বাগযন্ত্রের অংশ নয়-
A
দাঁত
B
তালু
C
কান
D
নাক
উত্তরের বিবরণ
উচ্চারণ কার্যের সঙ্গে যুক্ত ইন্দ্রিয়সমূহ ১. ঠোঁট, ওষ্ঠ ২. দাঁতের পাটি ৩. দন্তমূল, অগ্র দন্তমূল ৪. অগ্রতালু, শক্ত তালু ৫. পশ্চাত্তালু, নরম তালু, মূর্ধা ৬. আলজিভ ৭. জিহ্বাগ্র ৮. সম্মুখ জিহ্বা ৯. পশ্চাদ জিহ্বা, জিহ্বামূল ১০. নাসা - গহ্বর ১১. স্বর - পল্লব, স্বরতন্ত্রী ও ১২. ফুসফুস।

0
Updated: 1 month ago
১৯৮৫ সালে নাসির উদ্দিন স্বর্ণপদক কে পান?
Created: 1 month ago
A
সৈয়দ আলী আহসান
B
সৈয়দ ওয়ালীউল্লাহ
C
সৈয়দ শামসুল হক
D
সিকান্দার আবু জাফর
সৈয়দ আলী আহসান
-
তিনি একজন প্রখ্যাত অধ্যাপক ও লেখক ছিলেন।
-
তাঁর পিতা সৈয়দ আলী হামেদ ছিলেন স্কুল ইন্সপেক্টর।
-
তিনি ঢাকা, চট্টগ্রাম ও করাচি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন এবং পরে রাজশাহী ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন।
-
কবিতায় তাঁর অবদানের জন্য তিনি বিভিন্ন সম্মাননা লাভ করেছেন, যেমন: বাংলা একাডেমি পুরস্কার (১৯৬৭), সুফী মোতাহের হোসেন স্বর্ণপদক (১৯৬৭), একুশে পদক (১৯৮৩), মধুসূদন স্বর্ণপদক (১৯৮৫) ও নাসিরউদ্দিন স্বর্ণপদক।
কাব্যগ্রন্থ:
-
অনেক আকাশ
-
একক সন্ধ্যায় বসন্ত
-
সহসা সচকিত
-
উচ্চারণ
-
আমার প্রতিদিনের শব্দ
-
সমুদ্রেই যাবো
প্রবন্ধ ও গবেষণাগ্রন্থ:
-
কবিতার কথা
-
নজরুল ইসলাম
-
রবীন্দ্র কাব্যবিচারের ভূমিকা
-
কবিতার কথা ও অন্যান্য বিবেচনা
আত্মজীবনী:
-
আমার সাক্ষ্য
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর; বাংলাপিডিয়া

0
Updated: 1 month ago
‘মানুষের মৃত্যু হলে তবুও মানব থেকে যায়’- কে রচনা করেন এই কাব্যাংশ?
Created: 1 month ago
A
সুধীন্দ্রনাথ দত্ত
B
প্রেমেন্দ্র মিত্র
C
সমর সেন
D
জীবনানন্দ দাশ
‘মানুষের মৃত্যু হলে তবুও মানব থেকে যায়’ এই কবিতাংশটির রচয়িতা হলেন জীবনানন্দ দাশ। এটি তাঁর গ্রন্থ ‘জীবনানন্দ দাশের শ্রেষ্ঠ কবিতা’ (১৯৫৪)-এ সংকলিত হয়েছে। কবিতায় মানুষের মৃত্যু হলেও তার মানবিক চেতনা ও প্রভাব অদৃশ্য হয় না, অতীতের জীবনের অভিজ্ঞতা আজকের মানুষের কাছে প্রেরণা এবং চেতনার পরিমাপ হিসেবে আসে।কবিতায় জীবনের ভিড়ের অতীতের ক্ষয়, মৃত্যুর পর অন্ধকারে হারিয়ে যাওয়া বিষয়গুলো সংক্ষেপে ।
জীবনানন্দ দাশ
-
জীবনানন্দ দাশ আধুনিক যুগের এবং ত্রিশের দশকের অন্যতম কবি।
-
তিনি ১৮৯৯ সালে বরিশালে জন্মগ্রহণ করেন। তাঁদের আদি নিবাস ছিল বিক্রমপুরের গাওপাড়া গ্রামে।
-
পিতা সত্যানন্দ দাশ ছিলেন স্কুলশিক্ষক ও সমাজসেবক এবং ব্রহ্মবাদী পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক।
-
মাতা কুসুমকুমারী দাশ ছিলেন একজন বিখ্যাত কবি।
-
রবীন্দ্রনাথ ঠাকুর জীবনানন্দ দাশের কবিতাকে “চিত্ররূপময়” কবিতা হিসেবে আখ্যায়িত করেছেন।
-
জীবনানন্দ দাশকে বলা হয়ে থাকে - ধূসরতার কবি, তিমির হননের কবি, নির্জনতার কবি, রূপসী বাংলার কবি।
জীবনানন্দ দাশের রচিত উপন্যাস:
-
মাল্যবান
-
সতীর্থ
জীবনানন্দ দাশের রচিত কাব্যগ্রন্থ:
-
ঝরাপালক
-
ধূসর পাণ্ডুলিপি
-
বনলতা সেন
-
মহাপৃথিবী
-
সাতটি তারার তিমির
-
রূপসী বাংলা
-
বেলা অবেলা কালবেলা

0
Updated: 1 month ago
‘পায়ের আওয়াজ পাওয়া যায়’ কী ধরনের রচনা?
Created: 2 months ago
A
ছোটগল্প
B
কাব্যনাটক
C
উপন্যাস
D
পত্রপন্যাস
পায়ের আওয়াজ পাওয়া যায় সৈয়দ শামসুল হক রচিত একটি কাব্যনাট্য। এখানে মুক্তিযুদ্ধকে মহাকাব্যিক ব্যঞ্জনায় তুলে ধরা হয়েছে। নাটকটিতে ১৯৭১ সালের বাংলাদেশ শত্রু মুক্ত হওয়ার সময়কালে একটি প্রত্যন্ত গ্রামের চিত্র তুলে ধরা হয়েছে।
পায়ের আওয়াজ পাওয়া যায় মূলত মুক্তিযোদ্ধাদের আগমনের পদধ্বনি। তাঁর রচিত অন্যান্য কাব্যনাট্য নূরলদীনের সারাজীবন, এখানে এখন, গণনায়ক, বাংলার মাটি বাংলার জল ইত্যাদি।

0
Updated: 2 months ago