সর্বজনের হিতকর- এক কথায় কী হবে?
A
সর্বজনীন
B
সার্বজনীন
C
বিশ্বজনীন
D
সর্বহিতকর
উত্তরের বিবরণ
সর্ব জনের হিতকর – সর্বজনীন। বিশ্ব জনের হিতকর – বিশ্বজনীন। হিত কামনা করে যে - হিতৈষী।

0
Updated: 1 month ago
‘সাপের খোলস’- বাক্য সংকোচন কী হবে?
Created: 2 months ago
A
প্লাবক
B
উরগ
C
নির্মোক
D
কৃত্তি
“সাপের খোলস” বাক্য সংকোচন হবে - নির্মোক। কৃত্তি এর বিশেষ্য পদ হলো বাঘছাল, চর্ম, পশুচর্ম, ভুর্জ গাছের ছাল। প্লাবক এর বিশেষ্য পদ - প্লাবনকারী। এবং বিশেষণ পদ - প্লাবনকর।

0
Updated: 2 months ago
'লাভ করার ইচ্ছা' এর এককথায় প্রকাশ -
Created: 4 days ago
A
ঈপ্সা
B
জুগুপ্সা
C
জিঘাংসা
D
লিপ্সা
• 'লাভ করার ইচ্ছা' এর এককথায় প্রকাশ - লিপ্সা।
অন্যদিকে,
- 'গোপন করার ইচ্ছা' এর এককথায় প্রকাশ - জুগুপ্সা।
- 'পাওয়ার ইচ্ছা' এর এক কথায়- ঈপ্সা।
- 'হনন করার ইচ্ছা' এর বাক্য সংকোচন - জিঘাংসা।

0
Updated: 4 days ago
'রাত্রের মধ্যভাগ' এর এক কথায় প্রকাশ-
Created: 3 weeks ago
A
মহানিশা
B
পররাত্র
C
ত্রিযামা
D
সৌপ্তিক
বাংলা ভাষায় রাত্রি সম্পর্কিত শব্দগুলো নির্দিষ্ট সময় ও প্রেক্ষাপট অনুযায়ী ব্যবহার করা হয়। কিছু গুরুত্বপূর্ণ রাত্রি সম্পর্কিত শব্দ নিচে দেওয়া হলো।
-
মধ্যরাত্রি : মহানিশা
-
অন্যান্য রাত্রি সম্পর্কিত শব্দ
-
রাত্রির তিনভাগ একত্রে : ত্রিযামা
-
রাত্রিকালীন যুদ্ধ : সৌপ্তিক
-
রাত্রির শেষ ভাগ : পররাত্র
-
রাত্রির প্রথম ভাগ : পূর্বরাত্র
-
উৎস:

0
Updated: 3 weeks ago