A
সর্বজনীন
B
সার্বজনীন
C
বিশ্বজনীন
D
সর্বহিতকর
উত্তরের বিবরণ
সর্ব জনের হিতকর – সর্বজনীন। বিশ্ব জনের হিতকর – বিশ্বজনীন। হিত কামনা করে যে - হিতৈষী।

0
Updated: 4 days ago
'যে আলোতে কুমুদ ফোটে'- এককথায় কী হবে?
Created: 1 month ago
A
B
কৌমুদী
C
প্রভাবতী
D
বিভা
‘যে আলোতে কুমুদ ফোটে’ এর এককথায় প্রকাশ হলো - কৌমুদি।
অন্যদিকে,
প্রভাবান - দীপ্তি-মান, উজ্জ্বল। এর স্ত্রীবাচক শব্দ প্রভাবতী।
বিভা - আলোক, কিরণ, প্রভা, দীপ্তি, সৌন্দর্য।
আরো কিছু গুরুত্বপূর্ণ বাক্য সংকোচন/ এক কথায় প্রকাশ
- 'গম্ভীর ধ্বনি' এর এক কথায় প্রকাশ -- মন্দ্র।
- হরিণের চামড়া এর এক কথায় প্রকাশ -- অজিন।
- ময়ূরের ডাক এর এক কথায় প্রকাশ -- কেকা।
- ঘোড়ার ডাক এর এক কথায় প্রকাশ -- হ্রেষা।
- পাখির ডাক এর এক কথায় প্রকাশ -- কূজন।
- হাতির গর্জন এর এক কথায় প্রকাশ -- বৃংহিত।

0
Updated: 1 month ago
'কর্মে যাহার ক্লান্তি নাই' এই বাক্যাংশের সংক্ষিপ্ত রূপ কী?
Created: 1 month ago
A
ক্লান্তিহীন
B
অক্লান্ত
C
অক্লান্ত কর্মী
D
অবিশ্রাম
বাংলা ভাষায় কিছু বহুবাক্য অর্থ এক কথায় প্রকাশ করা সম্ভব। যেমন:
-
‘যিনি নিরবিচারে কর্ম করে যান, ক্লান্তি তাঁকে স্পর্শ করে না’ — এমন ব্যক্তিকে বলা হয় ‘অক্লান্ত কর্মী’।
-
‘যার মধ্যে ক্লান্তির কোনো চিহ্ন নেই’ — এমন কাউকে বোঝাতে ব্যবহার করা যায় ‘ক্লান্তিহীন’ শব্দটি।
-
আবার, ‘ক্লান্তি বা বিরতি ছাড়াই অগ্রসর হওয়া’ — এই ভাবনাটিকে এক কথায় প্রকাশ করা যায় ‘অক্লান্ত’ অথবা ‘অবিশ্রাম’ শব্দ দিয়ে।
তথ্যসূত্র: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

0
Updated: 1 month ago
'বসে আছে যে' এক কথায় কী বলে?
Created: 1 week ago
A
উপবাসক
B
উপবিষ্ট
C
উপবিধি
D
উপবীতী
‘বসে আছে যে’ ও সংশ্লিষ্ট শব্দার্থ
শব্দ / পদ | অর্থ / ব্যাখ্যা |
---|---|
আসীন / উপবিষ্ট | বসে আছে এমন, আসন গ্রহণ করেছে (বিশেষণ) |
উপবাসক | না খেয়ে আছে এমন, অনাহারী, উপবাসকারী |
উপবিধি | প্রধান বা মূল আইনের অন্তর্গত আইন |
উপবীতী | উপবীত বা পইতা ধারণ করেছে, যজ্ঞসূত্রধারী |
সূত্র: ভাষা-শিক্ষা, ড. হায়াত মামুদ; বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান

0
Updated: 1 week ago