A
A strong point
B
A weak point
C
A permanent solution
D
A serious idea
উত্তরের বিবরণ
Achilles heel’
অর্থ (ইংরেজি): একটি দুর্বল বা সংবেদনশীল স্থান
অর্থ (বাংলা): দুর্বল বা ঝুঁকিপূর্ণ অংশ
উদাহরণ:
Maths has always been my Achilles heel.
বাংলা অনুবাদ: গণিত সবসময় আমার সবচেয়ে দুর্বল বিষয় ছিল।
ব্যাখ্যা:
‘Achilles heel’ কথাটি গ্রিক পুরাণের Achilles চরিত্র থেকে এসেছে। তিনি ছিলেন একজন মহাবীর, কিন্তু তার গোড়ালির অংশ ছিল একমাত্র দুর্বল স্থান। তাই এই প্রবাদটি এখন “যে কোনো ব্যক্তি বা বিষয়ের সবচেয়ে দুর্বল অংশ” বোঝাতে ব্যবহৃত হয়।
উৎস: Live MCQ Lecture

0
Updated: 4 days ago
I had written the book. (Passive Voice)
Created: 2 weeks ago
A
The book was written by me.
B
The book had been written by me.
C
The book is written by me.
D
The book has been written by me.
Correct Answer
The book had been written by me. ✅
Explanation:
-
Past Perfect Tense এর Active Voice কে Passive Voice এ পরিবর্তনের নিয়ম:
-
Object → Subject হয়
-
had been বসে
-
মূল verb এর Past Participle বসে
-
by বসে
-
Subject → Objective form এ রূপ নেয়
-
Structure:
👉 Subjective form of object + had been + Past Participle + by + Objective form of subject
Example:
-
Active: I had written the book.
-
Passive: The book had been written by me.
Other Options
ক) The book was written by me. → এটি Simple Past Passive। মূল বাক্য Past Perfect, তাই ভুল।
গ) The book is written by me. → এটি Simple Present Passive। ভিন্ন অর্থ প্রকাশ করে।
ঘ) The book has been written by me. → এটি Present Perfect Passive। মূল বাক্যের সাথে মেলে না।

0
Updated: 2 weeks ago
"Colonel Jack is the title character of a novel" created by-
Created: 1 week ago
A
Herman Malville
B
G. B. Shaw
C
Daniel Defoe
D
Rudyard Kipling
Colonel Jack
Author: Daniel Defoe
-
Colonel Jack হলো Daniel Defoe রচিত একটি উপন্যাস।
-
এটি প্রথম প্রকাশিত হয় ১৭২২ সালে।
-
উপন্যাসটি একটি picaresque novel।
-
কাহিনী মূলত title character Colonel Jack-এর জীবনকে ঘিরে আবর্তিত।
-
Jack একজন তরুণ, যার জীবন ভরা অপরাধ, অনুশোচনা এবং সামাজিক অবস্থান পরিবর্তনের সংগ্রামে।
Main Characters
-
Jack (Colonel Jack)
-
Jack’s Father
-
Martha
-
The Highwayman
-
The Thieves
-
The Merchant
-
The Reverend
-
The Prince
Daniel Defoe (1660–1731)
-
তিনি ছিলেন একজন English novelist, pamphleteer এবং journalist।
-
আধুনিক ইংরেজি উপন্যাসের অন্যতম পথিকৃৎ হিসেবে পরিচিত।
-
তাঁর সবচেয়ে বিখ্যাত সাহিত্যকর্ম হলো Robinson Crusoe (১৭১৯), যা তাকে বিশ্বসাহিত্যে অমর করেছে।
-
তাঁর রচনাশৈলী ছিল সহজ, প্রাণবন্ত ও পাঠকনির্ভর, যা পাঠকদের সহজেই আকর্ষণ করে।
Notable Works
-
Robinson Crusoe
-
Captain Singleton
-
Colonel Jack
-
Moll Flanders
Source: Britannica

0
Updated: 1 week ago
This is the book I lost. Here 'I lost' is-
Created: 4 days ago
A
A noun clause
B
An adverbial clause
C
An adjective clause
D
None of the three
Adjective Clause (বিশেষণোপবাক্য)
যে উপবাক্যটি কোনো noun বা pronoun-এর অর্থ পরিষ্কার বা বর্ধিত করে, তাকে Adjective Clause বা বিশেষণোপবাক্য বলা হয়। এটি মূলত noun-এর পর বসে এবং noun-এর বিশেষণ হিসেবে কাজ করে।
উদাহরণ:
-
This is the book I lost.
এখানে I lost হলো Adjective Clause। কেননা এটি noun the book কে modify করছে, অর্থাৎ কোন বই তা বোঝাচ্ছে।
মূল বৈশিষ্ট্য:
-
সাধারণ adjective সাধারণত noun-এর আগে বা linking verb-এর পরে আসে, কিন্তু Adjective Clause সবসময় noun-এর পরে বসে।
-
Adjective Clause প্রায়ই শুরু হয় relative pronoun বা relative adverb দিয়ে।
Relative Pronouns: who, which, that, whom, whose, of which
Relative Adverbs: why, where, when, how, as
উদাহরণ বাক্য
-
He could not explain the reason why they left. → এখানে why they left হলো Adjective Clause, যা the reason কে modify করছে।
-
The boy who is playing cricket is my brother. → এখানে who is playing cricket হলো Adjective Clause, যা the boy কে modify করছে।
উৎস: Azar, B. S. (2002). Understanding and Using English Grammar. Pearson Education.

0
Updated: 4 days ago