weeks ago
A
গায়ক
B
গবাদি
C
গবেষণা
D
গোষ্পদ
নিপাতনে সিদ্ধ ব্যঞ্জনসন্ধি হলো সেইসব সন্ধি যেগুলো কোনো নির্দিষ্ট নিয়ম অনুসরণ না করেই গঠিত হয়।
কিছু উদাহরণ:
-
আ + চর্য = আশ্চর্য
-
গো + পদ = গোষ্পদ
-
আ + পদ = আস্পদ
-
পর + পর = পরস্পর
-
ষট্ + দশ = ষোড়শ
-
এক + দশ = একাদশ
-
হরি + চন্দ্র = হরিশ্চন্দ্র
-
পতৎ + অঞ্জলি = পতঞ্জলি
অন্যদিকে, কিছু ব্যঞ্জনসংযোগের ক্ষেত্রে নির্দিষ্ট নিয়ম প্রয়োগ হয়:
-
এ, ঐ, ও, ঔ-কারের পরে এ বা ঐ স্থানে যথাক্রমে অয়, আয়, এবং ও বা ঔ স্থানে যথাক্রমে অব্, আব্ হয়ে থাকে।
উদাহরণ: -
গৈ + অক = গায়ক
-
গো + আদি = গবাদি
-
গো + এষণা = গবেষণা
-
পো + ইত্র = পবিত্র

0
Updated: 3 weeks ago