A
কৌতুহল
B
কৌতূহল
C
কাংখিত
D
শ্রদ্ধাঞ্জলী
উত্তরের বিবরণ
কৌতুহল শব্দের শুদ্ধ রুপ কৌতূহল, কাংখিত শব্দের শুদ্ধরুপ কাঙ্ক্ষিত, শ্রদ্ধাঞ্চলী শব্দের শুদ্ধ রুপ শ্রদ্ধাঞ্জলি।

0
Updated: 4 days ago
নিচের কোন বানানটি শুদ্ধ?
Created: 1 week ago
A
মনীষী
B
মনিষি
C
মনীষি
D
মনিষী
শুদ্ধ বানান: মনীষী।
• মনীষী (বিশেষণ পদ),
-এটি একটি সংস্কৃত শব্দ।
- প্রকৃতি প্রত্যয়: মনীষা+ইন্।
অর্থ:
- তীক্ষ্ণধী,
- বিদ্বান,
- প্রতিভাসম্পন্ন।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

0
Updated: 1 week ago
নিচের কোন বানানটি শুদ্ধ?
Created: 2 days ago
A
আকৃষ্ট
B
আকৃস্ট
C
আকৃষ্ঠ
D
অকৃষ্ট
বাংলা
বাক্য শুদ্ধিকরণ
বানান শুদ্ধিকরণ
বাংলা উপন্যাস
বাংলা ব্যকরণ
বাংলা ভাষা (ব্যাকরণ)
No subjects available.
শুদ্ধ বানান: আকৃষ্ট
🔹 শব্দতত্ত্ব
-
মূল: সংস্কৃত
-
গঠন: আ + √কৃষ + ত
🔹 পদপরিচয়
-
শ্রেণি: বিশেষণ
🔹 অর্থ
-
আকর্ষণ করা হয়েছে এমন
-
প্রলুব্ধ
-
মুগ্ধ
তথ্যসূত্র: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমী

0
Updated: 2 days ago
কোনটি শুদ্ধ বানান?
Created: 4 weeks ago
A
আলস্যতা
B
অলস্য
C
আলস্য
D
আলসতা
আলস্য (বিশেষ্য): কাজকর্মে অনিচ্ছা বা কর্মবিমুখতার মানসিকতা বোঝাতে ব্যবহৃত হয়।
-
অন্যান্য বিকল্পগুলো (যেমন: আলস্যতা, অলস্য, আলসতা) ভুল বা প্রচলিত ভুল রূপ।
তাই “আলস্য”-ই বাংলা একাডেমি অনুসারে শুদ্ধ বানান।

0
Updated: 4 weeks ago