He worked with all sincerity. The underlined phrase is-
A
A noun phrase
B
An adjective phrase
C
An infinitive phrase
D
An adverbial phrase
উত্তরের বিবরণ
He worked with all sincerity.
উল্লেখিত অংশ (underlined phrase): with all sincerity
Adverbial Phrase
-
যে phrase বাক্যে adverb-এর মতো কাজ করে, তাকে Adverbial Phrase বলা হয়।
-
সহজভাবে বলতে গেলে, যখন আমরা বাক্যের কাজ (verb) কে প্রশ্ন করি—যেমন কখন (when), কোথায় (where), কেন (why), বা কিভাবে (how)—আর তার উত্তর একটি phrase হিসেবে আসে, সেটাই Adverbial Phrase।
প্রদত্ত বাক্যে with all sincerity phrase টি worked ক্রিয়াটিকে বিস্তারিতভাবে বোঝাচ্ছে।
-
এটি দেখাচ্ছে কিভাবে সে কাজ করেছিল, তাই এটি Adverbial Phrase হিসেবে চিহ্নিত।
উৎস: Azar, Betty Schrampfer. Understanding and Using English Grammar. 5th Edition. Pearson Education.

0
Updated: 1 month ago
The scholarship was divided ____ the top three students.
Created: 1 month ago
A
with
B
among
C
between
D
in between
→ Correct Answer: Among.
•"Among" ব্যবহার করা হয় যখন দুইয়ের অধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে কিছু ভাগ করা হয়।
Complete sentence: "The scholarship was divided among the top three students."
বাংলা অর্থ: "বৃত্তিটি শীর্ষ তিন শিক্ষার্থীর মধ্যে ভাগ করা হয়েছিল।"
-"Among" ব্যবহৃত হয় তিন বা ততোধিক ব্যক্তির মধ্যে বণ্টন বোঝাতে, যেখানে "Between" শুধুমাত্র দুইজনের ক্ষেত্রে প্রযোজ্য।
Examples:
Among: The cake was shared among all guests. (অধিক সংখ্যক অতিথি)
Between: The responsibility was split between two managers. (দুই ব্যক্তি)
অন্যান্য অপশনগুলির বিশ্লেষণ:
ক) with: সঙ্গ বা অংশগ্রহণ বোঝায় (যেমন: "She studied with friends"), বণ্টনের ক্ষেত্রে অপ্রযোজ্য।
গ) between: শুধুমাত্র দুইটি সত্তার মধ্যে বণ্টনে ব্যবহৃত হয় (যেমন: "The land was divided between two brothers"), তিন বা ততোধিকের ক্ষেত্রে ভুল।
ঘ) in between: দুইটি জিনিসের মাঝখানের অবস্থান বোঝায় (যেমন: "The shop is in between the bank and the post office"), বণ্টনের অর্থে ব্যবহার হয় না।

0
Updated: 1 month ago
I would rather _____ than beg.
Created: 2 weeks ago
A
died
B
dies
C
die
D
will die
“I would rather die than beg” বাক্যটি বোঝায় যে সে ভিক্ষা করার চেয়ে মরাটাকেই বেছে নেবে। নিচে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হলো।
-
Would rather একটি নির্দিষ্ট গঠন, যার পরে সবসময় verb-এর base form (মূল ক্রিয়াপদ) ব্যবহার হয়, যেমন: go, eat, die।
-
এখানে would rather মানে “বরং চাই” বা “অগ্রাধিকার দেওয়া”।
-
সঠিক গঠন: would rather die, কারণ “die” base verb।
-
বাক্যটি একটি শক্ত মানসিকতা বা আত্মমর্যাদাবোধ প্রকাশ করে।
-
Other options:
-
ক) died – past tense; “would rather” এর পরে ব্যবহার করা যায় না।
-
খ) dies – third person singular (he/she/it) এর জন্য; এখানে subject হলো “I”, তাই ভুল।
-
ঘ) will die – “would rather” ভবিষ্যতের ইচ্ছা প্রকাশ করে, তাই “will” ব্যবহার অপ্রয়োজনীয় এবং ভুল।
-

0
Updated: 2 weeks ago
Find the error: The teacher makes the students completing their homework every day.
Created: 1 month ago
A
makes
B
completing
C
everyday
D
none of these.
Correct Answer: The teacher makes the students complete their homework every day.
Explanation:
-
"Make" is a causative verb, which is used when the subject causes someone else to perform an action. In this case, the teacher (subject) causes the students (object) to complete their homework (action).
-
Structure of causative verb with "make":
-
Make + object + base form of verb
-
Example: She makes her kids brush their teeth before bed.
-
Example: My boss makes me stay late at work sometimes.
-
-
Important Note: Unlike other verbs, after "make," the verb following the object is always in its base form, not infinitive or gerund.
-
This sentence is an independent clause because it expresses a complete thought and can stand alone.
More Examples:
-
Parents make their children do household chores.
-
The coach makes the players run extra laps for practice.
-
Teachers make students revise their lessons regularly.

0
Updated: 1 month ago