This is the book I lost. Here 'I lost' is-
A
A noun clause
B
An adverbial clause
C
An adjective clause
D
None of the three
উত্তরের বিবরণ
Adjective Clause (বিশেষণোপবাক্য)
যে উপবাক্যটি কোনো noun বা pronoun-এর অর্থ পরিষ্কার বা বর্ধিত করে, তাকে Adjective Clause বা বিশেষণোপবাক্য বলা হয়। এটি মূলত noun-এর পর বসে এবং noun-এর বিশেষণ হিসেবে কাজ করে।
উদাহরণ:
-
This is the book I lost.
এখানে I lost হলো Adjective Clause। কেননা এটি noun the book কে modify করছে, অর্থাৎ কোন বই তা বোঝাচ্ছে।
মূল বৈশিষ্ট্য:
-
সাধারণ adjective সাধারণত noun-এর আগে বা linking verb-এর পরে আসে, কিন্তু Adjective Clause সবসময় noun-এর পরে বসে।
-
Adjective Clause প্রায়ই শুরু হয় relative pronoun বা relative adverb দিয়ে।
Relative Pronouns: who, which, that, whom, whose, of which
Relative Adverbs: why, where, when, how, as
উদাহরণ বাক্য
-
He could not explain the reason why they left. → এখানে why they left হলো Adjective Clause, যা the reason কে modify করছে।
-
The boy who is playing cricket is my brother. → এখানে who is playing cricket হলো Adjective Clause, যা the boy কে modify করছে।
উৎস: Azar, B. S. (2002). Understanding and Using English Grammar. Pearson Education.

0
Updated: 1 month ago
‘I will not let you go’. In this sentence 'go' is a/an-
Created: 1 month ago
A
infinitive
B
gerund
C
participle
D
verbal noun
I will not let you go. Here 'go' is - Infinitive.
• Infinitive হচ্ছে verb এর base form অথবা to + base form.
• Infintive দুই রকম হতে পারে-
১. To-যুক্ত infinitve এবং
২. To-বিহীন infinitive বা Bare Infinitive.
• সাধারণত এর অর্থ হয়ে থাকে “করতে/ খেতে/ যেতে/ বলতে” এ রকম। অর্থাৎ- বাংলা ক্রিয়ার শেষে 'তে' যোগ হয়।
• আবার to + verb, noun হিসেবে ব্যবহার হলে ক্রিয়ার শেষে আ-কার যোগ করা হয়। যেমন- to swim = সাতার কাটা ইত্যাদি।
Let-এর পরে Verb-এর Bare Infinitive (to-বিহীন infinitive form) বসে।
তাই, go verb-টি to-বিহীন infinitive form.
সুতরাং, সঠিক উত্তর infinitive.

0
Updated: 1 month ago
He is ___________ than any other boy in the class.
Created: 1 month ago
A
more intelligent
B
most intelligent
C
very intelligent
D
the most intelligent

0
Updated: 1 month ago
The student who is hardworking passed the test. (Simple)
Created: 1 month ago
A
Hardworking student passed the test.
B
A hardworking student passed the test.
C
The student hardworking passed the test.
D
A student of hardworking passed the test.
The correct answer is - খ) A hardworking student passed the test.
• Subject + relative pronoun (who/which / that) + adjective যুক্ত complex sentence কে simple sentence এ রূপান্তরের নিয়ম:
(i) প্রথমে the-এর পরিবর্তে a / an বসে +
(ii) relative pronoun এর পরের adjective টি বসে +
(ii) প্রদত্ত subject টি বসে +
(iv) প্রদত্ত sentence-এর adjective-এর পরের অংশটি বসে।
• Example:
Complex: The student who is hardworking passed the test.
Simple: A hardworking student passed the test.
• More example:
Complex: The girl who is meritorious can make a good result.
Simple: A meritorious girl can make a good result.
Complex: The boy who is industrious can shine in life.
Simple: An industrious boy can shine in life.
ব্যাখ্যাঃ নিয়ম অনুযায়ী article an বসেছে প্রদত্ত adjective industrious বসেছে+ subject boy বসেছে + can থেকে life পর্যন্ত বসেছে।
Other options
ক) Hardworking student passed the test.
এখানে article ("a" বা "the") দরকার।
গ) The student hardworking passed the test.
adjective + noun এর মধ্যে word order ভুল।
ঘ) A student of hardworking passed the test.
"of hardworking" ভুল phrase। তাই বাক্যটি ভুল।

0
Updated: 1 month ago