‘অনুমোদিত’ শব্দটির বিপরীতার্থক শব্দ কোনটি?
A
অননুমেয়
B
অনাবশ্যক
C
অননুমোদিত
D
মতানৈক্য
উত্তরের বিবরণ
'অনুমোদিত' বিশেষণ শব্দটির অর্থ: সম্মতিপ্রাপ্ত, যার বিপরীত শব্দ - অননুমোদিত। 'অনুমেয় ' শব্দের বিপরীত অননুমেয়, 'আবশ্যক' শব্দের বিপরীত 'অনাবশ্যক' এবং 'ঐকমত্য' শব্দের বিপরীত শব্দ ' মতানৈক্য'।

0
Updated: 1 month ago
'প্রসন্ন' এর বিপরীত শব্দ কোনটি?
Created: 1 month ago
A
নিন্দিত
B
বিষণ্ণ
C
বিগ্রহ
D
হর্ষ
বিপরীত শব্দের উদাহরণ
১. প্রসন্ন
-
অর্থ: খুশি, আনন্দিত
-
বিপরীত শব্দ: বিষণ্ণ
২. নন্দিত
-
অর্থ: প্রশংসিত, আনন্দিত
-
বিপরীত শব্দ: নিন্দিত
৩. হর্ষ / হরিষ
-
অর্থ: আনন্দ, উল্লাস
-
বিপরীত শব্দ: বিষাদ
৪. সন্ধি
-
অর্থ: মিলন, চুক্তি
-
বিপরীত শব্দ: বিগ্রহ / বিবাদ
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ

0
Updated: 1 month ago
'আলো' এর বিপরীত শব্দ কোনটি?
Created: 1 month ago
A
আধার
B
কালো
C
বিমুখ
D
তিমির
• 'আলো' এর বিপরীত শব্দ — তিমির।
-
'তিমির' অর্থ: অন্ধকার।
• কিছু গুরুত্বপূর্ণ বিপরীত শব্দ:
-
উন্মুখ — বিমুখ
-
উন্নয়ন — অবনমন
-
ঔদাসীন্য — আসক্তি
-
ঔচিত্য — অনৌচিত্য
-
ঔদার্য — কার্পণ্য
-
ঐহিক — পারত্রিক
-
ঐকমত্য — মতভেদ
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা; বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

0
Updated: 1 month ago
'সংশয়'-এর বিপরীতার্থক শব্দ কোনটি?
Created: 5 months ago
A
নির্ভয়
B
বিস্ময়
C
প্রত্যয়
D
দ্বিধা
• ‘সংশয়' শব্দের অর্থ: সন্দেহ, দ্বিধা, ভবিষ্যৎ সম্পর্কে অনিশ্চয়তাবোধ।
• ‘প্রত্যয়’ শব্দের অর্থ: প্রতীতি, বিশ্বাস , নিশ্চায়ত্মক ধারণা, নিঃসন্দিগ্ধতা।
• সুতরাং, 'সংশয়' এর বিপরীতার্থক শব্দ 'প্রত্যয়'।
অন্যদিকে,
- 'ভয়' শব্দের বিপরীতার্থক শব্দ - নির্ভয়।
- 'বিস্ময়' শব্দটির বিপরীতার্থক শব্দ স্বাভাবিক।
- 'দ্বিধা' এর বিপরীতার্থক শব্দ নির্দ্বিধা।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

0
Updated: 5 months ago