A
A gerund
B
A participle
C
An infinitive
D
A finite verb
উত্তরের বিবরণ
Education is enlightening.
এখানে ‘enlightening’ শব্দটি ‘Education’ শব্দকে modify করছে, অর্থাৎ adjective-এর মতো কাজ করছে।
মূল ধারণা:
-
Participle হল এমন একটি verb যা noun বা pronoun কে describe করতে পারে।
-
Participle একই সাথে verb + adjective হিসেবে কাজ করে।
-
Verb যখন adjective-এর মতো ব্যবহৃত হয়, তখন তাকে participle বলা হয়।
ধরন:
-
Present Participle (-ing):
-
উদাহরণ: Do not disturb a sleeping dog.
-
এখানে ‘sleeping’ হলো present participle, যা ‘dog’ কে describe করছে।
-
-
Past Participle (-ed, -d, -t, -en, -n):
-
উদাহরণ: This is a book written by Charles Dickens.
-
এখানে ‘written’ হলো past participle, যা ‘book’ কে describe করছে।
-
-
Perfect Participle (having + past participle):
-
উদাহরণ: Having eaten rice, he went to bed.
-
এখানে ‘Having eaten’ হলো perfect participle, যা ক্রিয়ার সম্পন্ন হওয়ার অর্থ প্রকাশ করছে।
-
সারসংক্ষেপ:
-
Participle মূলত verb-এর আকার হলেও noun বা pronoun modify করে adjective-এর কাজ করে।
-
Present participle → -ing,
-
Past participle → -ed / -en / অন্যান্য আকার,
-
Perfect participle → having + past participle।
উৎস: Michael Swan, Practical English Usage

0
Updated: 4 days ago
She invited ten friends, ________ turned up for the party.
Created: 6 days ago
A
all of whom
B
all of them
C
they all
D
whom all
Correct Answer:
👉 all of whom
Complete Sentence:
She invited ten friends, all of whom turned up for the party.
Bangla Translation:
সে দশজন বন্ধুকে দাওয়াত দিয়েছিল, যাদের সবাই পার্টিতে এসেছিল।
Analysis:
-
এখানে দুটি clause আছে, তাই এদের যুক্ত করতে Relative pronoun ব্যবহার করতে হবে।
-
Relative pronoun সাধারণত conjunction-এর কাজও করে।
-
অপশন all of them এবং they all-এ কোন relative pronoun নেই।
-
who all ব্যাকরণের নিয়ম অনুসারে সঠিক নয়।
-
তাই শূন্যস্থানে সঠিক relative pronoun হলো all of whom।

0
Updated: 6 days ago
A retired officer lives next door. Here, the underlined word is used as a/an:
Created: 12 hours ago
A
Gerund
B
adverb
C
preposition
D
participle
সঠিক উত্তরঃ Participle
উদাহরণ: A retired officer lives next door.
-
এখানে retired শব্দটি officer শব্দটিকে modify করছে। তাই এটি adjective-এর মতো কাজ করছে। কিন্তু মূলত এটি একটি verb-এর অংশ, কারণ এটি officer-এর অবস্থা (অবসরপ্রাপ্ত) প্রকাশ করছে।
-
অর্থাৎ participle হলো এমন একটি verb যা একই সাথে adjective-এর কাজও করতে পারে।
Participle কী?
-
Participle হলো verb যা -ing (present participle) অথবা -ed, -d, -t, -en, -n (past participle) দিয়ে শেষ হয়।
-
Participle noun modify করতে পারে, অর্থাৎ adjective-এর মতো ব্যবহার হয়।
Participle-এর প্রধান তিন ধরন:
-
Present Participle: Verb-এর সঙ্গে -ing যুক্ত হয়।
-
উদাহরণ: Do not disturb a sleeping dog.
-
এখানে sleeping শব্দটি dog-এর অবস্থা বোঝাচ্ছে।
-
-
Past Participle: Verb-এর সঙ্গে সাধারণত -ed যুক্ত হয়। কিন্তু সব ক্ষেত্রে নয়।
-
উদাহরণ: This is a book written by Charles Dickens.
-
এখানে written বইটি modify করছে।
-
-
Perfect Participle: Having + past participle দিয়ে গঠিত হয়।
-
উদাহরণ: Having eaten rice, he went to bed.
-
এখানে ক্রিয়াকলাপের ক্রম বোঝানো হয়েছে।
-
নোট:
-
সাধারণ Verb-এর সাথে -ed যুক্ত হয়ে past participle হয়। যেমন: work → worked
-
তবে অনেক ক্ষেত্রে -ed ছাড়া past participle গঠিত হতে পারে, যেমন: write → written, eat → eaten।
উৎস: Murphy, R. (2019). English Grammar in Use. Cambridge University Press.

0
Updated: 12 hours ago
He played instead of _______ .
Created: 1 week ago
A
having worked
B
working
C
work
D
worked
Instead of
• Complete Sentence:
-
English: He played instead of working.
-
Bangla: কাজ করার পরিবর্তে সে খেলেছে।
• Grammar Rule:
-
"Instead of" একটি preposition।
-
Preposition-এর পরে gerund (verb + ing) ব্যবহার করতে হয়।
-
অর্থাৎ, preposition (of, in, on, up, for, by, ইত্যাদি)-এর পরে সবসময় verb + ing বসে।
• More Examples:
-
The old man was tired of walking.
-
A grant for studying medicine.
-
He gave up playing tennis.

0
Updated: 1 week ago