‘জলাশয়’ শব্দের সমার্থক শব্দ হচ্ছে-
A
সরোবর
B
জলধর
C
অম্বু
D
সলিল
উত্তরের বিবরণ
জলধর - মেঘ, নিরদ, অম্বু - আকাশ, অন্তরীক্ষ, সলিল - বারি, পানি, জল, জলাশয় - সরোবর, জলকুণ্ড।

0
Updated: 1 month ago
'সূর্য'-এর প্রতিশব্দ কোনটি?
Created: 3 weeks ago
A
শশাঙ্ক
B
অর্ণব
C
আদিত্য
D
সিন্ধু
'সূর্য' এর প্রতিশব্দ হলো 'আদিত্য'।
'সূর্য' এর অন্যান্য প্রতিশব্দ:
-
রবি
-
সবিতা
-
দিবাকর
-
দিনমনি
-
দিননাথ
-
দিবাবসু
-
অর্ক
-
ভানু
-
তপন
-
ভাস্কর
-
মার্তণ্ড
-
অংশু
-
প্রভাকর
-
কিরণমালী
-
অরুণ
-
মিহির
-
দিনপতি
অন্যদিকে:
-
'চাঁদ' এর প্রতিশব্দ — সুধাংশু, শশাঙ্ক, বিধু
-
'সমুদ্র' এর প্রতিশব্দ — বরুণ, পাথার, অর্ণব, দরিয়া, পারাবার, পয়োধি, সিন্ধু, সাগর

0
Updated: 3 weeks ago
কোনটি সমার্থ শব্দের বাহুল্যজনিত অশুদ্ধি?
Created: 1 month ago
A
কদাপি
B
প্রয়োজনীয়তা
C
অধীন
D
আয়ত্ত
‘প্রয়োজনীয়তা’ সমার্থক শব্দের বাহুল্যজনিত অপপ্রয়োগ
-
এই শব্দের শুদ্ধরূপ: প্রয়োজন
অন্যদিকে, আয়ত্ত, অধীন, কদাপি—এই শব্দগুলোর প্রয়োগ শুদ্ধ।
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ ও বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান

0
Updated: 1 month ago
‘পৃথিবী’র সমার্থক শব্দ কোনটি?
Created: 1 month ago
A
অচল
B
অদ্রি
C
কনক
D
অবনী
পৃথিবী শব্দের সমার্থক শব্দ: ধরা, ধরিত্রী, ধরণী, অবনী, মেদিনী, পৃ, পৃথ্বী, ভূ, বসুধা, বসুন্ধরা, জাহান, জগৎ, দুনিয়া, ভূবন, বিশ্ব, ভূ - মণ্ডল, অখিল।

0
Updated: 1 month ago