কোন বানানটি শুদ্ধ?
A
শিরোচ্ছেদ
B
শিরশ্চেদ
C
শিরশ্ছেদ
D
শীরোচ্ছেদ
উত্তরের বিবরণ
সঠিক বানান- শিরশ্ছেদ। প্রদত্ত শব্দটি একটি পদ। শিরশ্ছেদ শব্দের অর্থ - কর্তন করা, কেটে ফেলা, কতল করা, গর্দান নেওয়া, মাথা নেওয়া ইত্যাদি। প্রদত্ত শব্দটি একটি বিশেষ্য পদ।

0
Updated: 1 month ago
কোন বানানটি শুদ্ধ?
Created: 4 months ago
A
বিভিসীকা
B
বিভীষিকা
C
বীভিষিকা
D
বীভিষীকা
শুদ্ধ বানান: বিভীষিকা
পদ: বিশেষ্য
উৎপত্তি: সংস্কৃত শব্দ
অর্থ:
-
আতঙ্ক
-
ভীতিকর ঘটনা
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান

0
Updated: 4 months ago
কোন শ্রেণির শব্দের বানানে ণ-ত্ব ও ষ-ত্ব বিধান প্রযোজ্য?
Created: 2 months ago
A
তদ্ভব
B
খাঁটি বাংলা
C
তৎসম
D
দেশি
✅ ণ-ত্ব ও ষ-ত্ব বিধান
১. সংজ্ঞা
-
ণ-ত্ব ও ষ-ত্ব বিধান হলো তৎসম (সংস্কৃত) শব্দের বানান রীতি, যেখানে
-
‘ণ’ এবং ‘ষ’ ধ্বনির সঠিক ব্যবহার নির্দেশিত।
-
২. প্রযোজ্য ক্ষেত্র
-
কেবল তৎসম/সংস্কৃত মূলের শব্দে এই বিধান প্রযোজ্য।
-
উদাহরণ:
-
শ্লেষ্ণ → শ্লেষ্ণ
-
ষষ্টি → ষষ্টি
-
৩. যেখানে প্রযোজ্য নয়
-
বাংলা (দেশি) শব্দে
-
তদ্ভব শব্দে
-
বিদেশি শব্দে
-
সমাসবদ্ধ শব্দে
অর্থাৎ, দেশি বা সমাসবদ্ধ শব্দে ‘ণ’ বা ‘ষ’ ধ্বনির জন্য এই বিধান ব্যবহার করা হয় না।

0
Updated: 2 months ago
কোন বানানটি অশুদ্ধ?
Created: 1 week ago
A
পরাহ্ণ
B
অপরাহ্ণ
C
প্রাহ্ণ
D
পূর্বাহ্ন
প্রমিত বাংলা বানানের নিয়ম অনুযায়ী, যখন তৎসম শব্দে ‘অপর’, ‘পরা’, ‘পূর্ব’, ‘প্রা’ ইত্যাদি উপসর্গ-এর সঙ্গে ‘অহ্ন’ প্রত্যয় যুক্ত হয়, তখন ‘অহ্ন’ শব্দের দন্ত্য ন (ন) পরিবর্তিত হয়ে মূর্ধন্য ণ (ণ) হয়। এই পরিবর্তনের ফলে শব্দগুলো প্রমিত রূপে গঠিত হয়।
উদাহরণ:
-
অপর + অহ্ন = অপরাহ্ণ
-
পরা + অহ্ন = পরাহ্ণ
-
প্রা + অহ্ন = প্রাহ্ণ
-
পূর্ব + অহ্ন = পূর্বাহ্ণ
প্রমিত বানানের নিয়ম অনুযায়ী:
-
“পূর্বাহ্ন” বানানটি অশুদ্ধ,
-
এর শুদ্ধ প্রমিত রূপ হলো — ‘পূর্বাহ্ণ’।

0
Updated: 1 week ago