‘আকাশ’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
A
অন্তরীক্ষ
B
বিভু
C
প্রভাকর
D
সুধাকর
উত্তরের বিবরণ
‘আকাশ’ শব্দের সমার্থক শব্দ: খলোক, ব্যোম, নভঃ, অন্তরীক্ষ, দ্যুলোক, শূণ্য, নভোমণ্ডল ইত্যাদি। অন্যদিকে, ‘বিভু’ শব্দের অর্থ— আল্লাহ, ঈশ্বর; বিধাতা। ‘প্রভাকর’; ‘সূর্য’ শব্দের সমার্থক শব্দ ‘সুধাকর’; ‘চাঁদ’ শব্দের সমার্থক শব্দ।

0
Updated: 1 month ago
‘অংশু’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
Created: 1 month ago
A
কুটুম
B
দীপ্তি
C
দৃষ্টি
D
উজ্জ্বল
অংশু মানে রশ্মি, আলো, দিপ্তী, কিরণ। অংশুমালী - সূর্য। অংশুমান্ - কিরণযুক্ত, দীপ্তিময়।

0
Updated: 1 month ago
‘পর্বত’ এর সমার্থক শব্দ নয় কোনটি?
Created: 2 weeks ago
A
শৈল
B
অদ্রি
C
মেদিনী
D
অচল
‘পর্বত’ এর সর্মাথক শব্দ নয় মেদিনী। পর্বত শব্দের সমার্থক শব্দ: শৈল, গিরি, পাহাড়, অচল, অটল, অদ্রি, চূড়া, ভূধর, নগ, শৃঙ্গী, শৃঙ্গধর, মহীধর, মহীন্দ্র মেদিনী শব্দের সমার্থক শব্দ: ধরা, ধরিত্রী, ধরণী, অবনী, মেদিনী, পৃ, পৃথ্বী, ভূ, বসুধা, বসুন্ধরা, জাহান, জগৎ, দুনিয়া, ভূবন, বিশ্ব, ভূ – মণ্ডল।

0
Updated: 2 weeks ago
'কন্যা' শব্দের প্রতিশব্দ কোনটি?
Created: 3 weeks ago
A
ললিত
B
দীপ্তি
C
দুহিতা
D
তপস্বী
বাংলা ভাষায় সমার্থক শব্দ ব্যবহার বাক্যকে সমৃদ্ধ ও বৈচিত্র্যময় করে। কিছু গুরুত্বপূর্ণ শব্দ ও তাদের সমার্থক শব্দ নিচে দেওয়া হলো।
-
কন্যা : দুহিতা
-
‘কন্যা’ শব্দের অন্যান্য সমার্থক শব্দ : মেয়ে, আত্মজা, নন্দিনী, তনয়া, পুত্রী, ঝি
-
অন্যান্য শব্দ ও অর্থ
-
ললিত : সুন্দর, চারু, মনোরম
-
দীপ্তি : প্রভা, আলোক
-
তপস্বী : সন্ন্যাসী, ঋষি
-
উৎস:

0
Updated: 3 weeks ago