ক্রিয়া, সর্বনাম ও অনুসর্গের পূর্ণরূপ ব্যবহৃত হয়-
A
চলিত ভাষারীতিতে
B
সাধু ভাষারীতিতে
C
সমাজ উপভাষায়
D
আঞ্চলিক উপভাষায়
উত্তরের বিবরণ
সংস্কৃত ভাষা থেকে উৎপন্ন ভাষাকে সাধু ভাষা হিসেবে অভিহিত করা হয়। সাধুরীতি ব্যাকরণের নির্দিষ্ট নিয়ম অনুসরণ করে এবং পদবিন্যাস সুনিয়ন্ত্রিত। এ রীতিতে সর্বনাম, ক্রিয়া, ও অনুসর্গে র পূর্ণ রূপ ব্যবহার করা হয়। যেমন: আসিয়া (সাধু > এস (চলিত); তাহাকে (সাধু) তাকে (চলিত); অপেক্ষা (সাধু) > চেয়ে (চলিত)।

0
Updated: 1 month ago
'ই' উচ্চারণের সময়ে জিভের অবস্থান-
Created: 3 weeks ago
A
উচ্চ-সম্মুখ
B
নিম্ন-সম্মুখ
C
নিম্ন-পশ্চাৎ
D
উচ্চ-পশ্চাৎ
স্বরধ্বনিকে উচ্চারণের সময় জিভের উচ্চতা, জিভের সম্মুখ-পশ্চাৎ অবস্থান এবং ঠোঁটের উন্মুক্তি অনুযায়ী ভাগ করা হয়।
জিভের উচ্চতা অনুযায়ী:
-
উচ্চ: ই, উ
-
উচ্চ-মধ্য: এ, ও
-
নিম্ন-মধ্য: আ্যা, অ
-
নিম্ন: আ
জিভের সম্মুখ-পশ্চাৎ অবস্থান অনুযায়ী:
-
সম্মুখ: ই, এ, আ্যা
-
মধ্য: আ
-
পশ্চাৎ: উ, ও, অ

0
Updated: 2 weeks ago
১৭) 'রপ্তানি' শব্দটি কোন ভাষা থেকে আগত?
Created: 2 months ago
A
তুর্কি
B
ফরাসি
C
পর্তুগিজ
D
ফারসি
রপ্তানি [বিশেষ্য পদ]
-
এটি একটি ফারসি ভাষার শব্দ।
-
অর্থ: বিক্রয়ের উদ্দেশ্যে পণ্যদ্রব্য বিদেশে প্রেরণ।
‘ফারসি’ ভাষার আরও কিছু শব্দ
খোদা, গুনাহ, দোজখ, ফেরেশতা, আমদানি, জিন্দা, রপ্তানি, বেহেশত, নমুনা, রোজা, হাঙ্গামা ইত্যাদি।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান

0
Updated: 2 months ago
‘শূদ্র’ শব্দের নারীবাচক রূপ কোনটি?
Created: 3 weeks ago
A
শূধা
B
শূদ্রাণী
C
শূদ্রিনী
D
শূদ্রিয়া
ভিন্ন ভিন্ন প্রত্যয়যোগে গঠিত নারীবাচক শব্দের অর্থপার্থক্য:
-
একই পুরুষবাচক শব্দের একাধিক নারীবাচক রূপ হতে পারে, এবং প্রত্যেকটির অর্থ আলাদা হতে পারে।
উদাহরণ:
-
আচার্য
-
আচার্যা: অধ্যাপিকা
-
আচার্যানী: আচার্যের স্ত্রী
-
-
ক্ষত্রিয়
-
ক্ষত্রিয়া / ক্ষত্রিয়াণী: ক্ষত্রিয় রমণী
-
ক্ষত্রিয়ী: ক্ষত্রিয়ের স্ত্রী
-
-
চণ্ড
-
চণ্ডা: কোপন স্বভাবের নারী
-
চন্ডী: দেবী দুর্গা
-
-
প্রাজ্ঞ
-
প্রাজ্ঞা: প্রজ্ঞাবতী মহিলা
-
প্রাজ্ঞী: প্রজ্ঞাবানের স্ত্রী
-
-
বৈশ্য
-
বৈশ্যা: বৈশ্য নারী
-
বৈশ্যানী: বৈশ্যের স্ত্রী
-
-
শূদ্র
-
শূদ্রা: শূদ্র জাতীয় নারী
-
শূদ্রাণী: শূদ্রের পত্নী
-

0
Updated: 2 weeks ago