A
sanction
B
substitute
C
stipulation
D
directive
উত্তরের বিবরণ
Proviso (noun)
English Meaning: A condition or qualification attached to an agreement or statement.
Bangla Meaning: বিশেষত চুক্তি, দলিল ইত্যাদিতে কোনো বিধি বা শর্তের পরিধি সীমাবদ্ধ করার জন্য সংযোজিত অনুশর্ত; অনুবিধি।
Example: He let his house with the proviso that his own staff should remain to run it.
• অপশনে উল্লিখিত শব্দগুলোর অর্থ -
ক) sanction - কোনোকিছু করার জন্য কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অধিকার বা অনুমতি; অনুমোদন; মঞ্জুরি।
খ) substitute - বিকল্প; প্রতিকল্প; অনুকল্প; উপকল্প
গ) stipulation - প্রয়োজনীয় শর্ত হিসেবে কোনোকিছু উপস্থাপন করা.
ঘ) directive - সাধারণ বা বিস্তারিত নির্দেশ।
• সুতরাং, বুঝা যাচ্ছে, উল্লিখিত অপশনগুলোর মধ্যে - stipulation শব্দটি proviso এর সমার্থক অর্থ প্রকাশ করছে।
Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Oxford Learner's Dictionary.

0
Updated: 4 days ago
Which part of a letter contains the sender’s address and the date?
Created: 2 weeks ago
A
Salutation
B
Heading
C
Body
D
Closing
Correct Answer
খ) Heading ✅
Explanation:
-
চিঠির উপরের অংশে যেখানে প্রেরকের ঠিকানা ও তারিখ লেখা থাকে, সেটাকে Heading বলা হয়।
Other Options
ক) Salutation → চিঠির অভিবাদন, যেমন: Dear Sir.
গ) Body → চিঠির মূল অংশ, যেখানে বার্তার বিস্তারিত লেখা হয়।
ঘ) Closing → চিঠির শেষের অংশ, যেখানে বিদায়মূলক শব্দ যেমন: Yours sincerely লেখা হয়।

0
Updated: 2 weeks ago
Societies living in the periphery are always ignored. Here the underlined word means-
Created: 1 week ago
A
offshore areas
B
marginal areas
C
remote places
D
backward regions
Periphery
English Meaning: The outer edge or boundary of an area or object; or a secondary/marginal position in a group, field, or activity.
Bangla Meaning: বাহ্যসীমা, চৌহদ্দি, পরিধি, উপরের সীমা বা পরিবেশ।
উদাহরণে ব্যবহৃত অপশনগুলোর অর্থ:
-
offshore areas – উপকূলীয় এলাকা
-
marginal areas – প্রান্তিক এলাকা
-
remote places – দূরবর্তী স্থান
-
backward regions – পশ্চাৎপদ অঞ্চল
সুতরাং, “Societies living in the periphery are always ignored” – এই বাক্যে ‘periphery’ শব্দের অর্থ হলো: প্রান্তিক এলাকা (marginal areas)।
সূত্র: Accessible Dictionary, Bangla Academy; Oxford Learner’s Dictionary

0
Updated: 1 week ago
Choose the correct meaning of the word "Assiduous":
Created: 1 week ago
A
Lazy and indifferent
B
Careless and clumsy
C
Hardworking and attentive
D
Quick and impatient
Answer - Hardworking and attentive.
Assiduous (adjective)
English Meaning: Showing hard work, care, and attention to detail.
Bangla Meaning: অধ্যবসায়ী; প্রযত্নবান; নিষ্ঠাবান: assiduous in one’s studies.
Example Sentence:
1. He has always been an assiduous listener to radio.
2. They were assiduous in their search for all the latest facts and figures.

0
Updated: 1 week ago