কোন শব্দটি ‘সিক্ত’র বিপরীত?
A
অর্জন
B
বর্জন
C
শুষ্ক
D
তীব্র
উত্তরের বিবরণ
একটি শব্দ যখন অন্য একটি শব্দের বিপরীত অবস্থানে থাকে বা বিপরীত অর্থ প্রকাশ করে, তখন তাকে বিপরীত শব্দ বলে। যেমন - অর্জন - বর্জন, সিক্ত - শুষ্ক, তীব্র - লঘু ইত্যাদি।

0
Updated: 1 month ago
‘খাতক’-এর বিপরীত শব্দ কোনটি?
Created: 2 months ago
A
ঘাতক
B
স্বজন
C
মহাজন
D
কুজন
খাতক এর বিপরীত শব্দ মহাজন, কুজন - সুজন

0
Updated: 2 months ago
'ক্ষণদা' শব্দের অর্থ কী?
Created: 1 month ago
A
রাত্রি
B
চুল
C
চোখ
D
প্রভাত
• 'রাত্রি'র সমার্থক শব্দ: রাজনী; যামিনী; রাত; নিশা; নিশীথিনী; ক্ষণদা; শর্বরী; বিভাবরী।

অন্যদিকে,
-------------------
• 'চুল' শব্দের সমার্থক শব্দ: কেশ, অলক, চিকুর, কুন্তল, কবরী।
• 'চোখ' শব্দের সমার্থক শব্দ: চক্ষু, নয়ন, আঁখি, অক্ষি, নেত্র, লোচন।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ) এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

0
Updated: 1 month ago
‘তেজি’ শব্দের বিপরীত শব্দ কোনটি?
Created: 2 weeks ago
A
দুর্বল
B
নিস্তেজ
C
সতেজ
D
রুগ্ণ
‘তেজি’ শব্দের অর্থ হলো শক্তিশালী, প্রাণবন্ত, জোরালো, কর্মক্ষম ও উদ্যমশীল।
-
এর বিপরীত অর্থ প্রকাশ করে এমন শব্দ হলো ‘নিস্তেজ’, যার মানে দুর্বল, প্রাণশক্তিহীন, উদ্যমহীন, শক্তিহীন।
অন্য বিকল্পগুলো কেন সঠিক নয়:
-
দুর্বল: শারীরিক বা মানসিক শক্তি কম বোঝালেও সরাসরি "তেজি"-এর বিপরীত নয়।
-
সতেজ: এটি "তাজা", "প্রাণবন্ত"— যা তেজির সমার্থক ধরণের অর্থ বহন করে।
-
রুগ্ণ: অসুস্থ বা অসুস্থতাজনিত দুর্বলতা বোঝায়, যা "তেজি"-এর সরাসরি বিপরীত নয়।
তাই, ‘তেজি’-এর বিপরীত শব্দ হলো ‘নিস্তেজ’।

0
Updated: 2 weeks ago