নিচের কোন শব্দটি শুদ্ধ?
A
কৌতুহল
B
কৌতূহল
C
কাংখিত
D
শ্রদ্ধাঞ্জলী
উত্তরের বিবরণ
কৌতুহল শব্দের শুদ্ধ রুপ কৌতূহল, কাংখিত শব্দের শুদ্ধরুপ কাঙ্ক্ষিত, শ্রদ্ধাঞ্চলী শব্দের শুদ্ধ রুপ শ্রদ্ধাঞ্জলি।

0
Updated: 1 month ago
বাংলা একাডেমির প্রমিত বানানরীতি অনুযায়ী নিচের কোন শব্দটির বানান ভুল?
Created: 5 days ago
A
কিংবদন্তি
B
যুবতি
C
কাহিনী
D
মন্ত্রিত্ব
‘কাহিনি’ শব্দটি হিন্দি উৎসজাত শব্দ, যার অর্থ গল্প বা আখ্যান। এর সঠিক বানানে হ্রস্ব ই (ি) কার ব্যবহৃত হবে, অর্থাৎ ‘কাহিনি’— ‘কাহিনী’ নয়। বাংলা উচ্চারণরীতি ও বানানরীতির সামঞ্জস্য রক্ষায় একাডেমিকভাবে এই রূপটিই স্বীকৃত।
-
‘কাহিনি’ শব্দটি হিন্দি ‘कहानी’ (কাহানি) থেকে আগত, যেখানে মূল অর্থ— বলা বা বর্ণনা করা বিষয়।
-
বাংলা ভাষায় শব্দটি রূপান্তরিত হয়ে গল্প, উপাখ্যান বা বর্ণনাধর্মী আখ্যান বোঝাতে ব্যবহৃত হয়।
-
একইভাবে অন্যান্য সঠিক বানানগুলো হলো —
-
যুবতি (না যৌবতী)
-
কিংবদন্তি (না কিংবদন্তী)
-
মন্ত্রিত্ব (না মন্ত্রীত্ব)
-
-
এসব ক্ষেত্রে হ্রস্ব ই বা ই-কারের ব্যবহারই শুদ্ধ রূপ, যা বাংলা একাডেমি অনুমোদিত বানানরীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

0
Updated: 5 days ago
শুদ্ধ বানান -
Created: 1 week ago
A
কিংকর্তব্যবীমূঢ়
B
কিংকর্তব্যবিমুঢ়
C
কিংকর্তব্যবিমূঢ়
D
কিংকর্তব্যবিমূড়
-
শুদ্ধ বানান: কিংকর্তব্যবিমূঢ়
-
এটি সংস্কৃত শব্দ এবং একটি বিশেষণ পদ।
-
শব্দের অর্থ: কর্তব্য নিরূপণে অক্ষম।

0
Updated: 1 week ago
নিচের কোন বানানটি শুদ্ধ?
Created: 3 weeks ago
A
পিপীলিকা
B
পিপিলিকা
C
পীপিলীকা
D
পিপীলীকা
পিপীলিকা শব্দটি এসেছে সংস্কৃত "পিপীলিকা" থেকে, যার অর্থ পিঁপড়া।
-
বাংলা বানানে এটি "পিপীলিকা" রূপে শুদ্ধ।
-
অন্যান্য রূপ যেমন—
-
পিপিলিকা (একটি ই-কার বাদ দেওয়ায় ভুল)
-
পীপিলীকা (অতিরিক্ত ঈ-কার ব্যবহারে ভুল)
-
পিপীলীকা (শেষে ঈ-কার দেওয়া ভুল)
-
তাই বাংলা ব্যাকরণ ও শুদ্ধ বানান অনুসারে শুদ্ধ রূপ হলো — পিপীলিকা।

0
Updated: 3 weeks ago