Which do you think is the nearest in meaning to 'proviso':
A
sanction
B
substitute
C
stipulation
D
directive
উত্তরের বিবরণ
Proviso (noun)
English Meaning: A condition or qualification attached to an agreement or statement.
Bangla Meaning: বিশেষত চুক্তি, দলিল ইত্যাদিতে কোনো বিধি বা শর্তের পরিধি সীমাবদ্ধ করার জন্য সংযোজিত অনুশর্ত; অনুবিধি।
Example: He let his house with the proviso that his own staff should remain to run it.
• অপশনে উল্লিখিত শব্দগুলোর অর্থ -
ক) sanction - কোনোকিছু করার জন্য কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অধিকার বা অনুমতি; অনুমোদন; মঞ্জুরি।
খ) substitute - বিকল্প; প্রতিকল্প; অনুকল্প; উপকল্প
গ) stipulation - প্রয়োজনীয় শর্ত হিসেবে কোনোকিছু উপস্থাপন করা.
ঘ) directive - সাধারণ বা বিস্তারিত নির্দেশ।
• সুতরাং, বুঝা যাচ্ছে, উল্লিখিত অপশনগুলোর মধ্যে - stipulation শব্দটি proviso এর সমার্থক অর্থ প্রকাশ করছে।
Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Oxford Learner's Dictionary.

0
Updated: 1 month ago
You may go out to play provided you finish your homework first.
Here, the underlined word is a/an-
Created: 3 weeks ago
A
preposition
B
conjunction
C
adverb
D
verb
Complete sentence:
You may go out to play provided you finish your homework first.
-
এখানে underlined word provided একটি conjunction।
Provided / Provided (that) [Conjunction]
-
English Meaning: on condition that; with the understanding; if
-
Bangla Meaning: Provided (that) = এই শর্তে (যে)
ব্যাখ্যা:
-
শর্ত বোঝাতে Provided / Provided that ব্যবহার করা হয়।
-
দুইটি clause সংযুক্ত করতে এটি conjunction হিসেবে কাজ করে।
উদাহরণ:
-
The teacher will allow extra time provided you have a valid reason.
-
The flight will take off provided that the weather is good.
উৎস:

0
Updated: 3 weeks ago
Which of the following is a synonym for "outlet"?
Created: 3 weeks ago
A
Inlet
B
Exit
C
Fame
D
Naval
Outlet একটি noun, যার অর্থ কোনো জিনিস বা শক্তি প্রকাশ বা নিঃসরণ করার স্থান বা মাধ্যম, এছাড়া এটি একটি খুচরা দোকানও বোঝাতে পারে। সাধারণত পানি, বাষ্প বা মানুষ বের হওয়ার পথ হিসেবেও ব্যবহার করা হয়।
-
Outlet (noun)
English Meaning: A place or means of expressing or releasing something, such as emotions or energy; a retail store or shop where goods are sold
Bangla Meaning: পানি, বাষ্প ইত্যাদির নির্গমপথ; নির্গমদ্বার -
Correct Answer: Exit
-
Synonyms:
-
Egress (আনুষ্ঠানিক) বহির্গমনের অধিকার; প্রস্থান
-
Escape (মুক্তি পাওয়া; পালিয়ে যাওয়া; বাষ্প ইত্যাদি বেরিয়ে যাওয়া)
-
Exit ((সিনেমা হল, সভাকক্ষ ইত্যাদি থেকে) বের হওয়ার পথ; নিষ্ক্রমণ দ্বার)
-
-
Antonyms:
-
Inlet (স্থলভাগের অভ্যন্তরে প্রবেশ বা প্রবেশপথ)
-
Entrance (প্রবেশদ্বার)
-
Ingress (আনুষ্ঠানিক প্রবেশ; প্রবেশন; প্রবেশাধিকার)
-
-
Other Options:
-
Fame (খ্যাতি; যশ)
-
Naval (নৌবাহিনীসংক্রান্ত; রণতরিসংক্রান্ত)
-
-
Example Sentences:
-
He plugged the charger into the wall outlet to recharge his phone.
-
The new Nike outlet at the mall offers last season's sneakers at discounted prices.
-
-
Source:

0
Updated: 3 weeks ago
The antonym of the word "Obscure" is –
Created: 4 weeks ago
A
Lucid
B
Cryptic
C
Esoteric
D
Pacification
Obscure (Adjective, Verb & Noun)
-
English Meaning: Not well known or difficult to understand; not clear or easy to see.
-
Bangla Meaning: অন্ধকারময়; গুপ্ত; অস্পষ্ট।
Synonyms:
-
Cryptic – গুপ্ত; দুর্বোধ্য।
-
Recondite – সৃষ্টি ছাড়া; দুর্বোধ্য; নিগূঢ়।
-
Esoteric – কেবল দীক্ষিত ব্যক্তিরা বুঝতে পারে এমন দুর্বোধ্য।
Antonyms:
-
Clear – স্বচ্ছ; স্পষ্ট।
-
Lucid – স্বচ্ছ; সহজবোধ্য।
-
Obvious – স্পষ্টত প্রতীয়মান; পরিষ্কার; সোজা।
উল্লিখিত অপশনগুলো:
-
Lucid – স্বচ্ছ; সহজবোধ্য।
-
Cryptic – গুপ্ত; দুর্বোধ্য।
-
Esoteric – কেবল দীক্ষিত ব্যক্তিরা বুঝতে পারে এমন দুর্বোধ্য।
-
Pacification – শান্তকরণ বা শান্ত হওয়া; শান্তি প্রতিষ্ঠা।
Example Sentences:
-
Clouds obscured the mountain peak.
-
The instructions were obscure and confused everyone.
Source:

0
Updated: 4 weeks ago